২০২৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন তিনজন বিজ্ঞানী। তাঁরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো স্টেট ইউনিভার্সিটি পিয়ের আগোস্টিনি, জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অব কোয়ান্টাম অপটিক্সের ফেরেন্স ক্রাউস এবং সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অ্যান লুইলার। অনু-পরমানুতে ইলেকট্রনের চলাফেরার সময় অনুধাবনে গবেষণার জন্য তারা এই পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থ মূল্য সমান ভাবে বন্টিত হবে তিনজনের মধ্যে। পরমাণুর গতি বোঝাতে এক অ্যাটো সেকেন্ড সময় লাগে বলে মনে করা হয়। এই বিষয় নিয়েই গবেষণা তিনজনের।
মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি করে খুন করা হলো একজন সাংবাদিককে। ফিলাডেলফিয়ায় পয়েন্ট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত সাংবাদিকের নাম যশ ক্রুগার। সাতটি গুলি বের করা হয়েছে তাঁর মৃতদেহ থেকে। মাদক চোরাপাচার, মাদকাসক্ত , এলজিবিটি সম্প্রদায় প্রভৃতি বিষয় নিয়ে সংবাদ সংগ্রহ করতেন তিনি। এর আগে গত মাসেও তাঁর বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা।
মলদ্বীপ থেকে ভারতীয় সেনা ছাউনি সরিয়ে দেওয়ার কথা বললেন মলদ্বীপের নতুন রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু। দেশের রাষ্ট্রপতি পদে বসার একদিনের মধ্যেই প্রগ্রেসিভ পার্টি অব মলদ্বীপের একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। প্রসঙ্গত বরাবরই চিনপন্থী হিসেবে পরিচিত মহম্মদ মইজ্জু।
জাতীয়
সংবাদ পোর্টাল নিউজক্লিক এর সদর দপ্তর সিল করে দিল দিল্লি পুলিশ। এই নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার অন্যতম অংশীদার অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের বিরুদ্ধে ইউপিএ -এর সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে এই কঠোর আইনে মামলার ঘটনা ভারতে বিরল। অভিযোগ চিনের থেকে পাওয়া টাকায় ভারত বিরোধী প্রচার চালাচ্ছে এই সংস্থা। এদিন প্রথমে ওই সংস্থার ৩০ জনের বেশি সাংবাদিককে তাদের নিজেদের বাড়ি থেকে আটক করা হয়েছিল।
ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড। এই ভূমিকম্পের উৎস ছিল নেপাল। সেখানে পরপর চারবার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সবথেকে তীব্র যে কম্পন অনুভূত হয়েছে, রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৬.২।
খেলা
এশিয়ান গেমসে মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ভারতের পারুল চৌধুরী। মহিলাদের জ্যাভলিন ছোড়া ইভেন্টে সোনা জিতলেন ভারতের অন্নু রানি। তিনি ৬২.৯২ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন। ছেলেদের 800 মিটার দৌড়ে ভারতের মহাম্মদ আফজল রুপো পেলেন এবং ট্রিপল জাম্প এ ব্রোঞ্জ পেলেন প্রবীণ চিত্রভেল। ছেলেদের ডেকাথেলনে তেজস্বীন শঙ্কর রুপো জিতলেন। ১৯৭৪ সালের পর এই প্রথম এশিয়ান গেমসের এই বিভাগে কোন পদক জিতল ভারত। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেলেন বিথ্যা রামরাজ। ছেলেদের ক্যানো ডাবল ১০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অর্জুন সিং ও সুনীল সিং। এই ইভেন্টেও ১৯৯৪ সালের পর কোন পদক জিতল ভারত। মেয়েদের ৫৪ কেজি বক্সিংয়ে জিতলেন প্রীতি পাওয়ার। ছেলেদের ৯২ কেজি বক্সিংয়ে জিতলেন নরেন্দ্র বেরওয়াল। এদিন ভারতের প্রাপ্তি দুটি সোনা সহ নটি পদক। সবমিলিয়ে ১৫ টি সোনা, ২৬টি রুপো, ২৮টি ব্রোঞ্জ সহ ভারত ৬৯টি পদক জিতে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
বিবিধ
বর্তমান অর্থ বর্ষে ভারতের বৃদ্ধির হার ৬.৩ শতাংশ থাকবে বলে জানালো বিশ্ব ব্যাংক। পরের অর্থ বর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৪ শতাংশ হবে বলে তারা পূর্বাভাস দিয়েছে।