কারেন্ট অ্যাফেয়ার্স ৬ সেপ্টেম্বর ২০২৩

352
0
6th September Current Affairs

আন্তর্জাতিক
  • ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হলো আসিয়ান শীর্ষ সম্মেলন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির এই মঞ্চে এবার আমন্ত্রণ জানানো হয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস এই শীর্ষ সম্মেলনে যোগদান করেছেন। চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এই বৈঠকে যোগ দেননি। পরিবর্তে সে দেশের নেতৃত্ব দিলেন চিনের প্রধানমন্ত্রী লি  ছিয়াং।
  • ইউক্রেনের ডোনেটস অঞ্চলে একটি ব্যস্ত নাগরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এর ফলে  শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ২৮ জন। এই ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ-নীতিভঙ্গের অভিযোগ এনেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভালোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেন সফরে কিয়েভ গিয়ে পৌঁছলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন।
  • ইসলাম ধর্ম বিরোধী প্রচার ও ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত চারজনকে মৃত্যুদণ্ড দিলো পাকিস্তানের একটি আদালত। ধর্মদ্রোহ আইনে তাদের এই সাজা দেওয়া হয়েছে।
  • সন্তানকে পালস পোলিওর টিকা না দিলে বাবা-মাকে শাস্তি দেওয়া হবে, এই সিদ্ধান্ত নিল পাকিস্তানের সিন্ধু প্রদেশ। প্রসঙ্গত বিশ্বে পালস পোলিও নির্মূল হয়ে গেলেও হাতেগোনা কয়েকটি দেশে তার এখনো অস্তিত্ব রয়েছে। কিন্তু পাকিস্তানে সন্ত্রাসবাদীরা বারবার পালস পোলিওর টিকাকরণ অভিযানে হামলা চালিয়ে এসেছে।
জাতীয়
  • সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর। এই বিশেষ অধিবেশন সংসদের নতুন ভবনে হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ২৮ মে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • এডিটরস গিল্ড অব ইন্ডিয়ার চারজন সাংবাদিককে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে মণিপুর সরকারের প্রতি নোটিশ জারি করল সর্বোচ্চ আদালত। মনিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া একটি তদন্তকারী দল পাঠিয়েছিল মণিপুরে। সেখানে চারজন সাংবাদিক ছিলেন। ২ সেপ্টেম্বর তাদের রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে মণিপুর সরকার কার্যত মেইতেইদের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় মণিপুর সরকার। শুধু তাই নয় মণিপুর পুলিশ ওই চার সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করে। মণিপুরে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এরপরে তারা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন।
খেলা
  • এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের রান ৩৯ ওভারেই তুলে নেয় পাকিস্তান।
  • ফুটবলের প্রাক্তন প্রশাসক অজয় শ্রীমানী (৯০) প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন তিনি ছিলেন ইস্টবেঙ্গলের ফুটবল সচিব।
বিবিধ
  • দেশে এবার চিনির দাম ঊর্ধ্বমুখী। এদিন এক মেট্রিক টন চিনির দর ছিল পাইকারি বাজারে ৩৭ হাজার ৭৬০ টাকা। গত ৬ বছরে এই দাম সর্বোচ্চ , ২০১৭ সালের অক্টোবর মাসের পর চিনির দাম এতটা বাড়েনি। গত ১৫ দিনে চিনির দাম বেড়েছে তিন শতাংশ।
  • চন্দ্রপৃষ্ঠে প্রজ্ঞানের উপস্থিতি এবার ধরা পড়লো নাসার ক্যামেরায়। চাঁদের কক্ষপথে নাসা প্রেরিত আরবিটার থেকে তোলা সেই ছবি প্রকাশ করেছে নাসা।