আন্তর্জাতিক
- কড়া ভিসা নীতির জন্য বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে এই নীতির জন্য তারা হারিয়েছে অন্তত ২ কোটি ২৬ লক্ষ বিদেশি পর্যটককে। কোভিড পর্বের পর সেখানে পর্যটন শিল্প প্রবল ভাবে ধাক্কা খেয়েছে। কোভিডের পূর্ববর্তী সময়ের তুলনায় বিদেশি পর্যটকের সংখ্যা কমেছে ২৬ %। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত যারা তাদের বক্তব্য বিশ্বের অন্যান্য দেশে পর্যটক ভিসা দ্রুত পাওয়া যায়। সেখানে মার্কিন মুলুকে প্রথমবার যাওয়ার জন্য আবেদনকারীকে ভিসার জন্য ৪০০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। এটাই মার্কিন মুলকে পর্যটন শিল্পে খরার মূল কারণ।
- বাংলাদেশের রাজশাহী কারাগারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে ফাঁসি দেওয়া হল। ওই বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় তাঁরই সহকর্মী অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এ দিন তা কার্যকর করা হলো।
- পাকিস্তান থেকে ড্রোন ও অন্যান্য মাধ্যমে ভারতে মাদক চোরা পাচার হয়। এতদিন ভারত এই অভিযোগ জানিয়ে এসেছে। এবার পাক প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ আধিকারিক মালিক মহম্মদ আহমেদ খান সে কথা স্বীকার করে নিলেন।
জাতীয়
- ভারত চিন সম্পর্কের অবনতি এবার প্রভাব ফেলল খেলার আসরেও। চিনের আচরণের প্রতিবাদে তাদের দেশের চেংদু শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস-এর মার্শাল আর্ট উসু প্রতিযোগিতা থেকে পুরো দল প্রত্যাহার করে নিল ভারত।ওই প্রতিযোগিতা শুরু হয়েছে এদিনই। সেখানে ভারত থেকে যাওয়ার কথা ২২৭ জন খেলোয়াড়ের। কিন্তু ভারতের সকল প্রতিযোগীকে স্বাভাবিক ভিসা দেওয়া হলেও অরুণাচল প্রদেশের তিনজনকে দেওয়া হয়েছে স্টেপলড ভিসা। এর প্রতিবাদেই দল প্রত্যাহার করল ভারত।
- ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে আপাতত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করতে পারবে না বলে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। গত বছর ১১ ডিসেম্বর প্রাথমিক এর টেট নেওয়া হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ছয় লক্ষ কুড়ি হাজার। শূন্য পদের সংখ্যা ১২০০০।
খেলা
- টোকিওতে অনুষ্ঠিত জাপান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন ভারতের লক্ষ্য সেন। কিন্তু অন্য কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের এইচ এস প্রণয়। ছেলেদের ডাবলস ফাইনালে হার মানলেন সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।
- মেয়েদের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা আর্জেন্টিনা ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকলো। অন্য ম্যাচে ইংল্যান্ড ১-০ গোলে হারিয়ে দিল ডেনমার্ককে।
- ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হলো ২৯৫ রানে। ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ট ব্রড এদিন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজাকে আউট করে একটি রেকর্ড করলেন। স্টুয়ার্ট এই নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে ১৫০ উইকেট পেলেন। এটাই অ্যাসেজ সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।
বিবিধ
- জুলাই মাসে যতটা গরম পড়েছে তাতে সম্ভবত এক লক্ষ কুড়ি হাজার বছরের রেকর্ড ভেঙে গেল পৃথিবীতে। ২০১৯ সালে যে গরম পড়েছিল তাতে ১৭৪ বছরের রেকর্ড ভেঙেছিল কিন্তু ২০২৩ সাল তাকেও ছাড়িয়ে গেল। জুলাই মাসে গোটা বিশ্বের গড় তাপমাত্রা থাকে ১৬° সেলসিয়াস, সেখানে এবছর এক ধাক্কায় গড় উষ্ণতা বেড়ে হয়েছে ১৭° সেলসিয়াস। জার্মানির লাইফজিগ বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্টে এই তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, জুলাই মাসে পৃথিবী এত গরম হয়ে উঠল এক লক্ষ ২০ হাজার বছর পরে। রাষ্ট্র সংঘের মহাসচিব আন্তেরিও গুতেরেস এই প্রসঙ্গে বলেছেন যে, গ্লোবাল ওয়ার্মিং -এর যুগ শেষ হয়ে আমরা গ্লোবাল বয়েলিং এর যুগে পৌঁছে গেছি।