কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন ২০১৮

schedule
2018-06-12 | 10:03h
update
2018-06-12 | 10:03h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • শিশু সুরক্ষা দিবস পালন করল পশ্চিমবঙ্গ নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। নাবালকদের সঙ্গে লাঞ্ছনা রুখতে এদিন একটি মোবাইল অ্যাপ চালু করল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। এর নাম ‘টিয়ার গল্প’।
  • বিহারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কিছু পড়ুয়াকে মোট নম্বরের থেকেও বেশি নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল।

আন্তর্জাতিক

  • কানাডার কিউবেকে শুরু হল জি ৭ গোষ্ঠীগুলির রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠক। গুপ্তচর স্ক্রিপালের উপর নার্ভ এজেন্ট প্রয়োগের পরবর্তী পর্যায়ে রাশিয়ার সঙ্গে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের সম্পর্কের অবনতির পর এই বৈঠক হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই গোষ্ঠীতে রাশিয়াকে ফিরিয়ে আনার দাবি জানালেন।
  • পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের নাগরিকত্ব খারিজ করা হল। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাসির উল মূলক এই নির্দেশ দিয়েছিলেন। তবে মুশারফ চাইলে আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানাল পাক সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, মুশারফ এখন থাকেন দুবাইয়ে। তিনি দেশে ফেরেন কিনা সেটাই এখন দেখার।
  • সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চিনের উপকূলবর্তী শহর কিনদাওয়ে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে চিনের রাষ্ট্রপতি জি জিনফিংয়ের সঙ্গে বৈঠক হল তাঁর। গত ৩ মাসে এটি তাঁদের তৃতীয় বৈঠক।
Advertisement

খেলা

  • ফরাসি ওপেন মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন সিমোনা হালেপ। এদিন ফাইনালে তিনি ৩-৬, ৬-৪, ৬-১ ব্যবধানে হারিয়ে দিলেন স্নোয়েন স্টিফেনসকে। এটিই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম। মেয়েদের টেনিসে শীর্ষ ক্রম পেলেও এতদিন তিনি কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি।
  • মহিলাদের এশিয়া কাপ টি ২০ প্রতিযোগিতায় ভারত ৭ উইকেটে হারাল পাকিস্তানকে। প্রতিযোগিতার ফাইনালে পৌঁছল ভারত।
  • ‘ফিল অ্যাট হোম’। রাশিয়া বিশ্বকাপে বিদেশি সমর্থক ও খেলোয়াড়দের এই বার্তা দিলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

বিবিধ

  • ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে যে সব ব্যক্তিকে সম্মানিত করা হল তাঁদের মধ্যে ৩৩ জন ভারতীয় বংশোদ্ভূত বা অনাবাসী ভারতীয় রয়েছেন। এদিন ‘লেফটেন্যান্ট অব দ্য রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডার সম্মান পেলেন রাজ পরিবারের চিকিৎসক সত্যজিৎ ভট্টাচার্য।
  • মঙ্গলের মাটিতে জৈব যৌগের খোঁজ পাওয়া গেছে বলে নাসার পাঠানো মঙ্গলযান কিউরিওসিটি-র পাঠানো তথ্য থেকে জানা গেল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 18:13:02
Privacy-Data & cookie usage: