কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ জুলাই ২০২৩

schedule
2023-08-01 | 08:44h
update
2023-08-01 | 08:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ফ্রান্স বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল নাইজার। উত্তেজিত জনতা ফরাসি দূতাবাসের দরজায় আগুন লাগিয়ে দিল। সেনাবাহিনী দূরে সরিয়ে দেয় জনতাকে। ঘটনাচক্রে তাদের মুখে ছিল রাশিয়ার জয়গান। জনতার মিছিলে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ছবিও দেখা গেছে। ১৯৬০ সাল থেকে ফ্রান্সের দখলেই ছিল নাইজার। ২০২১ সালে সেখানে ক্ষমতার হস্তান্তর হয়েছে। দিন কয়েক আগে সেনা অভ্যুত্থান ঘটে। সেখানে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পদচ্যুত রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমের বিরুদ্ধেও প্রবল বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ।
  • পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে যদি পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ দল জয়ী হয় তাহলে নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়ে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী তথা নওয়াজের ভাই শাহবাজ শরিফ। প্রসঙ্গত ২০১৯ সাল থেকে নওয়াজ শরিফ লন্ডনে বসবাস করছেন। পাকিস্তান নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি আর নির্বাচনে লড়তে পারবেন না।এদিকে গতকাল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নির্বাচন উপলক্ষে ডাকা একটি রাজনৈতিক সভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৪ জন। শাসকদলের অন্যতম শরিক জামিয়াত উলেমা ইসলাম ফজল দলের ওই সভায় এই আত্মঘাতী হামলা চালিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা, এমনই মনে করছে পাক সেনাবাহিনী।
Advertisement

জাতীয়
  • নির্দিষ্ট সূচি মেনে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের অভিমুখে রওনা দিল ইসরো প্রেরিত মহাকাশযান চন্দ্রযান ৩। আগস্ট মাসের ২৩ অথবা ২৪ তারিখ চাঁদের মাটিতে নামার কথা এই মহাকাশযানের।
  • রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল জয়পুর এক্সপ্রেস। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা চেতন সিং চৌহান নামে একজন আরপিএফ জওয়ান এলোপাতাড়ি গুলি চালিয়ে চারজনকে হত্যা করলেন।টিকারাম মিনা নামে সিআরপিএফের একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরও এই গুলিতে নিহত হয়েছেন। পরে ওই জওয়ানকে গ্রেপ্তার করা হয়। তিনি মোট ১২ রাউন্ড গুলি চালিয়েছেন বলে জানা গেছে।
  • বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি, গাজিয়াবাদ ও পাটনায় যাদব পরিবারের এই সম্পত্তিগুলি ছিল বলে জানা গেছে। লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকার সময়ে চাকরির বিনিময়ে জমি নামের যে মামলা চলছে তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে ইডি।
খেলা
  • নাটকীয় ভাবে ওভাল টেস্ট ৪৯ রানে জিতে নিল ইংল্যান্ড। এই ম্যাচে চালকের আসনে ছিল অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুটি টেস্ট জিতে সিরিজ জেতার স্বপ্ন দেখছিল তারা বৃষ্টির কারণে পাঁচ সিরিজের একটি টেস্ট ড্র হয়ে যায়। এদিন চূড়ান্ত টেস্টে শেষ উইকেটটি নিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। এটি ছিল ব্রডের শেষ টেস্ট। এর ফলে এই সিরিজও ২-২ ফলে ড্র হল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে এবছরই শুরু হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। এর নাম দেওয়া হয়েছে মেজর লিগ ক্রিকেট। প্রথমবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো মুম্বই ইন্ডিয়ান্স নিউইয়র্ক দল। ফাইনালে তারা হারিয়ে দিল সিতল্ অর্কাসকে।
  • মেয়েদের বিশ্বকাপ ফুটবলের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছল জাপান। তারা ৪-০ গোলে হারিয়ে দিল স্পেনকে। ২০১১ সালে মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। অন্য ম্যাচে আয়োজক দেশ অস্ট্রেলিয়া পৌঁছে গেল প্রি-কোয়ার্টার ফাইনালে ফাইনালে। প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছল নাইজিরিয়াও।
বিবিধ
  • অস্ট্রেলিয়ার উপকূল অঞ্চলে একটি ধাতব অংশ পাওয়া গিয়েছিল। অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থার দাবি, ওই ধাতব অংশ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি রকেটের অংশ।
  • কলকাতা বিমানবন্দরের ওপর চাপ কমাতে দুর্গাপুরের অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর চালু হয়েছে আগেই। এবার সেখানে চালু হলো কার্গো টার্মিনাল। প্রসঙ্গত, দেশের প্রথম বেসরকারি গ্রিনফিল্ড বিমানবন্দর হল এটি।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2024 - 13:24:32
Privacy-Data & cookie usage: