কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুলাই ২০১৮

603
0

জাতীয়

  • অবশেষে প্রত্যাহৃত হল কলকাতা মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ুয়াদের অনশন আন্দোলন। হস্টেলের দাবি, পুরনো হস্টেলের সংস্কার সহ ৪টি দাবিতে গত ৯ জুলাই থেকে তাঁরা অনশন শুরু করেন। এদিন কলেজ কর্তৃপক্ষ লিখিতভাবে দাবি মেনে নেওয়ায় অনশন প্রত্যাহার হল।
  • দেশের নানা স্থানে গণপিটুনির প্রবণতা রুখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গড়ল কেন্দ্র। কমিটির মাথায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌড়া। এই কমিটি ৪ সপ্তাহের মধ্যে সুপারিশ পেশ করবে। এই সুপারিশগুলি পর্যালোচনার জন্য ৬ জনের মন্ত্রিগোষ্ঠীও তৈরি করা হল। তার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
  • নাবালিকার সঙ্গে যৌন লাঞ্ছনার শাস্তি মৃত্যুদণ্ড বা আমৃত্যু কারাবাস, এই মর্মে বিল পেশ হল লোকসভায়।

আন্তর্জাতিক

  • ঘুষ কাণ্ডে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাংসদ তথা জাস্টিস পার্টির নেতা রো হোই চ্যান আত্মঘাতী হয়েছেন। ব্লুকিং নামে এক রাজনৈতিক ব্লগারের থেকে ৪৪৩০০ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
  • টরেন্টোয় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ২ পথচারীর। আততায়ী পরে আত্মঘাতী হয়েছে বলে জানানো হল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো মেট্রোপলিটান কারেকশনাল সেন্টারে দুজন কারাবন্দি ডেভিড কোলম্যান হ্যাডলিকে হত্যার চেষ্টা করে। এতে ২৬/১১ হামলার মূল চক্রী হ্যাডলি গুরুতর জখম হয়েছে। ২৬/১১ মামলায় মুম্বই আদালত ভিডিও কনফারেন্সে হ্যাডলির জেরা শুনেছিল।

খেলা

  • কলম্বো টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কা জয়ী হল ১৯৯ রানে। এর আগে তারা ২৭৮ রানে গল টেস্টেও জয় পেয়েছিল। ২ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল শ্রীলঙ্কা। ম্যান অব দ্য সিরিজ হলেন শ্রীলঙ্কার দিমুখ করুণারত্নে। শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ এদিন জানালেন, ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলেই তিনি অবসর নেবেন।
  • ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৮ রানে জয় পেল বাংলাদেশ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৯ বছর পর তারা জয়ের স্বাদ পেল। এই সফরে তারা টেস্ট সিরিজ হেরেছে।
  • টেনিসের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন রাফায়েল নাদাল। দ্বিতীয় স্থান পেলেন রজার ফেডেরার। দীর্ঘদিন পর এটিপি র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে ফিরলেন নোভাক জোকোভিচ।

বিবিধ

  • দাউদ ইব্রাহিমের বাড়ি নিলামে তুলছে কেন্দ্র। মধ্য মুম্বাইয়ে ‘মাসুল্লা’ নামে বাড়িটি ৯ আগস্ট বিক্রির জন্য নিলামে তোলা হবে বলে জানানো হল। ন্যূনতম দর রাখা হল ৭৯ লক্ষ টাকা। আদলতের নির্দেশে সম্প্রতি ওই কুখ্যাত অপরাধীর তিনটি সম্পত্তি কেন্দ্রে হাতে এসেছে।
  • শেয়ারসূচক সেনসেক্স বেড়ে হল ৩৬৭১৮.৬০ অঙ্ক যা নতুন একটি নজির।
  • বিনিয়োগ দেখে নয়, ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প চিহ্নিত হোক ব্যবসার অঙ্ক দেখে। এদিন এই মর্মে লোকসভায় সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।