কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুন ২০১৮

schedule
2018-06-27 | 13:04h
update
2018-06-27 | 13:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কর্মীদের ওভারটাইম ভাতা তুলে দেওয়া হল। একমাত্র অপারেশনাল স্টাফরাই এই সুবিধা পাবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিন এই সুপারিশ অনুমোদন করল।
  • ঝাড়খণ্ডের গাড়োয়া জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হলেন ঝাড়খণ্ড জাগুয়ার ফোর্সের ৬ জওয়ান।

আন্তর্জাতিক

  • ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছিল ট্রাম্প প্রশাসন। সেই নির্দেশ বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট।
  • ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর বিল অনুমোদন করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। গত সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টের দুটি কক্ষে এই বিল পাশ হয়েছিল।
  • দুই সন্তানের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা করলেন চন্দ্রজয়ী মার্কিন নভশ্চর এডুইন অলড্রিন (৮৮)। তাঁর ছেলে অ্যান্ড্রু ও মেয়ে জেনিস অভিযোগ করেছিলেন তাঁর স্মৃতিভ্রংশ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মানসিক স্বাস্থ্য স্বাভাবিকের থেকেও ভালো।
Advertisement

খেলা

  • জার্মানির সুলে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন আয়োজিত যুব শুটিং বিশ্বকাপে রুপো জিতলেন ভারতের মেহুলি ঘোষ। তিনি ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের প্রতিযোগী ছিলেন।
  • ২০১৯ সালের কবাডি বিশ্বকাপ দুবাইয়ে হবে বলে জানানো হল।
  • বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল। চলতি বিশ্বকাপে ৩৭ ম্যাচ পর কোনো ম্যাচ গোলশূন্য হল, যা বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড। পেরু ২-০ গোলে হারাল অস্ট্রেলিয়াকে। ৪০ বছর পর বিশ্বকাপে জয় পেল পেরু। শেষবার ১৯৭৮ সালে তারা ৪-১ গোলে ইরানকে হারিয়েছিল। এদিন ক্রোয়েশিয়া ২-১ গোলে আইসল্যান্ডকে এবং আর্জেন্টিনা ২-১ গোলে নাইজেরিয়াকে হারাল।

বিবিধ

  • বাইরে থেকে আসা কর্মীদের থাকার জন্য সবথেকে কম খরচ করতে হয় যে শহরে তার নাম কলকাতা। ভারতের মধ্যে সবথেকে বেশি ব্যয় করতে হয় মুম্বাইয়ে। বিশ্বে এই হিসাবে মুম্বাইয়ের ক্রম ৫৫ যা মেলবোর্ন, স্টকহোল্‌ম, ফ্রাঙ্কফুর্টের থেকেও ব্যয়বহুল। এই তালিকায় দিল্লির ক্রম ১০৩। এদিন প্রকাশিত একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় এই তথ্য জানা গেল।
  • কাজ হারনো কর্মী ৩০ দিনের মধ্যে পিএফ ফান্ডে তাঁর সঞ্চয়ের ৭৫ শতাংশ তুলে নিতে পারবেন বলে এদিন সিদ্ধান্ত নিল পিএফ-এর অছি পরিষদ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 19:49:38
Privacy-Data & cookie usage: