জাতীয়
- তামিলনাড়ুর তুতিকোরিনে বিক্ষোভকারীদের ওপর এদিনও পুলিশের গুলিতে মৃত্যু হল আরও এক আন্দোলনকারীর। বেদান্ত স্টারলাইট তামা কারখানার সম্প্রসারণের কাজে স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্ট।
- কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জে ডি (এম) নেতা কুমারস্বামী। অনুষ্ঠানে জাতীয় স্তরের বিরোধী এবং আঞ্চলিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার অপরদিক থেকে পাক রেঞ্জার্স-এর ছোঁড়া গুলিতে ৫ জন গ্রামবাসীর মৃত্যু হল।
আন্তর্জাতিক
- জর্জিয়ার গভর্নর হওয়ার দৌড়ে মনোনয়ন পেলেন স্বনামধন্য কৃষ্ণাঙ্গ লেখিকা স্টেসি এব্রামস। নভেম্বরে ওই নির্বাচনের জন্য তিনি ডেমোক্র্যাট দলের হয়ে প্রাইমারিতে জিতে মনোনয়ন লাভ করলেন। জর্জিয়ার গভর্নর পদে অতীতে কখনও কোনো মহিলা বা কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি বসেননি। সেলেনা মন্টগোমারি ছদ্মনামে তিনি আটটি উপন্যাসও লিখেছেন। কেন্টাকির গভর্নর পদের জন্য মনোনয়ন পেলেন আর এক মহিলা তথা প্রাক্তন যুদ্ধবিমান চালক এমি ম্যাকগ্র্যাথ। প্রসঙ্গত, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে মহিলা গভর্নরের সংখ্যা ৬।
- মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মায়ানমার সংক্রান্ত আর একটি রিপোর্ট প্রকাশিত হল। সেখানে বলা হয়েছে, ২০১৭ সালের ২৫ আগস্ট সেখানকার রাখাইন প্রদেশে শিশু, মহিলা সহ অন্তত ৯৯ জন হিন্দুকে হত্যা করেছে রোহিঙ্গা জঙ্গিরা। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সংগঠন সেখানকার হিন্দুদের ওপর নৃশংস অত্যাচার চালায় বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।
- ফেসবুক থেকে তথ্য চুরির যাওয়ার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে ডেকে পাঠানো হয়েছিল ফেসবুক-এর প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গকে। তথ্য ফাঁসের ঘটনায় ক্ষমা চাইলেন তিনি।
খেলা
- দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে ইম্ফলে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করল।
- একাদশ আইপিএল-এর এলিমিনেটরে ২৫ রানে রাজস্থান রয়্যালসকে হারাল কলকাতা নাইট রাইডার্স। এর ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা হায়দরাবাদ সাইরাইজার্সের মুখোমুখি হবে।
- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন এবি ডি’ভিলিয়ার্স বা আব্রাহাম বেঞ্জামিন ডি’ভিলিয়ার্স। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এবং ২০০৫ সালে সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল। ১১৪টি টেস্ট, ২২৮টি একদিনের এবং ৭৮টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ৮৭৬৫, ৯৫৭৭ এবং ১৬৭২ রান। টেস্টে ২২টি এবং একদিনের ক্রিকেটে ২৫টি শতরান আছে দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যানের। একদিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান (১৬ বলে), দ্রুততম শতরান (৩১ বলে) এবং সার্ধশতরান (৬৬ বলে ১৬২) করেছিলেন তিনি।
বিবিধ
- ২০১৭-১৮ অর্থবর্ষে প্রত্যক্ষ কর বাবদ কেন্দ্র ১০.০৩ লক্ষ কোটি টাকা আয় করেছে যা তা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। এদিন অর্থ মন্ত্রক এই তথ্য জানাল।
- প্রয়াত হলেন প্রখ্যাত মার্কিন ঔপন্যাসিক ফিলিপ রথ (৮৫)। ‘পোর্টনয়েজ কমপ্লেন’, ‘দ্য হিউম্যান স্টেন’, ‘দ্য প্লট এগনেস্ট আমেরিকা’, ‘দ্য আমেরিকান প্যাসটোরাল’ প্রভৃতি তাঁর লেখা জনপ্রিয় উপন্যাস।
- কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হল ৮০.১২ টাকা যা সর্বকালীন রেকর্ড বৃদ্ধি। প্রসঙ্গত, প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ১৯.৪৮, ১৫.৩৩ এবং ১৬.০৫, ১০.৫৫ টাকা করে উৎপাদন শুল্ক ও যুক্তমূল্য কর (ভ্যাট) আদায় করে কেন্দ্র। ২০১৪ সালের নভেম্বর থেকে ৯ বার উৎপাদন শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র এবং কমিয়েছে একবার। এভাবে ১৫ মাসে কেন্দ্র ২.৪২ লক্ষ কোটি টাকা আয় করেছে।