আন্তর্জাতিক
- এক বা দু’দিন নয়, করোনা ভাইরাসের আতঙ্কে প্রায় দু’বছর থমকে গিয়েছিল গোটা বিশ্ব। প্রাণহানি হয়েছে ৭০ লক্ষাধিক মানুষের। এই করোনার বিরুদ্ধে যুদ্ধের প্রাথমিক ভিত্তি তৈরি করে দিয়েছিলেন দুজন বায়োটেকনোলজিস্ট। তাঁদের গবেষণা থেকেই বিভিন্ন টিকা তৈরির পথ প্রশস্ত হয়েছে। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তখন বিতাড়িত করা হয়েছিল হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন-বিজ্ঞানী কাতালিন কারিককে। এবার এই বিজ্ঞানী এবং তাঁর সঙ্গে আরেক মার্কিন বিজ্ঞানী ড্রিউ উইচম্যানকে ২০২৩ সালের চিকিৎসা বিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। ড্রিউও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপনা করেন।
- হাভার্ড বিশ্ববিদ্যালয়ের নতুন প্রেসিডেন্ট হলেন ক্লডিন গে। তিনি হাভার্ডের ত্রিশতম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। বিশ্ব বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোন কৃষ্ণাঙ্গ মহিলা প্রেসিডেন্ট হলেন। তবে হাভার্ডের ইতিহাসে দ্বিতীয় মহিলা প্রেসিডেন্ট তিনি।
জাতীয়
- মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন একটি দূতাবাস খুলবে বলে ঠিক করেছিল ভারত। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল সিয়াটল শহরে ওই কনসুলেট খোলা হবে। কিন্তু লস এঞ্জেলস-এর মেয়র ক্যারিন ব্যাস চিঠি লিখে তাঁর শহরে নতুন কনসুলেট খোলার দাবি জানালেন।
- বিহারে জাত গণনার রিপোর্ট প্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই রিপোর্ট অনুযায়ী বিহারের অধিবাসীদের ৩৬ শতাংশ অত্যন্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ। অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষ ৬৩ শতাংশ। অর্থাৎ এই রিপোর্ট অনুযায়ী, বিহারের ১৩.১ কোটি মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি ওবিসি সম্প্রদায়ের মানুষ। সেখানে অসংরক্ষিত সাধারণ শ্রেণীভুক্ত মানুষ রয়েছেন ১৫.৫২%। বিহারে যাদব সম্প্রদায় রয়েছেন ১৪ শতাংশ, কুর্মি সম্প্রদায় ২ শতাংশ, তপশিলি জাতি ১৯.৬৫ শতাংশ এবং তপশিলি উপজাতি ১.৬৮ শতাংশ। ধর্ম অনুযায়ী বিহারের ৮২ শতাংশ মানুষ হিন্দু এবং ১৭.৭০ শতাংশ মানুষ মুসলিম।
- তিনজন আই এস জঙ্গিকে গ্রেপ্তার করতে সমর্থ হল জাতীয় তদন্তকারী সংস্থা এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল। এদিন উত্তর প্রদেশ ও দিল্লি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল শাহনাওয়াজ, মহম্মদ রিজওয়ান ও মহম্মদ আরশাদ। এই তিনজনই ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র।
খেলা
- এদিন এশিয়ান গেমসে ভারত সাতটি পদক জিতেছে। সব মিলিয়ে ১৩ সোনা, ২৪ রুপো, ২৩ ব্রোঞ্জ মিলিয়ে ভারতের পদক সংখ্যা এখন ৬০। পদক তালিকায় ভারতের ক্রম চতুর্থ। মেয়েদের লংজাম্পে এদিন রুপোর পদক জিতলেন অ্যান্সি সোজান। মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজ বিভাগে পারুল চৌধুরী রুপো এবং প্রীতি লম্বা ব্রোঞ্জ পদক পেলেন। মেয়েদের টেবিল টেনিস ডাবলসে ব্রোঞ্জ পেলেন সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। এই প্রথম ভারত এশিয়ান গেমস টেবিল টেনিসে পদক পেল। ৪×৪০০ মিক্সড রিলে দৌড়ে ভারত রুপোর পদক পেল। রোলার স্কেটিংয়ে ছেলে ও মেয়েদের দলগত বিভাগে একটি করে ব্রোঞ্জ পদক জিতল ভারত। হকিতে গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচে ভারত-বাংলাদেশকে ১২-০ ব্যবধানে হারালো। পাঁচ ম্যাচে ভারতীয় পুরুষ দল মোট ৫৮ টি গোল করেছে। তারা পৌঁছেছে সেমিফাইনালে।
- এএফসি কাপে মোহনবাগান জয় পেল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা ২-১ গোলে হারিয়ে দিল মলদ্বীপের দল মাজিয়াকে।
বিবিধ
- আমাজন নদীতে গত সাত দিনে একশোর বেশি ডলফিনের মৃত্যু হয়েছে। এর কারণ আমাজন নদীর জলের উষ্ণতা বৃদ্ধি পাওয়া। ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রকের অধীন একটি প্রতিষ্ঠান জানিয়েছে, আমাজনের যে অংশে এই ডলফিনের মৃতদেহগুলি পাওয়া গেছে সেখানে কোথাও কোথাও জলের উষ্ণতা ফারেনহাইট স্কেলে ১০৪ ডিগ্রিতে পৌঁছেছে।
- সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে গোটা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪০৪৯ কোটি ইউনিট। এক বছর আগে সেপ্টেম্বর মাসে তা ছিল ১২৬৯১ কোটি ইউনিট। চাহিদার বৃদ্ধি ১০.৭ শতাংশ।