কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুলাই ২০২৩

schedule
2023-08-01 | 08:41h
update
2023-08-01 | 08:41h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৪৪ জনের মৃত্যু হল। জখম হয়েছেন দুই শতাধিক জন। খাইবার পাখতুন খোয়ার বাজৌর জেলার খড় এলাকায় জামিয়াত উলেমা ই ইসলাম এফ নামে একটি সংগঠনের রাজনৈতিক সমাবেশ চলার সময় ওই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় কোন গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি। তবে এই এলাকায় এর আগে ইসলামিক স্টেট-এর জঙ্গিরা একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে হামলা চালিয়েছিল। এই সংগঠনের অনুষ্ঠানেও আগে হামলা চালানো হয়েছিল।
  • মস্কোয় পৌঁছে গেল ইউক্রেনের ড্রোন। এর আগে রাশিয়ার অন্যান্য অঞ্চলে ইউক্রেন হামলা চালালেও খোদ মস্কোয় তাদের ড্রোন পৌঁছে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল মস্কোর নুকভো আন্তর্জাতিক বিমানবন্দর। তবে দুটি ড্রোনকেই নিষ্ক্রিয় করতে পেরেছে রাশিয়া।
জাতীয়
  • মণিপুরের বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করলেন দেশের বিরোধী রাজনৈতিক জোট ‘ইন্ডিয়া’- এর প্রতিনিধি দল। চুরাচাঁদপুর, বিষ্ণুপুর, ইম্ফলসহ দুদিনে মণিপুরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তাঁরা। প্রসঙ্গত দু মাসে মনিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের প্রবল সংঘর্ষে ১৪০ জনের মৃত্যু হয়েছে। উড়ে গেছে ৫০০০ বাড়িঘর। উভয় সম্প্রদায়ের ৬০ হাজার মানুষ ঘর ছাড়া।
  • ‘মন কি বাত’ – এর ১০৩ তম পর্বে আসন্ন স্বাধীনতা দিবস-এ ‘মেরি মাটি, মেরি দেশ’ কর্মসূচির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • সিঙ্গাপুরের সাতটি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পৌঁছে দিল ইসরো। ইসরোর পি এস এল ভি সি ৫৬ রকেট এই বাণিজ্যিক স্যাটেলাইটগুলিকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিল।
Advertisement

খেলা
  • মেয়েদের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক দেশ নিউজিল্যান্ড প্রতিযোগিতার নকআউট পর্বে উঠতে পারল না। এদিন সুইজারল্যান্ডের সঙ্গে তাদের খেলা ড্র হল। অন্যদিকে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিল কলম্বিয়া। এদিন বিশ্বকাপে নজর কাড়লেন  মরক্কোর নোয়াইলা। তিনি গোটা ম্যাচ খেললেন হিজাব পরে। এই প্রথম কোন মহিলা হিজাব পরে ফুটবল ম্যাচ খেললেন। আগে ফিফা কোন ধর্মীয় পোশাক পরে খেলা অনুমোদন করত না। ২০১৪ সাল থেকে তারা সেই নিয়ম প্রত্যাহার করে।
  • ওভালে ইংল্যান্ডের ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডকে গার্ড অব অনার জানালেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এটাই শেষ টেস্ট ইনিংস ব্রডের। তিনি টানা ২৫ টা অ্যাসেজ টেস্ট সিরিজ খেলেছেন।
  • স্পেনে আন্তর্জাতিক প্রীতি হকি প্রতিযোগিতায় ভারতের মহিলা দল ৩-০ গোলে হারিয়ে দিল স্পেনকে। এই সফরে ভারত অপরাজিত রয়েছে।
  • এবছর ইউ টি টি চ্যাম্পিয়ন হল গোয়া চ্যালেঞ্জার্স। রানার্স হলো চেন্নাই লায়ন্স। চেন্নাই লায়ন্স গতবারের জয়ী দল।
  • ববার্বডোজে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক দ্বিতীয় একদিনের ম্যাচ ছয় উইকেটে হেরে গেল ভারত। সিরিজ আপাতত ১-১।
বিবিধ
  • ১৯৭৪ সালের মার্চ মাসে লন্ডনের রয়াল অ্যালবার্ট হলে লাইভ কনসার্ট করেছিলেন লতা মঙ্গেশকর। ৪৯ বছর আগের সেই ঘটনার স্মৃতিতে এদিন বিবিসির বার্ষিক গ্রীষ্মকালীন অর্কেস্ট্রাল মিউজিক অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের কয়েকটি গান বাজানো হলো।
  • রীতিমতো উৎসব করে আফগানিস্তানে পুড়িয়ে দেওয়া হলো গিটার, তবলা, বাঁশি, হারমোনিয়াম প্রভৃতি বাদ্যযন্ত্র। ক্ষমতায় এসেই আফগানিস্তানে সংগীত নিষিদ্ধ করেছিল তালিবান। বিভিন্ন স্থান থেকে বাজেয়াপ্ত করা বাদ্যযন্ত্র এদিন পুড়িয়ে দেওয়া হয় হিরাট প্রদেশে। গত সপ্তাহে গোটা আফগানিস্তানেই বন্ধ করে দেওয়া হয়েছে বিউটি পার্লার।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 15:47:20
Privacy-Data & cookie usage: