কারেন্ট অ্যাফেয়ার্স ৩ সেপ্টেম্বর ২০২৩

351
0
18th September Current Affairs

আন্তর্জাতিক
  • অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হলো নাইজেরিয়ায়। সেখানে একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ১০৯ জন রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা করলেন নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা টিনুবু। এমনকি নিউইয়র্কে ও জেনিভায় রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী প্রতিনিধিদেরও ফিরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির বক্তব্য, প্রতি কর্মচারীর মধ্যে নিয়ে আসতে হবে বিশ্বমানের দক্ষতা।
  • টাইফুন ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ল তাইওয়ান। চার বছর পরে তাইওয়ানে কোনও টাইফুন আছড়ে পড়ল। দেশের পূর্বপ্রান্তে তাই তুং অঞ্চলে আছড়ে পড়েছে টাইফুন ‘হাইকুই’। এর গতিবেগ ছিল ঘন্টায় ১৫৪ কিলোমিটার।
  • শপিং মল এবং ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে খুচরো চুরি বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কোন কোন সংস্থায় গত পাঁচ মাসে এই চুরির হার বেড়েছে ১২০ শতাংশ। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের গত ১৮ মাসে সুদের হার শূন্য থেকে বেড়ে পৌঁছেছে সাড়ে পাঁচ শতাংশে। এই হার গত ২২ বছরে সর্বোচ্চ।
জাতীয়
  • ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রেরিত সৌরজান আদিত্য এল ১ তার প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে সফলভাবে লাফ দিয়েছে। উৎক্ষেপণের ৬৩ মিনিট পর আদিত্য পৃথিবীতে চারিপাশে ২৩৫ কিলোমিটার × ১৯৫০০ কিলোমিটার কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরছিল। এদিন সে পৌঁছে গেল ২৪৫ কিলোমিটার × ২২৪৫৯ কিলোমিটার ব্যাপী কক্ষপথে।
  • হিংসা বন্ধ করে মনিপুরে স্থায়ী শান্তি ফেরাতে অবসরপ্রাপ্ত সেনা অফিসার নেকটার সাঞ্জেবামকে নিয়োগ করলো মনিপুরের এন বীরেন সিং এর সরকার। কীর্তিচক্র এবং শৌর্যচক্রে সম্মানিত এই অবসরপ্রাপ্ত সেনা অফিসার এর আগে মায়ানমারে জঙ্গি শিবির ধ্বংসের অভিযানে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন।
খেলা
  • ১৩২ তম ডুরান্ড কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা ফাইনালে এক শূন্য গোলে হারিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। ২৩ বছর পরে পুনরায় ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। জয়সূচক গোলটি করলেন দিমিত্রি পেত্রাতস।
  • এশিয়া কাপে বাংলাদেশ ৮৯ রানে হারিয়ে দিল আফগানিস্তানকে। এদিন বাংলাদেশের হয়ে শত ।রান করেন মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসান। এই দুজন ক্রিকেটারের সংগ্রহ যথাক্রমে ১১২ রান এবং ১০৪ রান।
  • প্রয়াত হলেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার হিথ স্টিক(৪৯)। ক্যান্সার হয়েছিল স্টিকের। জিম্বাবোয়ের হয়ে ৬৫টি টেস্ট এবং ১৫৯ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। জিম্বাবোয়ের প্রথম বোলার হিসাবে ১০০ টি একদিনের আন্তর্জাতিক একদিনের ম্যাচ ও টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। টেস্টে একটি শতরান, ১১ টি অর্ধশতরান ছাড়াও ২১৬ টি উইকেট নিয়েছিলেন তিনি। একদিনের ম্যাচে সংগ্রহ ২৩৯টি উইকেট এবং ১৩ টি অর্ধশতরান। টেস্টে অধিনায়ক হিসাবে দশটি ম্যাচে জয়লাভ করেছিলেন তিনি।
বিবিধ
  • একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন থারমান সানমুগারাতনাম। ৬৬ বছরের এই অর্থনীতিবিদ ৭০.৪ শতাংশ ভোট পেয়েছেন। তিনি হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হচ্ছেন।