কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ মে ২০১৮

schedule
2018-05-16 | 13:12h
update
2018-05-16 | 13:13h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • কাবেরী নদীর জল বণ্টন নিয়ে সুপ্রিম কোর্টে খসড়া রিপোর্ট পেশ করা হল। কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রক এই রিপোর্ট পেশ করল। কর্নাটক, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরি জল ব্ণ্টন বিতর্ক সমাধানে কেন্দ্রকে এই রিপোর্ট দিতে বলেছিল সর্বোচ্চ আদালত।
  • সুনন্দা পুষ্করকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং তাঁর ওপর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগে শশী থারুরের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। ২০১৪ সালের ১৭ জানুয়ারি দক্ষিণ দিল্লির লীলা প্যালেস হোটেলে সুনন্দার মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল।
  • কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিযুক্ত হলেন রাজ্যবর্ধন রাঠোর। স্মৃতি ইরানির হাতে থাকল কেবল বস্ত্র মন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ। তিনি কাজে না ফেরা পর্যন্ত পীযূষ গোয়েল ওই মন্ত্রকের কাজ দেখবেন বলে জানানো হল।
Advertisement

আন্তর্জাতিক

  • সংঘর্ষের আবহেই জেরুজালেমে নতুন দূতাবাসের উদ্বোধন করল মার্কিন যুক্তরাষ্ট্র। ইজরায়েলের মার্কিন দূতাবাস তেল আভিভ থেকে জেরুজালেমে সরিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণার সময় থেকেই উত্তেজনা ছড়িয়েছিল পশ্চিম এশিয়ায়। এদিন ছিল ইজরায়েলের ৭০তম প্রতিষ্ঠা দিবস। শুধু এদিনই গাজা সীমান্তে ইজরায়েলি সেনার সঙ্গে সংঘর্ষে প্যালেস্টাইনের ৪১ জন বিক্ষোভকারীর মৃত্যু হল।
  • বাংলাদেশের চট্টগ্রামে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৯ জন মহিলার। আসন্ন ইদের আগে গরিবদের ইফতারের সামগ্রী বিলির এক অনুষ্ঠানে ভিড়ের চাপে এই দুর্ঘটনা ঘটেছে।
  • স্পেনের কাতালান প্রদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কুইম তোরা। তিনিও স্পেনের সম্পর্ক ছিন্ন করে স্বাধীন কাতালান রাষ্ট্র গড়ার পক্ষে।

খেলা

  • সেরি আ চ্যাম্পিয়ন হল জুভেন্তাস। তারা এই নিয়ে পরপর ৭ বার ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন হল। এদিন রোমার সঙ্গে ম্যাচ ড্র হওয়ার পরই তাদের লিগ জয় নিশ্চিত হল। তারা পরপর ৪ বার লিগ এবং কাপ জিতল। টানা ৪ বার দ্বিমুকুট জয়ের নজির €ইতালির অন্য কোন ক্লাবের নেই।
  • ফ্রান্সে চলতি মরসুমে সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন নেইমার। ফরাসি লিগে ২০ ম্যাচ খেলে তিনি ১৯টি গোল করেছেন এই মরসুমে।
  • টেনিসের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পুনরায় শীর্ষস্থান ফিরে পেলেন রজার ফেডেরার। গত মার্চে তাঁকে সরিয়ে শীর্ষস্থানে পৌঁছেছিলেন রাফায়েল নাদাল। এই নিয়ে ৩০৯ সপ্তাহ শীর্ষক্রমে থাকার রেকর্ড গড়লেন ফেডেরার।

বিবিধ

  • পাঞ্জাব ন্যাশলনাল ব্যাঙ্কের সঙ্গে ৬৪৯৮ কোটি টাকা আর্থিক প্রতারণার একটি মামলায় নীরব মোদী, তাঁর ভাই নীশল মোদী, পিএনবি-র প্রাক্তন সিইও উষা অনন্তসুব্রহ্মণ্যন সহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। ৭৫০০ পাতার চার্জশিটে পিএনবি-র দুই জন এগজিকিউটিভ ডিরেক্টরের নামও রয়েছে।
  • গত এপ্রিল মাসে খুচরো মূল্যবৃদ্ধি এবং সার্বিক মূল্যবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৪.৫৮ এবং ৩.১৮ শতাংশ। এদিন কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য জানাল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2024 - 19:29:05
Privacy-Data & cookie usage: