তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক ই ইনসাফ পাকিস্তান দলের প্রধান ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। এদিন ইসলামাবাদ হাইকোর্ট সেই রায়ে স্থগিতাদেশ জারি করে এবং ইমরানকে জামিন দেয়। এরপরও অবশ্য কারাগার থেকে মুক্তি পাননি ইমরান। কারণ সাইফার মামলায় তাকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। এবার ইমরানের বিরুদ্ধে প্রয়োগ করা হলো অফিসিয়াল সিক্রেসি আইনের ধারা। গত ২৬ আগস্ট কারাগারে গিয়ে ইমরানকে এক দফা জেরাও করেছিলেন পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির অফিসাররা। তখন ইমরান জানিয়েছিলেন যে, সরকারি গোপন তথ্যসহ একটি সাইফার তিনি হারিয়ে ফেলেছেন। বিষয়টি গর্হিত অপরাধ বলে তখনই মন্তব্য করেছিল পাক প্রশাসন।
চীনের নতুন মানচিত্র প্রকাশ করল চীন সরকার চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে এই মানচিত্র প্রকাশিত হয়েছে সেখানে ভারতের অরুণাচল প্রদেশ তাইওয়ান এবং আকসাই চীন তাদের ভূখণ্ড বলে দাবি করা হয়েছে। এই মানচিত্র প্রকাশের সঙ্গে সঙ্গে ভারত নির্দিষ্ট কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের ভূখণ্ডকে তাদের মানচিত্রে শামিল করার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
জাতীয়
পাকিস্তানে ভারতীয় দূতাবাসের প্রধান হিসেবে নিযুক্ত হলেন গীতিকা শ্রীবাস্তব। এই প্রথম এই পদে কোন মহিলাকে বসানো হলো। প্রসঙ্গত ২০১৯ সালের পর থেকে নয়াদিল্লি ও ইসলামাবাদে দু’দেশের হাইকমিশনার নেই। দায়িত্ব সামলাচ্ছেন শার্জ দা’ফেয়ার পদাধিকারী। বর্তমানে এম সুরেশ কুমার পাকিস্তানে ভারতীয় দূতাবাসের শার্জ দা’ফেয়ার ছিলেন। তার জায়গাতেই বসবেন গীতিকা শ্রীবাস্তব। গীতিকা বর্তমানে বিদেশ মন্ত্রকের একজন যুগ্ম সচিব পদে কর্মরত।
গত ২৪ আগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রেরিত চন্দ্রযান ৩ -এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। ইতিমধ্যেই প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুর মাটি খুঁড়ে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, সালফার, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেনের উপস্থিতির প্রমাণ পেয়েছে।
জুলাই মাসে দেশে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের থেকে ১৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। কিন্তু আগস্ট মাসে গড়বৃষ্টির তুলনায় বৃষ্টি কম হয়েছে ৩০ শতাংশ। গত আট বছরের মধ্যে এই আগস্ট মাসেই সবথেকে কম বৃষ্টি হয়েছে।
খেলা
কিংস কাপ ফুটবল প্রতিযোগিতায় ভারতীয় দল খেলবে মনবীর সিং এর নেতৃত্বে। চারদলীয় এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও অংশ নেবে লেবানন, ইরাক এবং আয়োজক দেশ থাইল্যান্ড।
একটি ঐতিহাসিক ঘটনার আবহে শুরু হল ইউ এস ওপেন গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা। ঠিক ৫০ বছর আগে ১৯৭৩ সালে খেলাধুলার ইতিহাসে প্রথম প্রতিযোগিতা হিসাবে পুরুষ ও মহিলাদের জন্য একই পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল ইউ এস ওপেন টেনিসে। এবং তা করা হয়েছিল বিলি জিনের নেতৃত্বে মহিলা টেনিস খেলোয়াড়দের লাগাতার প্রতিবাদের জন্য। সেই ঐতিহাসিক ঘটনারই পঞ্চাশ বছর পূর্তি পালন করছে এবারের ইউএস ওপেন।
১৩২ তম ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল ট্রাইব্রেকারে পাঁচ তিন গোলে হারিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড কে। নির্ধারিত সময়ে পিছিয়ে থেকেও ম্যাচ দুই দুই গোলে ড্র করে ইস্টবেঙ্গল উনিশ বছর পরে তারা পুনরায় ডুরান্ড কাপের ফাইনালে উঠলো।
বিবিধ
রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ২০০ টাকা করে কমানোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ৩০ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ১১২৯ টাকা থেকে কমে প্রতি সিলিন্ডারের দাম হবে ৯২৯ টাকা। গত ১ মে ২০২০ সালে প্রতি সিলিন্ডারের দাম ছিল ৫৮৪ টাকা। তারপর ধাপে ধাপে দাম বাড়ার ফলে তা ১১২৯ টাকায় পৌঁছেছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিন সিদ্ধান্ত নিয়েছে যে, আরো ৭৫ লক্ষ দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনা খরচে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হবে। ইতিমধ্যে ৯ কোটি ৬০ লক্ষ পরিবার এই সুবিধা পেয়েছে।