কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মার্চ ২০১৮

schedule
2018-03-31 | 11:07h
update
2018-03-31 | 11:08h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • মধ্যপ্রদেশে সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করার সিদ্ধান্ত ঘোষণা করলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
  • সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতি বিষয়ের পরীক্ষা ২৫ এপ্রিল নেওয়া হবে বলে এদিন জানালেন কেন্দ্রীয় শিক্ষা সচিব অনিল স্বরূপ। দশম শ্রেণির গণিত বিষয়ে কেবল দিল্লি ও হরিয়ানার পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে বলে তিনি জানালেন।
  • আরও ১০ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত জানাল ভারতীয় রেল কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক

  • গাজা ভূখণ্ডে নতুন করে শুরু হল অশান্তি। এদিন ইজরায়েলি সেনার গুলিতে গাজায় বিক্ষোভরত ৭ জন প্যালেস্টাইনির মৃত্যু হল। জখম হয়েছেন অন্তত ৩৫০ জন বিক্ষোভকারী।
  • পাকিস্তান তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ‘বাবর’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করল। ডুবোজাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিমি দূরত্বে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে।
  • মালালা ইউসুফজাই তাঁর পড়াশোনা শেষ করে নিজের দেশ পাকিস্তানেই থাকতে চান বলে এক টিভি সাক্ষাৎকারে মন্তব্য করলেন। এখন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
  • রুশ-মার্কিন কূটনৈতিক বিবাদ ঠান্ডাযুদ্ধের পরিস্থিতি ফিরিয়ে আনতে পারে বলে মন্তব্য করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ।
Advertisement

খেলা

  • ৭২তম সন্তোষ ট্রফির ফাইনালে উঠল বাংলা। এদিন হাওড়া স্টেডিয়ামে সেমি ফাইনালে বাংলা ২-০ গোলে হারাল কর্নাটককে। জিতেন মুর্মু এবং তীর্থঙ্কর সরকার দুটি করে গোল করলেন। ফাইনালে বাংলার মুখোমুখি হবে কেরল। তারা অন্য সেমিফাইনালে ১-০ গোলে হারাল মিজোরামকে। প্রসঙ্গত, সন্তোষ ট্রফিতে বাংলা ৩২ বার এবং কেরল ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে।
  • ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইরফান পাঠান জম্মু-কাশ্মীর ক্রিকেট দলের ২০১৮-১৯ মরসুমের জন্য কোচ এবং মেন্টর হিসাবে নিযুক্ত হলেন বলে এদিন জানা গেল।

বিবিধ

  • শেয়ার বাজারে এদিনই ছিল ২০১৭-১৮ অর্থবর্ষে শেষ কাজের দিন। এই অর্থবর্ষে শেয়ার সূচক সেনসেক্স মোট ৩৩৪৮.১৮ অঙ্ক এবং নিফটি ৯৩৯.৯৫ অঙ্ক বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির হার যথাক্রমে ১১.৩০ এবং ১০.২৫ শতাংশ। এই সময়ে লগ্নিকারীদের ২০.৭০ লক্ষ কোটি টাকার সম্পদ বৃদ্ধি পেয়েছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2024 - 05:54:05
Privacy-Data & cookie usage: