কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ সেপ্টেম্বর ২০২৩

schedule
2023-09-30 | 06:10h
update
2023-09-30 | 08:12h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে ধর্মঘটি কর্মীদের পাশে দাঁড়ালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। চল্লিশ শতাংশ মজুরি বৃদ্ধির দাবিতে গত ১২ দিন ধরে মিশিগানে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন মার্কিন গাড়ি সংস্থাগুলির কর্মীরা। তবে কোন কর্মী সংগঠনের ধর্মঘটে খোদ রাষ্ট্রপতির পাশে গিয়ে দাঁড়ানোর নজির নেই সেখানে।
  • ভারত কানাডা সম্পর্কের অবনতির প্রেক্ষাপটেই কানাডার বিভিন্ন শহরে ভারতীয় দূতাবাস ও কনসুলেটের সামনে বিক্ষোভ দেখালো খালিস্থানপন্থী জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস। টরেন্টো শহরে ভারতের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে খালিস্থানপন্থীদের বিরুদ্ধে। এই সংগঠনের প্রধান গুরপতবন্ত পন্নুন ইতিমধ্যেই কানাডায় বসবাসকারী হিন্দুদের কানাডা ছাড়া করার হুমকি দিয়েছেন। খালিস্থানপন্থী নেতা হরদীপ সিং নির্ঝরের খুনের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানো হলো।
  • ইউক্রেনের যোদ্ধা ৯৮ বছরের ইয়ারোস্ল্যাব হানকাকে সংবর্ধনা দেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার সংসদে সংবর্ধনা জানানো হয়েছিল ওই যোদ্ধাকে। পরে জানা যায় তিনি কুখ্যাত নাৎসি বাহিনীর হয়ে লড়াই করেছিলেন।
Advertisement

জাতীয়
  • নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য পেশ করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর । বিভিন্ন বিষয় নিয়ে তিনি নাম না করে চিন, পাকিস্তান ও কানাডার কড়া সমালোচনা করলেন।
  • ২৬/১১ কাণ্ডে অন্যতম অভিযুক্ত তাহাউর রানার বিরুদ্ধে ৪০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করলো মুম্বই পুলিশ। মুম্বইয়ের বিশেষ আদালতে ওই চার্জশিট পেশ করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। প্রসঙ্গত ২৬/১১ কাণ্ডে অন্যতম অভিযুক্ত তাহাউর রানা পাকিস্তানি বংশোদ্ভূত এবং কানাডার নাগরিক।
খেলা
  • ১৯ তম এশিয়ান গেমসের তৃতীয় দিনে তৃতীয় সোনার পদক জিতল ভারত। ইকুয়েস্ট্রিয়ান টিম ড্রেসেজ ইভেন্টের দলগত বিভাগে ভারত সোনা জিতল। এই দলে রয়েছেন দিব্যাকৃতি সিং, হৃদয় ছেদা, অনুশ আগরওয়াল এবং সুদীপ্ত হাজেলা। ইকুয়েস্ট্রিয়ান এ ৪১ বছর পর সোনার পদক জিতল ভারত। ১৯৮২ সালে নয়া দিল্লিতে আয়োজিত এশিয়ান গেমসে শেষবার ইকুয়েস্ট্রিয়ান এ ভারত সোনা জিতেছিল। তবে ইকুয়েস্ট্রিয়ান টিম ড্রেসেজ ইভেন্টের এই প্রথম কোন পদক জিতল ভারত। সেইলিংয়ে রুপোর পদক জিতলেন নেহা ঠাকু সেইলিংয়ে পুরুষদের উইন্ড সার্ফার আর এস এক্স ইভেন্টে ব্রোঞ্জ পেলেন এবাদ আলি। হকিতে ভারতের পুরুষ দল ১৬-০ গোলে হারালো সিঙ্গাপুরকে। দুই ম্যাচে প্রতিপক্ষকে ৩২ গোল দিল ভারত।
  • আন্তর্জাতিক টেনিসের ‘হল অফ ফেম’ এ মনোনীত হলেন ভারতের লিয়েন্ডার পেজ। ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে আঠারোটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন তিনি।
  • কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিসনে সুপার সিক্সে খিদিরপুরের বিরুদ্ধে ১০-১ গোলে জয়ী হল ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবল লিগের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার ১০ গোল করল ইস্টবেঙ্গল।
বিবিধ
  • ২০২৩ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রেহমান। মুম্বাই চলচ্চিত্র জগতে বছরের পর বছর অসামান্য অভিনয়ের স্বাক্ষর রেখেছেন ওয়াহিদা রহমান। বিশেষ করে ‘পিয়াসা’, ‘কাগজকে ফুল, ‘সাহেব বিবি আউর গোলাম, ‘গাইড’ ‘বাত এক রাত কি, ‘কালাবাজার’ ‘সিআইডি’, ‘গাইড’, ‘প্রেম পূজারী’ প্রভৃতি ছবিতে তাঁর অভিনয় চলচ্চিত্র দর্শক চিরকাল মনে রাখবে। পাঁচ ও ছয়ের দশকে দেব আনন্দের সঙ্গে জুটি বেঁধে নায়িকার ভূমিকায় তাঁর অভিনয় গোটা ভারতবাসীকে মুগ্ধ করেছিল।  ঘটনাচক্র যেদিন দাদা সাহেব ফালকে পুরস্কারের কথা ঘোষণা হল সেদিন দেব আনন্দের শতবর্ষের জন্মদিন। এর আগে তিনি পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন।
  • হরিয়ানার সমস্ত হোটেল, রেস্টুরেন্ট ও বারে হুক্কা ব্যবহার নিষিদ্ধ করলো হরিয়ানা সরকার। এর আগে কর্নাটকেও এই পথ নেওয়া হয়েছিল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.05.2024 - 15:16:57
Privacy-Data & cookie usage: