জাকার্তায় ৭ সেপ্টেম্বর বসবে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। ২০২২ সালে ভারত এবং আসিয়ান গোষ্ঠীর দেশগুলির মধ্যে কৌশলগত অংশীদারি তৈরি হওয়ার পর এই প্রথম এই গোষ্ঠীর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জাকার্তায় একই দিনে পূর্ব এশিয়ান সম্মেলনও অনুষ্ঠিত হবে।
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে চিনের রাষ্ট্রপতি শি জিনপিং -এর বৈঠকের জন্য শর্ত উল্লেখ করল চিন। বিতর্কের সূত্রপাত নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য জি ২০ শীর্ষ সম্মেলনে চিনের রাষ্ট্রপতির অনুপস্থিতি নিয়ে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি। তিনি চিনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রত্যাশা করছিলেন বলে জানিয়েছেন। এরপরেও চলতি বছরেই বালি এবং সানফ্রান্সিসকোয় আন্তর্জাতিক মঞ্চের বৈঠকের অবসরে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকের সুযোগ আছে কিন্তু তা তখনই সম্ভব হবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ‘যথোপযুক্ত আন্তরিকতা’ দেখায়, এই মর্মে শর্ত দিয়েছে চিনের বিদেশ মন্ত্রক।
জাতীয়
প্রয়াত রাষ্ট্রপতি তথা শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ-এর জন্মদিনে দেশজুড়ে পালিত হল শিক্ষক দিবস। এদিন রাষ্ট্রপতি ভবনে দেশের ৫০ জন শিক্ষককে জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এঁদের মধ্যে চারজন পশ্চিমবঙ্গের শিক্ষক। পশ্চিমবঙ্গে আলাদা একটি অনুষ্ঠানে মোট ২৫ জন শিক্ষককে শিক্ষারত্ন সম্মানে ভূষিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জম্মু-কাশ্মীর ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা এবং সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চে যে মামলা হয়েছিল তার শুনানি সম্পূর্ণ হল। মোট কুড়িটি আবেদনকে একত্রিত করে এই মামলা চলছে।
আসন্ন জি ২০ শীর্ষ সম্মেলন-এর নৈশভোজ নিয়ে রাষ্ট্রপতির করা আমন্ত্রণপত্র নিয়ে বিতর্ক তৈরি হলো। এতদিন এই জাতীয় পত্রে লেখা হতো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবার সেখানে লেখা হয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ভারত।
উত্তর-পূর্ব ভারতের মণিপুরে গুরুতর মানবাধিকার লংঘন হয়েছে বলে অভিযোগ করা হলো রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে। এই রিপোর্টের নাম ‘ইন্ডিয়া : ইউ এন এক্সপার্টস অ্যালার্মড বাই কন্টিনিউইন অ্যাবিউসেস ইন মনিপুর’। রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় প্রতিনিধি দল এই রিপোর্টের বক্তব্যকে খারিজ করেছে। একে বলা হয়েছে অযৌক্তিক, অনুমানভিত্তিক ও বিভ্রান্তিকর।
খেলা
আফগানিস্তানকে এশিয়া কাপের ম্যাচে দু’রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা, এর ফলে গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সুপার ফোর এ পৌঁছল। সুপার ফোরে উঠতে হলে ৩৭.১ ওভার এর মধ্যে ২৯১ রান তুলে জয়ের লক্ষ্যমাত্রা ছিল আফগানিস্তানের সামনে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এদিন তারা ঝোড়ো ব্যাটিং করলেও মাত্র দু’রানের জন্য পরাস্ত হয়।
আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হলো। ঘরের মাটিতে এই প্রতিযোগিতায় দেশকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলের অন্যান্য সদস্যরা হলেন, শুভমন গিল, শ্রেয়স আয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, ঈশান কিষান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুর। দীর্ঘদিন কোন ম্যাচ না খেলেই লোকেশ রাহুলের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এবং রবিচন্দ্রন অশ্বিনের সুযোগ না পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বিবিধ
বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম হলো চিনের প্রাচীর। এবার নিজেদের যাতায়াতের সুবিধার জন্য সেই প্রাচীর এএক্ক্যাভেটর দিয়ে কেটে রাস্তা বানিয়ে ফেলেছেন দুই ব্যক্তি। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষতির করা অপরাধে তাদের গ্রেপ্তার করেছে চিন।