কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ আগস্ট ২০২৩

360
0
26th August Current Affairs

আন্তর্জাতিক
  • রাশিয়ার বেসরকারি যোদ্ধাদের সংস্থা ওয়াগনার -এর দাবি, আদৌ কোন বিমান দুর্ঘটনা ঘটেনি ইয়েগভেনি প্রিগোঝিনের। প্রিগোঝিনের বিমান গুলি চালিয়ে নামিয়েছে রাশিয়া। অন্যদিকে রাশিয়া এদিন দাবি করল যে, দুর্ঘটনার জন্যই প্রিগোঝিনের মৃত্যু হয়েছে। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার জন্য এমব্রেয়ার লেগা ৬০০ মডেলের বিমানটি রওনা দিয়েছিল। এরপর তুর অঞ্চলে সেটি ভেঙে পড়ে বলে রাশিয়া দাবি করেছে। উদ্ধার করা হয়েছে প্রিগোঝিনসহ ১০ জনের মৃতদেহ। তবে তাদের এমন অবস্থা যে সনাক্ত করার উপায় নেই। প্রসঙ্গত রাশিয়ার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিল ওয়াগনার বেলারুশের মধ্যস্থতায় সেই ঘটনার মিটমাট হয়। কিন্তু তারপর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি প্রিগোঝিনকে।
  • পাকিস্তানি বংশোদ্ভূত চিকিৎসককে ১৮ বছর কারাদণ্ড দিলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ৩১ বছর বয়সী ওই চিকিৎসকের নাম মহম্মদ মাসুদ। তিনি এইচ ১ বি ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছিলেন। কিন্তু সেখান থেকে গোপনে জঙ্গি আই এস দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন মাসুদ। মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে সিরিয়ায় জঙ্গি দলে যোগ দেওয়ার চেষ্টাও করেছিলেন। ২০২০ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গ্রেপ্তার করে মাসুদকে। সেই মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
  • মৃত্যুদণ্ড প্রাপ্তবন্দির ক্ষেত্রে ফাঁসির বদলে বিকল্প একটি ব্যবস্থা কার্যকর করল মার্কিন যুক্তরাষ্ট্র। কেনেথ ইউজিন স্মিথ নামে এই মার্কিন বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হল বিশুদ্ধ নাইট্রোজেন ব্যবহার করে।
জাতীয়
  • গ্রিস সফর সেরে সরাসরি বেঙ্গালুরুতে অবতরণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। বিমানবন্দর থেকেই সোজা ইসরো দপ্তরে চলে যান তিনি। ইসরোর বিজ্ঞানীদের তিনি অভিনন্দন জানিয়েছেন চন্দ্রযান অভিযানের সাফল্যের জন্য। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ডার অবতরণ করানোর দিনটিকে অর্থাৎ ২৩ আগস্ট এবার থেকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। ঐদিন চাঁদের যে বিন্দুতে চন্দ্রযান ৩ অবতরণ করেছে তার নাম রাখলেন তিনি শিবশক্তি বিন্দু। অন্যদিকে যে অংশে চন্দ্রযান ২ ভেঙে পড়েছিল তার নাম দিয়েছেন তিরঙ্গা বিন্দু। প্রধানমন্ত্রী বলেছেন, তিরঙ্গা আমাদের এই শিক্ষা দেবে যে, কোন ব্যর্থতাই দীর্ঘস্থায়ী নয়। এদিনই কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘোষণা করেছেন, এবার ইসরো মহিলাদের চেহারার একটি রোবট পাঠাবে মহাকাশে। এটি হবে মহাকাশে মানুষ পাঠানোর আগের ধাপ। এই রোবটের নাম দেওয়া হয়েছে, ব্যোমমিত্রা।
  • রেলের আস্ত একটি কামরা পার্টি কোচ হিসেবে বুক করা যায়। কিন্তু তাতে দাহ্য বস্তু পরিবহনের কোন অনুমতি দেওয়া হয় না। সেই অনুমতি ভঙ্গ করে গ্যাস সিলিন্ডার নিয়ে রান্না করা হচ্ছিল মাদুরাই এর কাছে একটি ভাড়া করা কামরায়। এই ঘটনা থেকেই অগ্নিকাণ্ড হয় এবং তাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।তামিলনাড়ুর নাগের কোয়েল জংশনে পুনালুর মাদুরাই এক্সপ্রেসের সঙ্গে যুক্ত একটি কোচে এই দুর্ঘটনা ঘটেছে। এই কোচটির মাদুরাই থেকে চেন্নাই হয়ে লখনউ ফেরার কথা ছিল।
খেলা
  • ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে পরাজিত হলেন ভারতের এইচএস প্রণয়। এর ফলে বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ পদক পেলেন তিনি। পঞ্চম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে কোন পদক জিতলেন প্রণয়। এর আগে ভারতের লক্ষ্য সেন, বি সাই প্রণীত এবং প্রকাশ পাড়ুকোন ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে একমাত্র ভারতের কিদম্বি শ্রীকান্ত পেয়েছিলেন রুপোর পদক।
  • বার্মিংহামে দৃষ্টিহীনদের ক্রিকেটে মহিলাদের কুড়ি ওভারের ম্যাচে চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক জিতল ভারত।
  • জাতীয় দাবা প্রতিযোগিতায় পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন এসপি সেতুরামন।
বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা দিল বেসরকারি স্পেস এক্স সংস্থার ক্রু ড্রাগন মহাকাশযান। এই অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং রাশিয়ার চারজন মহাকাশচারী রওনা দিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে।
  • স্মার্ট সিটি হিসাবে দেশের শ্রেষ্ঠ তিনটি শহর নির্বাচিত হলো যথাক্রমে মধ্যপ্রদেশের ইন্দোর, গুজরাটের সুরাট এবং উত্তর প্রদেশের আগ্রা। কলকাতার নিউ টাউন দেশের স্মার্ট সিটিগুলির মধ্যে পরিবেশ গড়ে তোলা বিভাগে দ্বিতীয় পুরস্কার এবং যাতায়াতের জন্য তৃতীয় পুরস্কার পেল।