কারেন্ট অ্যাফেয়ার্স ৮ আগস্ট ২০২৩

435
0
18th August Current Affairs

আন্তর্জাতিক
  • ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দক্ষিণ পর্তুগালে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হল প্রায় দেড় হাজার নাগরিককে। ৮৫০ জন দমকল কর্মী দিনরাত এক করে দাবানল ঠেকানোর চেষ্টা করছেন। এর আগে গ্রিসেও দাবানল দেখা গিয়েছিল। এখন ইউরোপ জুড়ে চলছে তাপপ্রবাহ।
  • লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামের সামনে ছুরি নিয়ে হামলা চালালো এক ব্যক্তি। এরপর সাময়িকভাবে মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়। ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কোন সন্ত্রাসবাদী সংগঠনের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
  • সামনের ১১ আগস্ট চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে রাশিয়া। এর নাম লুনা ২৫। এই যানের মধ্যে রয়েছে ল্যান্ডার। সুয়াজ ২.১ রকেট উৎক্ষেপণ করবে এই মহাকাশযান। প্রসঙ্গত প্রায় ৫০ বছর পর চন্দ্র অভিযান চালাচ্ছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তোষাখানা আর্থিক দুর্নীতি মামলায় আপাতত কারাবন্দি। ইমরানকে রাখা হয়েছে পাঞ্জাব প্রদেশের অ্যাটক কারাগারে। তিনি সি ক্যাটাগরির বন্দির তকমা পেয়েছেন। তেহরি ই ইনসাফ পাকিস্তান দলের প্রতিষ্ঠাতা ইমরান খান দাবি করেছেন, তাঁকে অত্যন্ত নিম্নমানের ব্যবস্থায় রাখা হচ্ছে। নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে রায়কে পক্ষপাত দুষ্ট ও প্রহসন বলেও মন্তব্য করেছেন তিনি।
জাতীয়
  • স্বাভাবিক অবস্থায় ফিরে আসার মরিয়া চেষ্টা করছে মণিপুর। এবার সেখানকার বিষ্ণুপুর অঞ্চলের চেকপয়েন্ট থেকে অসম রাইফেলসের বাহিনী প্রত্যাহার করে নেওয়া হল। ১০ আগস্ট থেকে সেখানে নবম ও দশম শ্রেণীর পঠন পাঠন শুরু হবে বলে জানালো মনিপুরের রাজ্য সরকার। অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস আগেই শুরু হয়েছিল মণিপুরের স্কুলগুলিতে। এখন উপদ্রুত এলাকা গুলিতে কারফিউ ক্রমশ শিথিল করা হচ্ছে।
  • মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করে গত ২৩ মার্চ সুরাটের একটি আদালতে মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। একটি নির্বাচনী সভায় তিনি ওই বক্তব্য রেখেছিলেন। তাঁকে দু’বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। এবং তারপরেই রাহুল গান্ধির লোকসভার সদস্য পদ খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টে সুরাট আদালতের ওই রায়ে স্থগিতাদেশ জারি করা হয়েছে। ফলে কেরালার ওয়েনার কেন্দ্রের সাংসদ রাহুল ফিরে পেয়েছেন তাঁর সাংসদ পদ। এদিন দিল্লির তুঘলক রোডে রাহুলের সরকারি বাংলো পুনরায় তাঁকে ফিরিয়ে দেওয়া হল।
  • বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের আগে কট্টরপন্থীদের অতি সক্রিয়তার পরিস্থিতি জানাতে ভারত সফরে এসেছেন বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের ৫ সদস্যের প্রতিনিধিদল। সেখানে আসন্ন সাধারণ নির্বাচনে বিএনপি এবং জামাত জোটের ফল কি হতে পারে তাও সবিস্তারে ব্যাখ্যা করেছেন এই রাজনৈতিক সফরের সদস্যরা। এই সফরের মধ্যেই ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের কৃষিমন্ত্রী তথা প্রতিনিধি দলের সদস্য আব্দুল রজ্জাক। তিনি বৈঠক করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও ।
খেলা
  • পশ্চিম আফ্রিকার প্রথম দল হিসাবে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে উঠেছিল মরক্কো। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনালে তারা ০-৪ গোলে হেরে গেল ফ্রান্সের কাছে। অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে জামাইকাকে ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়া।
  • গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৭ উইকেটে জয়ী হল ভারত। এর আগে সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরে গিয়েছিল তারা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই সিরিজ খেলছে ভারত।
  • ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন মনোজ তেওয়ারি। এদিন সিএবি- এর তরফে জানানো হলো যে তিনি ওই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। প্রসঙ্গত বাংলার হয়ে দীর্ঘ দুই দশক ধরে খেলে আসছেন মনোজ।
বিবিধ
  • সদ্য সমাপ্ত জুলাই মাস ছিল দ্বিতীয় উষ্ণতম মাস। পূর্ব ভারতে ১৯০১ সাল থেকে এ পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে গড় তাপমাত্রার দিক থেকে এই জুলাই মাস ছিল দ্বিতীয় উষ্ণতম। পূর্ব ভারতে জুলাই মাসের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩.২৩, ২৫.৫৩ ও ২৯.৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে পূর্ব ভারতের গড় সর্বনিম্ন তাপমাত্রা ১২২ বছরের মধ্যে সবথেকে বেশি ছিল। দেশের আবহাওয়া দপ্তর এই তথ্য জানিয়েছে। ইউরোপের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এ বছরের জুলাই মাস এযাবত কালের মধ্যে উষ্ণতম। ২০১৯ সালে জুলাই মাসের গড় তাপমাত্রা ছিল ১৬.৬২ ডিগ্রি সেলসিয়াস এবার তা ০.৩৩ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জুলাই মাসে পৃথিবীতে সমুদ্রের জলের তাপমাত্রা গড়ে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তাদের হিসাব অনুযায়ী গোটা পৃথিবীতে সমুদ্র জলের এই তাপমাত্রা ১ লক্ষ ২০ হাজার বছরের মধ্যে ছিল সবথেকে বেশি।