কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মে ২০১৮

1195
0
current-affairs-13052018-picture

জাতীয়

  • চিকিৎসাবিদ্যা পাঠের প্রবেশিকা (নিট) পরীক্ষার বয়সসীমা বেঁধে রায় দিল দিল্লি হাইকোর্ট। জেনারেল ক্যাটেগরি এবং সংরক্ষিত ক্ষেত্রের ছাত্রছাত্রীদের জন্য তা যথাক্রমে ২৫ এবং ৩০ বছর পর্যন্ত বলে জানানো হল।
  • পাকিস্তানের প্রয়াত কবি ফৈয়জ আহমেদ ফৈয়জের কন্যা তথা পাক সংবাদ মাধ্যমের পরিচিত মুখ মুনিজা হাসমিকে (৭২) আমন্ত্রণ করেও অনুষ্ঠানে অংশ নিতে না দেওয়ায় সমালোচনার মুখে পড়ল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। গত ১০-১২ মে নয়াদিল্লিতে সংবাদমাধ্যম নিয়ে একটি সম্মেলনে আমন্ত্রিত ছিলেন মুনিজা। তিনি বরাবরই ভারত-পাক মৈত্রীর পক্ষে বলে এসেছেন। তাঁকে নির্দিষ্ট হোটেলেও থাকতে দেওয়া হয়নি।

আন্তর্জাতিক

  • ইন্দোনেশিয়ায় সংখ্যালঘু খ্রিস্টানদের ধর্মস্থানে ৪টি বোমা বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হল। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় এই ঘটনা ঘটেছে। একই পরিবারের ৫ সদস্য অল্প সময়ের ব্যবধানে ৩টি গির্জায় বিস্ফোরণ ঘটিয়েছে। হামলাকারী পরিবারের বেশ কয়েকজন আত্মঘাতী হয়েছেন। ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট।
  • প্যারিসের অপেরা হাউসের সামনে এক ব্যক্তির ছুরি নিয়ে হামলায় মৃত্যু হল ১ জনের। পুলিশের গুলিতে মৃত্যু হল ওই আততায়ীরও। পুলিশের দাবি, এটি জঙ্গি হামলাই। হামলাকারী রাশিয়ার চেচনিয়া অঞ্চল জাত এবং দেশের সুরক্ষার পক্ষে বিপজ্জনক বলে আগেই চিহ্নিত ছিল পুলিশের নথিতে। এই হামলার দায় স্বীকার করল আইএস। প্রসঙ্গত, গত ৩ বছরে ফ্রান্সে ২৪৫ জনের মৃত্যু হয়েছে আইএস-এর হামলায়।
  • উত্তর কোরিয়া দাবি করল এক মাসের মধ্যে তারা তাদের পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করে ফেলবে।

খেলা

  • মাদ্রিদ ওপেনে চ্যাম্পিয়ন হলেন পেত্রী ভিটোভা। তিনি এই নিয়ে তৃতীয়বার এই খেতাব জিতলেন। চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় পেত্রার এটি ২৪তম খেতাব। ২০১৮ সালেই সেন্ট পিটাসবার্গ, দোহা ওপেন, প্রাগ এটিপির পর চতুর্থ খেতাব জিতে নজর কাড়লেন তিনি।
  • কোরিয়ার ডংহা সিটিতে আয়োজিত মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে হারাল জাপানকে।
  • ইংলিশ প্রিমিয়ার লিগে ১০০ পয়েন্ট অর্জন করে নতুন নজির গড়ল ম্যাঞ্চেস্টার সিটি। এতদিন ২০০৪-০৫ মরসুমে চেলসির ৯৫ পয়েন্টই ছিল রেকর্ড। পেপ ওয়ার্দিওলার প্রশিক্ষণাধীন দল এদিন সাউদাস্পটনকে ১-০ গোলে হারিয়ে ১০০ পয়েন্টের ঘরে পৌঁছল।
  • সার্বিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৬ চতুর্দেশীয় ফুটবল প্রতিযোগিতায় ভারত চ্যাম্পিয়ন হল। প্রতিযোগিতার বাকি তিন দেশ হল তাজিকিস্তান, সার্বিয়া, জর্ডন।

বিবিধ

  • রিলায়্যান্স ন্যাভাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাকাউন্টকে অনুৎপাদক সম্পদ বলে ঘোষণা করল বিজয়া ব্যাঙ্ক। প্রসঙ্গত, ২৪টি ব্যাঙ্কের কাছে এই সংস্থার বকেয়া প্রায় ৯০০০ কোটি টাকা।
  • ইংল্যান্ডে রাজকুমার হ্যারি ও মেগান মার্কেলের বিবাহের দায়িত্বে রয়েছেন একজন কৃষ্ণাঙ্গ বিশপ। এপিসকোপাল গির্জার বিশপ মাইকেল কারি ওই দায়িত্ব সামলাবেন বলে এদিন কেনসিংটন প্রাসাদ জানাল।