কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুলাই ২০১৮

1226
0

জাতীয়

  • টাকার বিনিময়ে শিশু বিক্রির অভিযোগ ওঠায় রাঁচির মিশনারিজ অব চ্যারিটির জেল রোডে অবস্থিত আশ্রম ‘নির্মল হৃদয়’ এবং ডোরান্ডার ‘শিশুভবন’ বন্ধ করে দিল ঝাড়খণ্ডের শিশুকল্যাণ কমিটি। কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করল ২ জন সিস্টারকে।
  • সুপ্রিম কোর্টে মাস্টার অব রোস্টার একমাত্র প্রধান বিচারপতিই। আইনজীবী শান্তি ভূষণের করা মামলায় এই রায় দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি অশোক ভূষণ।
  • জাতীয় পরিবেশ আদালতের চেয়ারপার্সন নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আদর্শ কুমার গোয়েল।

আন্তর্জাতিক

  • জাপানে ফাঁসি দেওয়া হল স্বঘোষিত ধর্মগুরু শোকো আসাহারাকে। ১৯৯৫ সালে টোকিও সাবওয়েতে রাসায়নিক সারিন হামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ওই হামলায় প্রাণহানি হয়েছিল ১৩ জনের। এক সময় এই ধর্মগুরুর অনুগামীর সংখ্যা ছিল ১০ হাজার।
  • ২০১৫ সালের পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনায় ভিয়েনায় বৈঠকে বসল জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চিন। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে মার্কিন প্রশাসনের হুমকিও ছিল আলোচনার অন্যতম বিষয়।
  • থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় উদ্ধারকাজে গিয়ে অক্সিজেনের অভাবে মৃত্যু হল স্বেচ্ছাসেবী ডুবুরি সামান গুনানের।
  • পাকিস্তানে অন্তত ৬০ জন রাজনৈতিক নেতা গোপনে দ্বিতীয় বিবাহ করেছিলেন। আসন্ন সাধারণ নির্বাচনের মনোনয়ন পত্র উদ্ধৃত করে তা প্রকাশ করল পাক সংবাদমাধ্যম।
  • দুর্নীতি মামলায় ১০ বছর কারাদণ্ড দেওয়া হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে।

খেলা

  • আসন্ন এশিয়ান গেমসে ভারতের মহিলা হকি দলের অধিনায়ক নির্বাচিত হলেন রানি রামপাল।
  • সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারাল ইংল্যান্ড। সিরিজ হল ১-১। এদিন ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন এম এস ধোনি।
  • রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে উরুগুয়েকে এবং বেলজিয়াম ২-১ গোলে পরাস্ত করল ব্রাজিলকে।
  • উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে হেরে গেলেন ৫ বারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস। তাঁকে হারালেন কিনি বার্টেনস।
  • ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন এইচ এস প্রণয় এবং পি ভি সিন্ধু।

বিবিধ

  • ঘোষণা হয়েছিল আগেই। ৩৪০০ কোটি ডলার বাণিজ্য হয় এমন কিছু চিনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত এদিন থেকে কার্যকর করল মার্কিন যুক্তরাষ্ট্র।
  • ব্যাঙ্ক অব ইন্ডিয়ার দুই প্রাক্তন কর্তাকে গ্রেপ্তার করল সিবিআই। বরোদার ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার সংস্থাকে বাড়তি ঋণের ব্যবস্থা করে দেওয়ায় তাঁরা অভিযুক্ত। এক্ষেত্রে ২৬৫৪ কোটি টাকা প্রতারণার মামলা করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
  • প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করল উত্তরপ্রদেশ সরকার। মহারাষ্ট্র প্রথম রাজ্য হিসাবে এই পথ নিয়েছিল।