কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ সেপ্টেম্বর ২০২৩

302
0
Current Affairs 20th October

আন্তর্জাতিক
  • গত ১৪১ বছরের মধ্যে এক দিনে এত বৃষ্টি হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রদেশে। এর ফলে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, হাডসন উপত্যকার বিভিন্ন স্থানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচেল। এই প্রদেশের বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে, কয়েকটি বিমানবন্দরও জলমগ্ন।
  • পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার একটি মামলায় দোষী সাব্যস্ত করল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। সেখানকার প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেসিকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। বর্তমানে দুজনেই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
জাতীয়
  • আলাস্কার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর প্রস্তুতি উন্নততর করতে যৌথ সামরিক মহড়া শুরু করল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। দুদেশের এটি আলাস্কায় ১৯ তম যৌথ সামরিক মহড়া। এই মহড়ায় ভারতের ৩৫০ জন সেনা যোগদান করেছে।
  • বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করা হয়েছিল গত ১৯ মে। তারপর থেকে গত ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩.৪২ লক্ষ কোটি টাকার দু হাজার টাকার নোট ফিরে এসেছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে। ওই ঘোষনার সময় বাজারে যে নোট ছিল তার ৯৬ শতাংশই ফিরে এসেছে বলে জানা গেছে। তবে এখনো বাজারে ১৪০০০ কোটি টাকার ২ হাজার টাকার নোট রয়ে গেছে। এই নোট ব্যাংকে জমা করার সময় আরো সাত দিন বাড়িয়ে সাত অক্টোবর পর্যন্ত করল ভারতের রিজার্ভ ব্যাংক। তবে ২ হাজার টাকার নোট তারপরেও বৈধ থাকছে। সেক্ষেত্রে কেবলমাত্র রিজার্ভ ব্যাংকেই তা বদলানো যাবে। প্রসঙ্গত ২০১৬ সালের ৮ নভেম্বর এই নোট আনার সিদ্ধান্ত জানানো হয়েছিল।
  • পশ্চিমবঙ্গের ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী প্রার্থী নির্মল চন্দ্র রায়কে রাজভবনে ডেকে বিধায়ক হিসাবে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সাধারণত বিধানসভা ভবনেই নতুন বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে থাকে। এই প্রথম কোনো বিধায়ক শপথ গ্রহণ করলেন রাজভবনে এই দিনটিকে আত্মমর্যাদা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত জানালেন রাজ্যপাল।
খেলা
  • অনূর্ধ্ব ১৯ ছেলেদের সাফ কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ভারত। এদিন কাঠমান্ডুতে এই প্রতিযোগিতার ফাইনালে ভারত ৩-০ ব্যবধানে হারিয়ে দিল পাকিস্তানকে। বয়সভিত্তিক সাফ ফুটবল প্রতিযোগিতায় এটি ভারতের অষ্টম খেতাব। প্রসঙ্গত এবার সিনিয়র সাফ প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
  • এশিয়ান গেমসে আরও দুটি সোনা জিতল ভারত। এদিন টেনিসের মিক্সড ডাবলসে সোনা জিতলেন রোহন বোপান্না ও ঋতুজা ভোঁসলে জুটি। ডাবলসে রোহন বোপান্না প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন। তবে দেশের হয়ে ডাবলসে রুপো   জিতেছেন ভারতের রামকুমার   রমানাথন ও সাকেত মাইনেনি। ছেলেদের স্কোয়াশ দলগত বিভাগেও ভারত সোনা জিতল। ফাইনালে পাকিস্তানকে দুই-এক ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। শুধু স্কোয়াশে নয়, ছেলেদের হকিতে গ্রুপ পর্বের ম্যাচে ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারালো ১০-২ ব্যবধানে। দুই দেশের মুখোমুখি হকির লড়াইয়ে এটাই সবথেকে বড় ব্যবধানে জয়। ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে পাকিস্তানের কাছে ভারত ৭-১ গোলে হার মেনেছিল। অন্যদিকে টেবিল টেনিসে এবার পদক নিশ্চিত করলেন ভারতের সুতীর্থা মুখোপাধ্যায় ও ঔহিকা মুখোপাধ্যায়। এর আগে কোনদিনও এশিয়ান গেমসে ভারত টেবিল টেনিস থেকে পদক জেতেনি।
  • আসন্ন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপ প্রতিযোগিতার ম্যাসকট প্রকাশ করল আইসিসি। পুরুষদের বিশ্বকাপের ম্যাসকট হল ব্যাটার টংক। এবং মহিলাদের বিশ্বকাপের ম্যাসকট হল বোলার ব্লেজ।
বিবিধ
  • দিল্লির একটি নামি শিক্ষা প্রতিষ্ঠান তাদের বোর্ডিং স্কুলের জন্য ছবিসহ বিজ্ঞাপন দিয়েছিল বিভিন্ন দৈনিক পত্রিকায়। এরপরই বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে অভিভাবকদের সতর্ক করে দিলেন ভারতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকেরম্যান। তিনি জানিয়েছেন, ওই বিদ্যালয়ের বোর্ডিং হিসাবে যে ভবনের ছবি দেখানো হয়েছে আসলে তা জার্মানির রাষ্ট্রপতির বাড়ি। তিনি মজা করে লিখেছেন, এই ভবনে কিন্তু বাচ্চাদের ভর্তি করা হয় না।
  • পৃথিবী থেকে ৯.২ লক্ষ কিলোমিটার দূরে চলে গেল ইসরো প্রেরিত সৌরজান আদিত্য এল ১। এক মাস আগে গত ২ সেপ্টেম্বর রওনা দিয়েছিল এই মহাকাশযান। প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয় বার পৃথিবীর প্রভাবের বাইরে কোথাও মহাকাশযান পাঠাতে সফল হলো ইসরো। এর আগে প্রথমবার তারা মার্স অর্বিটার এ পৃথিবীর প্রভাবের বাইরে মহাকাশযান পাঠিয়েছিল।