কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ সেপ্টেম্বর ২০২৩

237
0
27th September Current Affairs

আন্তর্জাতিক
  • ইরাকের একটি বিয়ে বাড়িতে আচমকা অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১১৪ জনের। রাজধানী বাগদাদের উত্তরে মসুল শহরের কাছে নিনব প্রদেশের হামদানিয়ায় ওই বিয়ে বাড়িতে উৎসব চলার সময় আচমকা আগুন লেগে যায়। আতশবাজি থেকেই আগুন লেগে যায় বলে জানা গেছে।
  • শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন কানাডার পার্লামেন্টের স্পিকার অ্যান্টনি রোটা। গত সপ্তাহে কানাডার পার্লামেন্টে সংবর্ধনা দেওয়া হয় একজন প্রবীণ ইউক্রেনীয় অধিবাসীকে। পরে জানা যায় এই ব্যক্তি নাৎসি সামরিক বাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। এরপরই সর্বত্র বিপুল সমালোচনা শুরু হয়। তার জেরেই পদত্যাগ করতে হয় অ্যান্টনিকে।
  • সাত নয় পৃথিবীতে রয়েছে আটটি মহাদেশ। এই অষ্টম মহাদেশের নাম জি লান্ডিয়া বা ‘টে রিউ আ মাউই’ যদিও এই মহাদেশের ৯৪ শতাংশই জলের তলায়। কেবল নিউজিল্যান্ডের মতো সামান্য কিছু দ্বীপ নিয়ে এই ভূখণ্ড। মোট আয়তন ৪৯ লক্ষ বর্গকিলোমিটার। ‘টেকটোনিক্স’ জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র, সেখান থেকে এই তথ্য জানা গেছে।
জাতীয়
  • কানাডায় ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তির বাড় বাড়ন্ত ঘটছে। কিন্তু তাদের প্রত্যর্পণ নিয়ে মাথা ঘামায়নি কানাডা প্রশাসন। রাষ্ট্রসঙ্ঘের ‘কাউন্সিল অফ ফরেন রিলেশনসে’ বক্তৃতা দেওয়ার সময় এই অভিযোগ করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনের বক্তব্যে তিনি নাম না করে কানাডাকে আক্রমণ করেছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে গত তিন বছর ধরে সীমান্তে ভারতের সঙ্গে চিনের ক্রমবর্ধমান বিবাদ নিয়েও সরব হয়েছেন জয়শঙ্কর।
খেলা
  • এশিয়ান গেমসের চতুর্থ দিনে ভারত দুটি সোনা সহ সাতটি পদক জিতল। মোট পাঁচটি সোনা সহ ২২ টি পদক জিতে পদক তালিকার সপ্তম স্থানে রয়েছে ভারত। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে বিশ্ব রেকর্ড করে সোনা জিতলেন ভারতের সিফত কাউর সামরা। পাঞ্জাবের ফরিদকোটের ২৩ বছর বয়সী এই তরুণী ডাক্তারি পড়া ছেড়ে শুটিংয়ে মনোনিবেশ করেছেন। এই প্রথম এশিয়ান গেমসের এই ইভেন্টে ব্যক্তিগতভাবে কেউ সোনা জিতলেন। সামরার ৪৬৯.৬ পয়েন্ট একটি বিশ্বরেকর্ড। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের আসি চোকসি। মহিলাদের দলগত ২৫ মিটার পিস্তল বিভাগেও ভারত সোনা জিতল । এই দলে ছিলেন মানু ভাকের, এশা সিং, এবং রিদম সঙ্গোয়ান। পুরুষদের স্কিট বিভাগে রুপো জিতলেন ভারতের অনন্ত জিৎ সিং নাড়ুকা। পুরুষদের স্কিট ৫০ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। মহিলাদের ২৫ মিটার পিস্তল বিভাগে রুপো জিতলেন ভারতের এশা সিং। এদিন সেইলিংয়ে পুরুষদের আইএলসিএ ৭ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন বিষ্ণু সরবানন। হকিতে ভারতের মেয়েরা ১৩-০ গোলে হারিয়ে দিল সিঙ্গাপুরকে।
  • রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে সিরিজের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতকে ৬৬ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। তবে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হলো ভারত।
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে একগুচ্ছ বিশ্ব রেকর্ড গড়লো নেপাল। এশিয়ান গেমসে তারা মঙ্গোলিয়ার বিরুদ্ধে ইনিংসে সব থেকে বেশি রানের রেকর্ড করল। এদিন নেপাল তোলে ৩ উইকেটে ৩১৪ রান যা এই ফরম্যাটে সর্বোচ্চ। তারা জয়ী হয় ২৭৩ রানে জা রেকর্ড। নেপালের দীপেন্দ্র সিং ৯ বলে অর্ধশতরান করে ভাঙলেন ১৩ বছর আগে যুবরাজ সিংয়ের ১২ বলে অর্ধশত রানের রেকর্ড। নেপালের কুশল মাল্লা ৩৪ বলে শতরান করে তৈরি করলেন নতুন বিশ্ব রেকর্ড।
বিবিধ
  • সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায় (৯০) প্রয়াত হলেন। তিনি সত্যজিৎ রায়ের ‘তিন কন্যা, ‘ অরণ্যের দিনরাত্রি’, ‘চিড়িয়াখানা’, ‘অশনি সংকেত, ‘সোনারকেল্লা’, ‘জয় বাবা ফেলুনাথ’ প্রভৃতি ২৬টি ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন। সত্যজিৎ ছাড়াও তরুণ মজুমদার, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত প্রমুখ খ্যাতনামা পরিচালকের চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফারের দায়িত্ব পালন করেছিলেন। রূপকলা কেন্দ্রের তিনি উপদেষ্টা ছিলেন। তিনি জাতীয় পুরস্কার ছাড়াও পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ।
  • আগামী বছরে অস্কারের জন্য ভারত থেকে মনোনয়ন পেল দক্ষিণ ভারতের একটি ছবি ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’। জুড অ্যান্টনি জোসেফ পরিচালিত এই ছবিটি ২০১৮ সালে কেরলের ভয়ংকর বন্যার প্রেক্ষাপটে নির্মিত। মালায়ালাম ছবির ইতিহাসে ইতিমধ্যেই সর্বোচ্চ আয়ের নজির গড়েছে এই ছবি। ২০২৪ সালের ৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মের দৌড়ে ছিল ভারতের ২২ টি ছবি, তার মধ্যে থেকে মনোনয়ন পেল এই ছবিটি।