কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ সেপ্টেম্বর ২০২৩

271
0
28th September Current Affairs

আন্তর্জাতিক
  • বাংলাদেশে গুরুতর হয়ে উঠেছে ডেঙ্গু রোগ সংক্রমণ। বর্তমানে সেখানকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ২ লক্ষাধিক। চলতি মরসুমে অন্তত ৯৬৭ জনের ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে ডেঙ্গুর ভ্যাকসিন আবিষ্কার করা গেছে বলে দাবি করলেন এক দল গবেষক। এর নাম দেয়া হয়েছে টেট্রাভ্যালেন্ট ০০৫। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের লার্নার কলেজ অব মেডিসিন এবং বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের গবেষকরা একযোগে কাজ করে এই টিকা নির্মাণ করেছেন। ২০১৬ সালের ১৩ মার্চ থেকে ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৯২ জন স্বেচ্ছাসেবকের দেহে প্রয়োগ করে এর পরীক্ষামূলক ফলাফল সন্তোষজনক বোলে জানা গেছে। বিশ্বে যে চার ধরনের ডেঙ্গু সংক্রমণ হয় তার সবগুলির ক্ষেত্রেই এই ভ্যাকসিন কার্যকর বলে দাবি করা হয়েছে।
  • আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন মার্কিন নভস্টর ফ্রাঙ্ক রুবিও। এদিন কাজাকস্তানে রুবিওকে নিয়ে অবতরণ করেছে মহাকাশযান। প্রসঙ্গত মহাকাশে ৩৭১ দিন অবস্থান করার রেকর্ড করেছেন রুবিও।
  • ভারতের চন্দ্রযানের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করল চিন।চিনের অন্যতম প্রধান মহাকাশ বিজ্ঞানী ওয়াং জিওয়াং দাবি করেছেন, আদৌ চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি ভারতীয় মহাকাশযান। জিওয়াং-এর দাবি, চাঁদের দক্ষিণ মেরু ৮৮.৫ ডিগ্রি থেকে ৯০ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। আর ভারতের চন্দ্রযান অবতরণ করেছে ৬৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে।
জাতীয়
  • ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শুধু তাই নয় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সলিভনের সঙ্গেও এদিনই বৈঠক হয়েছে ভারতের বিদেশ মন্ত্রীর। বিভিন্ন বিষয় নিয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকগুলিতে আলোচনা হলেও মূল বিষয় ছিল কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি। কানাডায় হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন উদ্বেগ প্রকাশ করেছে তেমনি কানাডায় ভারত বিরোধী খালিস্তানি সন্ত্রাসবাদীদের বাড়বাডন্ত নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে।
  • আন্তর্জাতিক মাদক পাচার ব্যবসায় মদত দেওয়ার অভিযোগে পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরাকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ। ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে আন্তর্জাতিক মাদক চোরাকারবারীদের আশ্রয় দিয়ে তিনি বহু কোটি টাকা উপার্জন করেছেন বলে, নির্দিষ্ট অভিযোগ জানিয়েছে পুলিশ।
খেলা
  • চিনের হ্যাং ঝাউতে চলা এশিয়ান গেমসের পঞ্চম দিনে ভারত ষষ্ঠ স্বর্ণপদক জয় করল। শুটিংয়ের ক্ষেত্রে এটি ভারতের চতুর্থ সোনা। এদিন পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দলগত বিভাগে সোনা জিতল ভারত। উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগে বিভাগে রূপজিত লেন ভারতের রোশিবীনা দেবী। ইকুয়েস্ট্রিয়নে ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অনুষ আগরওয়াল। এই প্রথম ইকুয়েস্ট্রিয়নে ব্যক্তিগত বিভাগে কোন ভারতীয় পদক জিতলেন। অনুষ আগরওয়াল কলকাতার বাসিন্দা। পুরুষদের হকিতে ভারত গ্রুপ পর্বে জাপানকে ৪-২ গোলে পরাস্ত করল পুরুষদের ডাবল টেনিস ফাইনালে পৌঁছলেন ভারতীয় জুটি রামকুমার রমানাথন ও সাকেত মাইনেনি।
বিবিধ
  • ভারতে সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন চেন্নাইয়ে ৯৮ বছর বয়সে প্রয়াত হলেন। ১৯৭২ থেকে তিনি ৮ বছর ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ এর ডিরেক্টর জেনারেল ছিলেন। কেন্দ্রীয় কৃষি গবেষণা ও শিক্ষা দপ্তরের সচিব পদেও কাজ করেছেন। ১৯৮০ সালে স্বামীনাথন তিনি যোজনা কমিশনের সদস্য হন। পরে তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হয়েছিলেন। কৃষিবিজ্ঞানী স্বামীনাথন এইরকম সময় থেকেই দেশকে খাদ্যশস্যে স্বনির্ভর করে তোলার জন্য ঝাঁপিয়ে পড়েন।  তাঁর নতুন পরিকল্পনায় এই সময়েই দেশে বিপুল পরিমাণে ধান ও গম উৎপাদন বাড়ে। ১৯৬৭ সালে তিনি পদ্মশ্রী, ১৯৭২ সালে পদ্মভূষণ পেয়েছিলেন। ১৯৮৭ সালে পেয়েছিলেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ। পুরস্কারের সেই অর্থ দিয়েই তৈরি করেছিলেন এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন। ১৯৭১ সালে পেয়েছিলেন রামন ম্যাগসাইসাই পুরস্কার। ১৯৮৬ সালে পেয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড সায়েন্স অ্যাওয়ার্ড।
  • আগামী এক বছর হোয়াইট হাউজের চিকিৎসক ফেলোদের যে ১৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত ক্যান্সার চিকিৎসক কমল মেঘ রজনীর নাম।