কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জুলাই ২০১৮

1171
0

জাতীয়

  • বিচারপতি অনিরুদ্ধ বসুকে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সুপ্রিম কোর্টে বিচারপতি পদে কে এম যোসেফের নাম পুনরায় সুপারিশ করা হল। অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের প্রস্তাব করা হল।
  • টিডিপি-র আনা অনাস্থা প্রস্তাবের জেরে লোকসভায় আস্থা ভোট নিতে হল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে। স্বাধীন ভারতে এই নিয়ে ২৭ বার অনাস্থা প্রস্তাব পেশ হল সংসদে। ১৫ বছর পর ফের অনাস্থা ভোট নেওয়া হল। এদিন ৩২৫-১২৬ ভোটে জয়ী হল সরকার পক্ষ।

 আন্তর্জাতিক

  • সংযুক্ত আরব আমিরশাহি সফরে গেলেন চিনের রাষ্ট্রপতি জি চিনফিং। গত ৩০ বছরে এই প্রথম চিনের কোনো রাষ্ট্রপ্রধান এই দেশে পা রাখলেন। তেল কেনা, প্রযুক্তি, পরিকাঠামো, বিদ্যুতের মতো বিষয় নিয়ে দুদেশে চুক্তির সম্ভাবনা রয়েছে এই সফরে।
  • ‘চিন দীর্ঘদিন ধরে আমাদের লুঠ করছে।’ এদিন এক সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ৫০ হাজার কোটি ডলারের চিনা পণ্যে শুল্ক বসানোর হুমকি দিলেন তিনি।
  • দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক গুন হে-এর কারাদণ্ডের মেয়াদ ২৪ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করল সোল-এর আদালত। আর্থিক দুর্নীতিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

খেলা

  • কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দল ২১ রানে জয়ী হল।
  • বুলাওয়েতে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্বিশতরান (অপরাজিত ২১০) করলেন ফাখর জামান। এই প্রথম কোনো পাক ক্রিকেটার একদিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন। বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসাবে এই নজির স্থাপন করলেন তিনি। এই ম্যাচে পাকিস্তান ৩৯৯ রান তোলে, যা একদিনের ক্রিকেটে তাদের সর্বোচ্চ রান। এদিন তারা ২৪৪ রানে জয়ী হল। ওপেনিং জুটিতে ফাখর এবং ইমাম উল হক ৩০৪ রান করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন। ভাঙলেন শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য ও উপুল থরঙ্গা জুটির ২৮৬ রানের রেকর্ড।

বিবিধ

  • ৩.৭ কোটি ডলারের অবিক্রীত পোশাক ও প্রসাধন সামগ্রী পুড়িয়ে ফেলল ব্রিটিশ সংস্থা বারবেরি। ওই পণ্য যাতে চুরি না হয়, নকল না হয় বা কম দামে বিক্রি করা না হয় তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হল।
  • ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার সঞ্চয় ৭৩.৪৫ কোটি ডলার কমে হল ৪০৫০৭.৫ কোটি ডলার। এই তথ্য জানাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।