কারেন্ট অ্যাফেয়ার্স ৩ এপ্রিল ২০১৮

721
0
current-affairs-03042018-picture

জাতীয়

  • দলিত বিক্ষোভ ও ধর্মঘটের জেরে নিজেদের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে তা পুনর্বিবেচনা করা যেতে পারে বলে জানানো হয়েছে। গত ২০ মার্চের রায় নিয়ে এদিন কেন্দ্রীয় সরকার রিভিউ পিটিশন দাখিল করেছিল সুপ্রিম কোর্টে। তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে, আদালত এই আইনের বিপক্ষে নয়। কিন্তু আইনের ফাঁক দিয়ে কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে হেনস্তা করা না হয় তা দেখাও আদালতের দায়িত্ব। তবে আগামী ১০ দিনে ২০ মার্চের রায় পুনর্বিবেচনা করবে বলে আদালত জানাল।
  • প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলেও দশম শ্রেণির গণিত পরীক্ষা নতুন করে নেওয়া হবে না বলে জানালেন সিবিএসই কর্তৃপক্ষ। পরীক্ষা শুরুর সামান্য আগে প্রশ্ন ফাঁস হওয়ায় পরীক্ষার্থীদের তার দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভবনা কম বলে মন্তব্য করা হল।
  • ইরাকে অপহৃত ও খুন হওয়া ৩৯ জন ভারতীয়র পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ভুয়ো খবর সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করল প্রধানমন্ত্রীর দপ্তর। ২৪ ঘণ্টা আগে বিবৃতি দিয়ে কেন্দ্র বলেছিল, কোনো সাংবাদিক ভুয়ো খবর প্রকাশ করলে তাঁর অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হবে।

আন্তর্জাতিক

  • রোহিঙ্গা জনজাতির ওপর নিপীড়নেও ফেসবুক থেকে প্রাপ্ত তথ্যের ব্যবহার হয়েছে। এই দাবি করলেন ডিজিটাল বিশ্লেষক রেমন্ড সেরাটো। ইনস্টিটিউট অব ওয়ার অ্যান্ড পিস-এর বিশ্লেষক অ্যানাল ডেভিসও একই দাবি করলেন। ফেসবুক এভাবে পরের পর বিতর্কে জড়িয়ে যাওয়া প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও মার্ক জুকেরবার্গ বলেছেন, ফেসবুককে নিশ্চিদ্র করতে কয়েক বছর সময় লাগবে।
  • গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যার চেষ্টায় ব্রিটিশদেরই হাত রয়েছে বলে দাবি করল রাশিয়া।
  • ইজরায়েল নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সৌদি আরব। দীর্ঘ দিনের ইজরায়েল বিরোধিতার থেকে সরে এসে যুবরাজ মহম্মদ বিন সালেম মন্তব্য করলেন, নিজের জমির ওপর সম্পূর্ণ অধিকার আছে ইজরায়েলের।
  • মুম্বই হামলার চক্রী হাফিজ সইদ মিল্লি মুসলিম লিগ নামে যে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছিলেন, তাও পুরোদস্তুর জঙ্গি সংগঠন বলে মন্তব্য করল মার্কিন যুক্তরাষ্ট্র।

খেলা

  • আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের স্পনসর হচ্ছে আমূল। আগামী এশিয়ান গেমসেও তারা ভারতীয় দলের স্পনসর হচ্ছে। সংস্থাটি এদিন এই তথ্য জানাল।
  • সুপার কাপে এফসি গোয়া ৩-১ গোলে হারাল এটিকে কলকাতাকে। প্রতিযোগিতা থেকেই ছিটকে গেল এটিকে। তারা আইএসএল-এ নবম স্থান পেয়েছিল।
  • জোহানেসবার্গ টেস্টে ৪৯৩ রানে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা। বহু আলোচিত এই টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী হল তারা। ১৯৬৯-৭০ মরসুমের পর ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা।
  • ইংল্যান্ডকে ২ ম্যা্চের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারিয়ে দিল নিউজিল্যান্ড।

বিবিধ

  • দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রক। ম্যানেজমেন্টে শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইএম আমেদাবাদ (আইআইএম কলকাতা ৩য়) এবং বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বেঙ্গালুরু আইআইএসসি শীর্ষ স্থান পেল। আইআইটি খড়গপুর স্থাপত্যবিদ্যায় প্রথম, ইঞ্জিনিয়ারিংয়ে চতুর্থ ও সার্বিকভাবে পঞ্চম স্থানে। যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় পেল যথাক্রমে ষষ্ঠ ও চতুর্দশ স্থান। দিল্লির এইমস পেল মেডিক্যাল শিক্ষা্প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষ স্থান। শ্রেষ্ঠ কলেজগুলির মধ্যে দেশে নবম স্থান পেল বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। দেশের প্রথম ১০০-র মধ্যে নেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
  • পিএনবি দুর্নীতির সময় ভারতের রিজার্ভ ব্যাঙ্ক যথাযথ অডিট করেনি বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার কে ভি চৌধুরী।
  • সদ্য সমাপ্ত আর্থিক বছরে দেশে ডিরেক্ট ট্যাক্স সংগ্রহ ১৮ শতাংশ বেড়ে ১০.০২ লক্ষ কোটি টাকা হয়েছে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।