কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জুলাই ২০১৮

458
0

জাতীয়

  • দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের প্ল্যানিং ফোরামে আগামী ১ আগস্ট ‘ভারত ভাবনা’ বিষয়ে বক্তব্য পেশের কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ মুহূর্তে এই স্মারক বক্তৃতা বাতিল করল কলেজ কর্তৃপক্ষ।
  • মহারাষ্ট্রের রায়গড়ে একটি বাস খাদে গড়িয়ে পড়ে মৃত্যু হল ৩৩ জনের। কোঙ্কনের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একদল মানুষ মহাবালেশ্বরে বনভোজনে যাচ্ছিলেন ওই বাসে চেপে। ৩৪ যাত্রীর মধ্যে প্রাণে বেঁচেছেন মাত্র একজন, তাঁর নাম রাজারাম সাবন্ত দেশাই।

আন্তর্জাতিক

  • ভেনেজুয়েলার মুদ্রা বলিভারের শেষ ৫টি শূন্য বাদ দেওয়ার কথা জানালেন দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। এর আগে একবার তিনটি শূন্য বাদ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, মুদ্রাস্ফীতি রুখতে জেরবার হচ্ছে এই দেশ। জুন মাসে মূল্যবৃদ্ধি হয়েছে ৪৬ হাজার শতাংশ। আইএমএফ-এর হুঁশিয়ারি, এবছর মূল্যবৃদ্ধির হার ১০ লক্ষ শতাংশ হতে পারে।
  • ২০১৩ সাল থেকে এযাবৎ সিরিয়ার গৃহযুদ্ধে ৭০০০ শিশু হতাহত হয়েছে বলে জানাল রাষ্ট্রসঙ্ঘের পর্যবেক্ষক দল। শুধু চলতি বছরেই ১২০০-র বেশি শিশু হিংসার শিকার বলে জানানো হল।
  • পাকিস্তানের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচন অবাধ ও স্বচ্ছ ছিল না বলে উদ্বেগ প্রকাশ করল মার্কিন বিদেশ দপ্তর।

খেলা

  • ভারতের তাঞ্জাভোরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রাক্তন ফুটবলার কালিয়া কুলুথুঙ্গনের (৪১)। ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত কলকাতার তিন প্রধান দলে খেলেছিলেন তিনি। ২০০৩ সালের ২৬ জুলাই ইস্টবেঙ্গলের আসিয়ান কাপ জয়ী দলের সদস্য ছিলেন কুলুথুঙ্গন। তিনি দুবার জাতীয় লিগ, আইএফএ শিল্ড, কলকাতা লিগ ও একবার ফেডারেশন কাপে বিজয়ী দল  ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন।

বিবিধ

  • সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য চেক প্রজাতন্ত্রের অস্ট্রাভায় আইএএফ কন্টিনেন্টাল কাপে নীরজ চোপড়া, হিমা দাস সহ ভারতের ৭ জন অ্যাথলিট সুযোগ পেলেন।
  • ২০১৭-১৮ অর্থবর্ষে ভারতে সোনা আমদানি তার আগের বছরের তুলনায় ২২.৩১ শতাংশ বেড়ে হয়েছে ৩৩৬৫ কোটি ডলারের। মূলত এই কারণেই ওই বছরে দেশের বাণিজ্য ঘাটতি ৪৫ শতাংশ বেড়ে ১২০০০ কোটি ডলার হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক এই তথ্য জানাল।
  • ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গের বিরুদ্ধে মার্কিন মুলুকে মামলা করলেন সংস্থার শেয়ার হোল্ডার জেমস কাকুরিস। মার্কিন শেয়ারবাজার থেকে সম্প্রতি ফেসবুকে বিনিয়োগকারীদের ১২ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে সংস্থার শেয়ারে ধস নামায়। সংস্থার আর্থিক অবস্থা সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগে মামলা করা হল।