কারেন্ট অ্যাফেয়ার্স ২ আগস্ট ২০১৮

770
0

  • জাতীয়
  • বিহারের মজফ্ফরপুরের হোমে নাবালিকাদের ওপর নৃশংস অত্যাচারের ঘটনায় স্বঃতপ্রণোদিত হয়ে মামলা করল সুপ্রিম কোর্ট।
  • রাজ্যসভার প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করলেন জেডিইউ সাংসদ কহকাশন পরভিন। তিনি প্রথমবারের সাংসদ। এটি একটি বিরল ঘটনা। সাধারণত দশ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন সাংসদদের কেউ-কেউ এই দায়িত্ব পান।
  • নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভারতের সুপারসনিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ সফল হল। ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে পরীক্ষাটি চালানো হয়েছিল।

আন্তর্জাতিক

  • আফগানিস্তানে আন্তর্জাতিক কেটারিং পরিষেবা সংস্থা ‘সোডেক্সো’-র তিন জন বিদেশি কর্মীকে অপহরণ করে হত্যা করল জঙ্গিরা। তাঁদের মধ্যে একজন ভারতের একজন মালয়েশিয়ার ও একজন মেসিডোনিয়ার নাগরিক। পূর্ব কাবুলের পুল এ চরখি এলাকায় এই ঘটনা ঘটেছে।
  • বাংলাদেশে ছাত্রদের পথে নেমে যান নিয়ন্ত্রণ পঞ্চম দিনে পা রাখল। সরকার অবশ্য ছাত্রদের ৯ দফা দাবি মেনে নিল।
  • গণিতের সর্বোচ্চ পুরস্কার ‘ফিল্ডস মেডেল’ পেলেন অক্ষয় ভেঙ্কটেশ। তিনি প্রিন্সটনের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক। ভারতীয় বংশোদ্ভূত অক্ষয় অস্ট্রেলিয়ার নাগরিক। মাত্র ২ বছর বয়সেই তিনি বাবা-মার সঙ্গে নয়াদিল্লি ছেড়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন। তাঁর গবেষণার বিষয় সংখ্যা।

খেলা

  • মহিলা হকির বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ভারত। এদিন লন্ডনে আয়ারল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল। তারপর পেনাল্টি শুট-অফে ভারত ১-৩ গোলে পরাস্ত হল। গ্রুপ লিগেও ভারতকে হারিয়েছিল আইরিশরা।
  • চিনের নানজিং-এ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পি ভি সিন্ধু, সাইনা নেহাওয়াল, অশ্বিনী পোনাপ্পা, সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি। তবে প্রি কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন কিদম্বি শ্রীকান্ত।
  • এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৮৭ রানে। রবিচন্দ্রন অশ্বিন পেলেন ৪ উইকেট। ভারত প্রথম ইনিংসে করল ২৭৪ রান। শতরান (১৪৯) করলেন ভারতের বিরাট কোহলি। এটি তাঁর ২২তম টেস্ট শতরান। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৯ রান করল।

বিবিধ

  • বিশ্বের প্রথম সংস্থা হিসাবে এক লক্ষ কোটি ডলার সম্পদশালী হওয়ার কৃতিত্ব অর্জন করল অ্যাপেল। এদিন নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ারের দাম ২০৭.০৫ অঙ্ক ছুঁতেই তারা এই নজির গড়ে ফেলল।
  • বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নামল। ভারতেও সেনসেক্স ৩৫৬.৪৬ পয়েন্ট ও নিফটি ১০১.৫০ পয়েন্ট কমে গেল।
  • ২০১৭-১৮ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট অভ্যন্তরীণ উৎপাদন (এসডিপি) ৯.১৫ শতাংশ ছিল বলে দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।