কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ আগস্ট ২০২৩

347
0
16th September Current Affairs

আন্তর্জাতিক
  • মহিলাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা আগেই বন্ধ হয়েছিল, এবার পার্কের দরজা বন্ধ করে দিল আফগানিস্তানের তালিবান প্রশাসন। কাবুলের জনপ্রিয় আমির জাতীয় পার্কে মহিলাদের প্রদেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তালিবান প্রশাসনের সরকারের মন্ত্রী মহম্মদ খালিদ হানাফি জানিয়েছেন, মহিলাদের পার্কে ঘুরে বেড়ানো আবশ্যিক নয়। একই দিনে ফ্রান্সে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করা হলো। ফ্রান্সের তরফে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের মতো ধর্মনিরপেক্ষস্থানে ধর্মীয় পোশাক পরা যাবে না। পোশাক দেখে যাতে কারোর ধর্ম চিহ্নিত করা না যায় সেজন্যই তারা এই ব্যবস্থা নিয়েছে।
  • ফুকুসিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় মিশ্রিত জল সমুদ্রে ছাড়া নিয়ে চিনের সঙ্গে জাপানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলো। রাষ্ট্রসঙ্ঘের অনুমতি পাওয়ার পর জাপান ওই জল মহাসমুদ্রে মিশ্রিত করছে। এক্ষেত্রে তা বিপদ সীমার অনেক নিচে বলে দাবি করা হয়েছে। কিন্তু চিন আগেই এই বিষয়ে তাদের আপত্তির কথা রাষ্ট্রসঙ্ঘে জানিয়েছিল। এবার জাপান অভিযোগ করল যে, চিনের বিভিন্ন ফোন নাম্বার থেকে জাপানে অহরহ টেলিফোন আসছে। জাপানের স্কুল, অফিস, আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান, রেস্তোরায় চিনের নম্বর থেকে আসা ফোনে অকথ্য গালিগালাজ করা হচ্ছে চিনা, জাপানি ও ইংরেজি ভাষায়। এই ঘটনা নিয়ে সরকারিভাবেই চিনের কাছে অভিযোগ জানিয়েছে জাপান।
জাতীয়
  • চন্দ্রপৃষ্ঠে বিক্রম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রেরিত চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের তোলা নতুন ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করল ইসরো। সেখানে দেখা গেছে প্রজ্ঞানের যাত্রা পথে রয়েছে ৪ মিটার ব্যাসের একটি গহ্বর। প্রজ্ঞান অনায়াসে সেই গহ্বর এড়িয়ে নতুন পথে এগিয়ে গেছে এবং ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে। প্রসঙ্গত, চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম কোন দেশের ল্যান্ডার এবং রোভার সক্রিয়ভাবে কাজ করছে।
  • সেপ্টেম্বর মাসে দিল্লিতে জি ২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সশরীরে উপস্থিত থাকতে পারবেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে কথা জানিয়েছেন তিনি।
  • রোজগার মেলা অনুষ্ঠানের মাধ্যমে ৫১ হাজার ১০৬ জন চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিল কেন্দ্রীয় সরকার। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ‘অমৃত মহোৎসব’ এর প্রেক্ষিতে এই নতুন চাকরিপ্রাপ্তদের ‘অমৃত রক্ষCক হিসেবে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে দাবি করেছেন, এই নিয়োগ মেলায় কেবল নতুন চাকরিপ্রাপ্তদেরই নয়, যারা পদোন্নতি করেছেন তাদের তথ্যও ঢোকানো হয়েছে
  • উত্তরপ্রদেশের মুজাফফরনগরে নেহা পাবলিক স্কুলের শিক্ষিকা তৃপ্তা ত্যাগী ক্ষমা চাইলেন। তিনি দাবি করেছেন, যে ভিডিও চিত্র প্রকাশ্যে এসেছে তাতে এডিট করা হয়েছে। তিনি শিশুটিকে লাঞ্ছনার ঘটনা স্বীকার করেছেন কিন্তু ধর্মীয় কারণে বিদ্বেষের অভিযোগ মানেননি। প্রসঙ্গত, ওই শিক্ষিকা ক্লাসরুমের মধ্যে একটি শিশুকে ধর্মীয় কারণে অন্য শিশুদের দিয়ে চড় মারতে নির্দেশ দেন বলে অভিযোগ। একটি ভিডিও চিত্রে তেমনটাই দেখা গেছে।
খেলা
  • বুদাপেস্টে আয়োজিত বিশ্বচ্যাম্পিয়নশিপে জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতে ভারতের নীরজ চোপড়া বিশ্বের তৃতীয় ব্যক্তি হিসেবে অলিম্পিকের পরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার রেকর্ড করলেন। অতীতে মাত্র দুজন এই কৃতিত্ব স্থাপন করেছিলেন। চেক প্রজাতন্ত্রের ইয়ান জেলেজনি এবং নরওয়ের আন্দ্রেস থোরকিলসেন এই কৃতিত্ব দেখিয়েছিলেন। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স সোনা জিতলেন নীরজ। এর আগে তিনি অলিম্পিক, ডায়মন্ড লিগ, এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন।
  • অলিম্পিকে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করলেন পারুল চৌধুরী। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৩০০০ মিটার ফাইনালে উঠেছেন তিনি। প্রতিযোগিতায় পদক না পেলেও তিনি জাতীয় রেকর্ড করেছেন। ৩ হাজার মিটার ট্রিপল চেজে তিনি সময় নিয়েছেন ৯ মিনিট ১৫.৩১ সেকেন্ড।
বিবিধ
  • করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যাঁরা সুস্থ হয়ে উঠেছেন পরবর্তীকালে তাঁদের অনেকেরই প্রাণহানি হয়েছে। এক্ষেত্রে চল্লিশোর্ধ পুরুষদের সংখ্যা সব থেকে বেশি। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ – এর একটি গবেষণায় এই তথ্য জানা গেছে। ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশের ৩১ টি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি হয়েছে। টা প্রকাশ করা হয়েছে ‘ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল সায়েন্স’- এ। সেখানে সংখ্যা ধরে ধরে দেখানো হয়েছে যে, করোনা রোগ থেকে সুস্থ হয়ে ফেরার পর এক বছরের মধ্যে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের ৭৩ শতাংশের মধ্যে অন্য কোন রোগ ছিল।এছাড়াও তাঁদের মধ্যে চল্লিশোর্ধ পুরুষদের সংখ্যাযই বেশি।