কারেন্ট অ্যাফেয়ার্স ৭ সেপ্টেম্বর ২০২৩

schedule
2023-09-08 | 07:51h
update
2023-09-08 | 07:51h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • এবার চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান পাঠালো জাপান। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাকসা) এর মহাকাশযান তানেগাসিমা স্পেস সেন্টার থেকে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হয়েছে। এইচ ২ এ রকেট ওই উপগ্রহ এবং ল্যান্ডার নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে। এই অভিযানে চাঁদের চারিদিকে ঘোরার জন্য একটি অরবিটটার এবং চাঁদের মাটিতে অবতরণের জন্য স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) রয়েছে। আগামী বছরের শুরুর দিকে এই ল্যান্ডারটির চাঁদে অবতরণের কথা। প্রসঙ্গত, এর আগেও চন্দ্রাভিযান করেছিল জাপান। কিন্তু তা সফল হয়নি।
  • বাংলাদেশে ডেঙ্গুকে ‘বিশ্বের ইতিহাসের ভয়াবহতম ডেঙ্গু সংক্রমণ’ বলে অভিহিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। প্রসঙ্গত, বাংলাদেশে ডেঙ্গু রোগে গত চার মাসে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৩৫ হাজারের বেশি মানুষ। প্রাণ গিয়েছে ৬৫০ জনের বেশি মানুষের। শুধু আগস্ট মাসেই তিন শতাধিক ব্যক্তির প্রাণ নিয়েছে ডেঙ্গু। এডিস মশা বাহিত এই রোগ এই মরসুমে আরো ভয়াবহ হয়ে উঠেছে ঢাকায়। এক্ষেত্রে জলবায়ু সংকটের কারণ আছে বলেই মনে করছে হু।
জাতীয়
  • ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনের আসরে বক্তব্য পেশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দক্ষিণ চিন সাগরে আচরণ বিধি প্রয়োগ নিয়ে সরব হলেন। সমস্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতাকে আরো শক্তিশালী করার জন্য এই মঞ্চকে সক্রিয় হতে বললেন তিনি। এই বৈঠকের পরে এই একই মঞ্চে শুরু হল পূর্ব এশিয়া সম্মেলন। সেখানে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন চিন, জাপান, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা।
  • পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবস কবে পালন করা হবে তা নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির সুপারিশ এদিন পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে ১৬৭-৬২ ভোটে অনুমোদিত হল। এখানে প্রস্তাব নেওয়া হল যে, ‘বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন পয়লা বৈশাখকেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপন করা হবে।’ একই সঙ্গে রাজ্য সংগীত হিসাবে বেছে নেওয়া হলো একটি আলাদা গানকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সংগীত হিসাবে স্বীকৃতি দেওয়া হবে বলে প্রস্তাব নিল রাজ্য বিধানসভা। এর আগে গত ২০ জুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস পালন করেছিলেন।
  • পশ্চিমবঙ্গে বিধায়ক, মন্ত্রীদের বেতন মাসে ৪০ হাজার টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে বিধায়কদের বেতন বেড়ে হল প্রতিমাসে এক লক্ষ বাইশ হাজার টাকা। মন্ত্রীদের ক্ষেত্রে তা হলো এক লক্ষ বাহান্ন হাজার টাকা।
Advertisement

খেলা
  • থাইল্যান্ডে আয়োজিত ৪৯তম কিংস কাপ প্রতিযোগিতায় ইরাকের কাছে টাইব্রেকারে হেরে গেল ভারত। গোটা ম্যাচ আধিপত্য নিয়ে খেলেছিল ভারত। দুবার এগিয়েও গিয়েছিল। নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকে ২-২ ফলে। এখানে ভারতের বিরুদ্ধে অন্যায্যভাবে একটি পেনাল্টি দেওয়া হয় বলে ভারত অভিযোগ করেছে। এরপর ইরাক টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয়। প্রসঙ্গত ফিফা ক্রমতালিকায় ইরাকের ক্রম ৭০ এবং ভারতের ৯৯।
  • কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে এ মরশুমের প্রথম হ্যাটট্রিক করলেন ইস্টবেঙ্গলের জেসিন টি কে। এর ফলে ইস্টবেঙ্গল ৪-০ ব্যবধানে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে সুপার সিক্স-এ চলে গেল।
বিবিধ
  • টানা চার দিন আন্তর্জাতিক বাজারের তুলনায় টাকার দাম কমলো। এদিন প্রতি মার্কিন ডলারের পরিপ্রেক্ষিতে টাকার দাম হয়েছে ৮৩ টাকা ২২ পয়সা প্রতি ডলার। টাকার দামে এতটা পতন আগে কখনো হয়নি।
  • দিল্লির প্রগতি ময়দান এলাকায় জারি করা হলো ১৪৪ ধারা। এখানকার ভারত মণ্ডপম-এ বসছে জি ২০ শীর্ষ সম্মেলন। এখানেই যোগ দেবেন ৪৩ জন রাষ্ট্রপ্রধান। এই কারণেই এই এলাকায় কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.05.2024 - 07:20:42
Privacy-Data & cookie usage: