কারেন্ট অ্যাফেয়ার্স ২০ মে ২০১৮

547
0
current-affairs-20052018-picture

জাতীয়

  • ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৭ পুলিশকর্মী শহিদ হলেন। দান্তেওয়াড়ায় চোলনার-কিরানডুল সড়কপথে পুলিশের একটি গাড়ি ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়ে যায়। এলাকায় সড়ক নির্মাণের পদ্ধতি দেখভাল করছিলেন ওই পুলিশকর্মীরা।
  • মধ্যপ্রদেশের সাতনায় গোহত্যার সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হল।

আন্তর্জাতিক

  • নেপালের বিরাটনগরে ভারতীয় হাইকমিশনের ফিল্ড অফিসটি বন্ধ করে দেওয়ার কথা বললেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ২০০৮ সালে বন্যার পর বিরাটনগরের গাড়িগুলি ভারতের রাস্তা ব্যবহার করত। তখনই ওই অফিস তৈরি হয়েছিল। এখন ওলি প্রধানমন্ত্রী হওয়ার পরই ওই অফিস বন্ধ করতে বলে কূটনৈতিক বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে।
  • ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া অঞ্চলে চিনের অধিকারে থাকা অংশে সোনার খনির খোঁজ মিলেছে বলে জানাল চিন। ওই খনিতে ৬০০০ কোটি ডলার মূল্যের মূল্যবান ধাতু আছে বলে অনুমান করা হচ্ছে। খনিকে কেন্দ্র করে সীমান্ত নিয়ে ভারত-চিন তিক্ততা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তথ্যাভিজ্ঞ মহল।
  • পাক অধিকৃত কাশ্মীরকে আরও প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত জানালেন পাকিস্তানের প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান সরতাজ আজিজ। গিলগিট-বাল্টিস্তান প্রদেশ নিয়েও অনুরূপ সিদ্ধান্ত জানানো হল।

খেলা

  • এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি মহিলাদের হকিতে ভারত রানার্স হল। এদিন ফাইনালে তারা ০-১ গোলে দক্ষিণ কোরিয়ার কাছে পরাস্ত হল। গ্রুপ লিগে ভারত তিনটি ম্যাচে জেতার পর আয়োজক দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে ম্যাচ ড্র করেছিল। দক্ষিণ কোরিয়া এই নিয়ে তৃতীয়বার এই ট্রফি জিতল।
  • জার্মান কাপ জিতল এনট্র্যাক্ট ফ্রাঙ্কফুর্ট। ফাইনালে ৩-১ গোলে তারা হারাল বায়ার্ন মিউনিখকে।
  • ব্যাডমিন্টনের টমাস কাপের প্রথম ম্যাচে ভারত ১-৪ গেমে হারল ফ্রান্সের কাছে। একই দিনে উবের কাপে ভারত ১-৩ ব্যবধানে পরাস্ত হল কানাডার কাছে।
  • রোম মাস্টার্স খেতাব জিতলেন রাফায়েল নাদাল। এই নিয়ে অষ্টমবার তিনি এই খেতাব জিতলেন। ফাইনালে তিনি হারালেন আলেকজান্ডার জেরেভকে। এর ফলে এটিপি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পাওয়াও নিশ্চিত হল তাঁর। ক্লে কোর্টে এটি তাঁর ৫৬তম খেতাব।

বিবিধ

  • বিশ্বের সবথেকে সম্পদশালী তিনটি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও জাপান। ভারতের স্থান ষষ্ঠ। ভারতের সম্পদ ৮.২৩ লক্ষ কোটি ডলার। এদিন প্রকাশিত আন্তর্জাতিক ব্যাঙ্কিং সংস্থার সমীক্ষা রিপোর্ট থেকে এই তথ্য জানা গেল।
  • বিএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট লাভরাজ সিং ধর্মশাক্তু এভারেস্ট শীর্ষে উঠলেন। মোট ৭ বার তিনি এভারেস্টে উঠে ভারতীয়দের মধ্যে নতুন নজির গড়লেন।
  • পুনরায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে সর্বকালীন রেকর্ড গড়ল। এদিন মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে ৮৪.০৭ এবং ৭১.৯৪ টাকা।