কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জুলাই ২০১৮

790
0

জাতীয়

  • মহিলাদের নিরাপত্তা রক্ষায় কাজ শুরু করল কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ‘দি উইনার্স’। এই বাহিনীর সদস্য সকলেই মহিলা। তাঁরা শহরে টহল দেবেন।
  • শ্রমজীবীদের ন্যূনতম মজুরি নির্ধারণ সংক্রান্ত ‘কোড অব ওয়েজেস’ বিল সংসদের বাদল অধিবেশনে লোকসভায় পেশ করা হবে বলে জানালো কেন্দ্র।
  • অন্ধ্রপ্রদেশে গোরদাউ স্টিল লিমিটেড কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল ৬ জন শ্রমিকের।

আন্তর্জাতিক

  • ফেসবুক অ্যাকাউন্ট কার অধিকারে থাকবে তা নিয়ে মামলা হল জার্মানিতে। ২০১২ সালে এক কিশোরীর মৃত্যুর পর তার ফেসবুক অ্যাকাউন্ট চালিয়ে যেতে চেয়েছিলেন তার বাবা-মা। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। তাঁদের ওই অ্যাকাউন্ট চালানোর অধিকার আছে বলে জানালো জার্মানির ওই আদালত।
  • ব্যাসেলসে ন্যাটোর সম্মেলনে অংশ নিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি শুরু করলেন ৩ দিনের ব্রিটেন সফর। এদিন ইংল্যান্ডের স্ট্যানাস্টেড বিমানবন্দরে অবতরণ করল ট্রাম্পের বিমান। তিনি ৩ দিন ব্রিটেনে থাকবেন।
  • পাকিস্তানের উত্তর পশ্চিমে জালালাবাদে পাথর কেটে তৈরি বুদ্ধ মূর্তিকে পূর্বতন অবস্থায় ফিরিয়ে দিলেন ইতালীয় বিশেষজ্ঞরা। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে তালিবান জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়ে মূর্তির ক্ষতি করেছিল।
  • লন্ডনে বসে সাংবাদিক সম্মেলন করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল। তিনি হাউস অব লর্ডসের সদস্য। তাঁকে এদিন দিল্লি বিমানবন্দর থেকেই ফেরত পাঠনো হল।

খেলা

  • ফিনল্যান্ডে আয়োজিত অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব ২০ বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের হিমা দাস। অসমের অষ্টাদশী হিমা ৫১.৪৬ সেকেন্ডে ৪০০ মিটার দৌড় শেষ করলেন যা এই প্রতিযোগিতায় একটি রেকর্ড।
  • উইম্বলডন মেয়েদের সিঙ্গলসে ফাইনালে উঠলেন সেরেনা উইলিয়ামস এবং অ্যাঞ্জেলিক কের্বের। সেরেনার এটি ৩০ তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল ম্যাচ।
  • টেন্টাব্রিজে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত ৮ উইকেটে হারাল ইংল্যান্ডকে। এটি সিরিজের প্রথম একদিনের ম্যাচ। শতরান (অপরাজিত ১৩৭) করলেন রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে এটি তাঁর ১৮ তম শতরান। এদিন ২৫ রান দিয়ে ৬ উইকেটে নিলেন কুলদীপ যাদব।
  • থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে ভারতের পিভি সিন্ধু। ছেলেদের সিঙ্গলস থেকে বিদায় নিলেন এইচ এস প্রণয় এবং পারুপল্লি কাশ্যপ।

বিবিধ

  • গত মে মাসে দেশে শিল্পবৃদ্ধির হার ছিল ৩.২ শতাংশ যা গত ৭ মাসে সবথেকে কম। গত জুন মাসে খুচরো মূল্যবৃদ্ধি ছিল ৫ শতাংশ যা গত ৫ মাসে সবথেকে বেশি। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এদিন এই তথ্য প্রকাশ করল।