কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ আগস্ট ২০২৩

383
0
30th August Current Affairs

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও জর্জিয়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ইডালিয়া’। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৩৫ কিলোমিটার এরও বেশি। এই ঝড়ে দুজনের প্রাণহানি ও বেশ কিছু সম্পত্তি হানির খবর পাওয়া গেছে।
  • মানচিত্র বিতর্কে নিজেদের অবস্থানকেই সমর্থন করল চিন। চিনের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২৩ সালে চিনের স্ট্যান্ডার্ড মানচিত্রের প্রকাশ তাদের সার্বভৌমত্ব বিষয়ক স্বাভাবিক প্রক্রিয়া। প্রসঙ্গত, চিনের সংবাদ মাধ্যম ‘গ্লোবাল টাইমস’ এ একটি নতুন মানচিত্র প্রকাশিত হয়েছে। সেখানে আকসাই চিন, তাইওয়ান এবং ভারতের অরুণাচল প্রদেশকে চিনের অঙ্গ হিসাবে দাবি করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যেসব ভূখণ্ড তাদের নয় সেগুলি নিয়ে আজগুবি দাবি করলেই সেই ভূখণ্ড নিজেদের হয়ে যায় না।
  • সাধারণ নির্বাচন শেষ হলেও নতুন সরকার পেল না গ্যাবন। মধ্য আফ্রিকার এই দেশে সেনাবাহিনী ক্ষমতা দখল করল। গ্যাবনে আগস্ট মাসেই সাধারণ নির্বাচন হয়। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন বর্তমান রাষ্ট্রপতি বঙ্গ। ৬৪ শতাংশের বেশি ভোট পান তিনি। বিরোধী নেতা অণ্ড ওসা পান ৩০ শতাংশ ভোট। এই সময়ই ভোটে কারচুপির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে তখনই সেনাবাহিনী নিজের হাতে ক্ষমতা দখল করে নিল। তারা ন্যাশনাল অ্যাসেম্বলি, সেনেট এবং সাংবিধানিক আদালতকে ভেঙে দিল।
জাতীয়
  • ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রেরিত মহাকাশযান চন্দ্রযান ৩ এর রোভার প্রজ্ঞান এই প্রথম ছবি তুলে পৃথিবীতে পাঠালো। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের ছবি তুলে পাঠালো সে। এই ছবিটি প্রকাশ করে ইসরো লিখেছে ‘অভিযানের সেরা ছবি’। ঘটনাচক্রে এদিন ছিল পূর্ণিমা। চাঁদের বিষয়েও এদিন দুটি বিরল ঘটনা ঘটেছে। এক, চাঁদের সঙ্গে এদিন পৃথিবীর দূরত্ব সর্বনিম্ন হওয়ায় এদিনের পূর্ণিমার চাঁদ ছিল সুপারমুন। অন্যদিকে এক মাসে দ্বিতীয় পূর্ণিমা বলে এদিন ছিল ব্লু মুন। ইসরো এদিন শ্রীহরিকোটার রকেট উৎক্ষেপণ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাডে নির্ধারিত সূচি মেনে নিয়ে এসেছে আদিত্য এল ওয়ান অভিযানের রকেটটিকে। সূর্য অভিযানে ১২৭ দিন যাত্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে আদিত্য।
  • মধ্যপ্রদেশের মমোরনাতে একটি কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত্যু হল ৫ জন শ্রমিকের। কারখানার একটি সেপটিক ট্যাংক থেকে ওই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে।
খেলা
  • ব্রিটেনে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন আরলিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটির এই ফুটবলার পিছনে ফেললেন হ্যারি কেন, কেভিন ডি’ব্রুইংকে।
  • মুলতানে এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারিয়ে দিল পাকিস্তান। এদিন শতরান করলেন পাকিস্তানের বাবর আজম। ১৩১ বলে ১৫১ রান করলেন তিনি। এশিয়া কাপের ইতিহাসে অধিনায়ক হিসাবে প্রথম ক্রিকেটার হিসেবে এক ইনিংসে দেড়শ-এর উপর রান করলেন তিনি। অন্যদিকে এশিয়া কাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। সর্বোচ্চ স্কোরের রেকর্ড রয়েছে বিরাট কোহলির, ১৮৩ রান।
বিবিধ
  • ছোট ভাইকে রাখির উপহার হিসেবে কিডনি দান করার সিদ্ধান্ত নিলেন দিদি। ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা শিলা বাই পাল তাঁর একটি কিডনি দান করবেন ছোট ভাই ৪৮ বছর বয়সি ওম প্রকাশ ধাঙ্গাকে। ওম প্রকাশের একটি কিডনির ৮০ শতাংশ এবং অপরটির ৯০ শতাংশ বিনষ্ট হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই কিডনি প্রতিস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।
  • দেশে বাণিজ্যিকভাবে জেনেটিক্যালি মডিফাইড (জিএম) সরষে বীজের চাষ শুরুর জন্য কেন্দ্রীয় সরকারেকে অনুমোদন দিল না সুপ্রিম কোর্ট। আপাতত এই মামলা স্থগিত রাখা হয়েছে।