আন্তর্জাতিক
- সুপার টাইফুন ‘সাওলা’ আছড়ে পড়ল দক্ষিণ চিনের গুয়াংদং প্রদেশের ইয়াং চিয়াং শহরের কাছে। ১৯৪৯ সালের পরে দক্ষিণ চিনে এটি সবথেকে ভয়ংকর ঘূর্ণিঝড়। এর গতিবেগ ছিল ঘন্টায় ১০৮ কিলোমিটারেরও বেশি। হাই লিং দ্বীপে এই ঘূর্ণিঝড় প্রথম ভূপৃষ্ঠ স্পর্শ করে। এর ফলে দক্ষিণ চিনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
- ডাকাতদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ে মৃত্যু হল ১৮ জন ডাকাতের। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার লিম্পেমপো প্রদেশে। সেখানে কিছুদিন ধরেই টাকা বহনকারী গাড়িতে ডাকাতির ঘটনা ঘটছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে ডাকাত দল। তখনই শুরু হয় গুলিবিনিময়।
- এবার ৯৮ বছরের এক ব্যক্তিকে নাৎসিদের হয়ে ইহুদীদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আদালতে তুলতে চলেছে জার্মান সরকার। ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বার্লিন-এর কাছে স্যাকসেহাউসেন কনসেনট্রেশন ক্যাম্পে ৩৩০০ জনকে হত্যা করা হয়েছিল। সেখানে নাৎসিদের এস এস বাহিনীর অন্যতম সদস্য ছিলেন এই ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
জাতীয়
- অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দু’নম্বর লঞ্চিং প্যাড থেকে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হলো ভারতের প্রথম সৌর অভিযানের মহাকাশযান আদিত্য এল ১। পিএসএলভি সি ৫৭ রকেটের সাহায্যে সকাল ১১ টা ৫০ মিনিটে এই যানটিকে উৎক্ষেপণ করা হয়। আগামী ১২৭ দিনে ১৫ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এটি সূর্যের কাছে এল ১ পয়েন্ট-এ পৌঁছবে। তারপর সেখান থেকে সূর্যের চারিদিকে ৫ বছর ২ মাস ধরে প্রদক্ষিণ করার পরিকল্পনা রয়েছে। এই যানটি উৎক্ষেপনের ৬৩ মিনিট ২০ সেকেন্ড পর এটিকে পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে। সেখানে মোট চারবার পৃথিবীকে অতিক্রম করে এটি সূর্যের দিকে রওনা দেবে। এই অভিযানের প্রজেক্ট ডিরেক্টর বিজ্ঞানী নিগার শাজী।
- চন্দ্রপৃষ্ঠে ১০০ মিটার পথ হাঁটার রেকর্ড করলো প্রজ্ঞান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চাঁদের মাটিতে গত ২৩ আগস্ট যে ল্যান্ডার বিক্রম অবতরণ করিয়েছিল তারই পেটের ভিতরে ছিল রোভার প্রজ্ঞান। টানা ১০ দিন এই ছোট্ট যান চন্দ্রপৃষ্ঠে হাঁটাচলা করেছে। প্রথমে দক্ষিণ অভিমুখে, তারপর পশ্চিম অভিমুখে, তারপর উত্তর দিকে। সবমিলিয়ে ১০০ মিটার পথ হেঁটেছে প্রজ্ঞান। প্রসঙ্গত, প্রজ্ঞান ও বিক্রম চলে সৌরশক্তির সাহায্যে। চাঁদে টানা ১৪ দিন থাকে সূর্যের আলো। তারপরে নেমে আসে অন্ধকার। এরপর টানা ১৪ দিন অন্ধকার থাকবে। সেই সময় তাপমাত্রা নেমে যাবে হিমাঙ্কের ২৩৮ ডিগ্রি নিচে। সেকথা মাথায় রেখে প্রজ্ঞান ও বিক্রমকে স্লিপ মোডে পাঠিয়ে দেওয়ার কথা জানালো ইসরো।
- এক দেশ এক ভোট – বিষয়ক প্রস্তাবটি বিবেচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় আইন মন্ত্রক। এই কমিটিতে মোট আটজন সদস্যের নাম রয়েছে। কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন লোকসভায় বিরোধী দল কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পঞ্চদশ অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন কে সিং। আইনজীবী হরিশ সালভে, অবসরপ্রাপ্ত ভিজিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারি এবং লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল সুভাষ কাশ্যপ। কমিটির বৈঠকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে যোগ দেবেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।
খেলা
- হকির ফাইভ এস এশিয়া কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ভারত। ফাইনালে তারা পেনাল্টি শুট আউটে হারিয়ে দিল পাকিস্তানকে। এর ফলে ২০২৪ সালে হকি ফাইভ এস বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ভারত।
- শ্রীলংকার পাল্লাকেলেতে এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হলো। এই ম্যাচে প্রথম ইনিংসে ভারত ব্যাট করে ২৬৬ রান তুলেছিল। পাকিস্তানের পেশ বোলার শাহিন শাহ আফ্রিদি একাই আউট করলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। অন্যদিকে ভারতের ঈশান কিষাণ ৮২ এবং হার্দিক পান্ডিয়া ৮৭ রান করলেন।
- মার্কিন ওপেনের তৃতীয় রাউন্ডে প্রথম দুটি সেট হেরে যাওয়ার পরও ম্যাচ জিতলেন নোভাক জোকোভিচ। নিজের দেশের অর্থাৎ সার্বিয়ার লাসলো যেরেখেকে শেষ পর্যন্ত তিনি হারালেন ৪-৬,৪-৬,৬-১,৬-১,৬-৩ ব্যবধানে। প্রথম দুই সেটে হেরে যাওয়ার পরও এই নিয়ে অষ্টম বার ম্যাচে জিতলেন নোভাক।
বিবিধ
- ব্রিটেনের প্রবীণ শিল্পপতি মোহাম্মদ আল ফায়েদ প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মিশর থেকে ১৯৭০ সালে ব্রিটেনে চলে এসেছিলেন তিনি। ৫০ বছরের বেশি ব্রিটেনে থাকলেও সেখানকার নাগরিকত্ব পাননি। যদিও ফ্রান্স তাকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান লিজিও দ্য নর সম্মানে ভূষিত করেছিল। ব্রিটেনে প্যারিস রিটজ হোটেল কিনে নিয়েছিলেন তিনি। পরবর্তীকালে বিখ্যাত হ্যারডস হোটেলও তিনি কিনে নেন। পশ্চিম ব্রিটেনের ফুলহ্যাম ফুটবল ক্লাব ক্লাবের মালিক ছিলেন বেশ কিছুকাল। গত ৩০ আগস্ট তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। তাঁর ছেলের নাম ডোডি আল ফায়েদ। ঘটনাচক্রে ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন ব্রিটিশ রাজকুমারী যুবোরানী ডায়না এবং মিশরীয় বংশদ্ভূত ডোডি আল ফায়েদ।
- বিশ্ববিদ্যালয় প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে আধার নম্বর নথিভুক্ত করা যাবে না বলে বিশ্ববিদ্যালয়গুলির কাছে নির্দেশ পাঠালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।