কারেন্ট অ্যাফেয়ার্স ৮ সেপ্টেম্বর ২০২৩

schedule
2023-09-09 | 09:28h
update
2023-09-09 | 09:28h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ২০২১ সালে বিশ্বের বেশ কয়েকটি সংবাদমাধ্যম যৌথ তদন্তে দাবি করেছিল, ইজরাইলের এন এস ও সংস্থার তৈরি পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করছে বিভিন্ন দেশের সরকার। এই সফটওয়্যার মূলত ব্যবহার করা হচ্ছে রাজনীতিতে বিরোধী দলের এমনকি সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবীদের ওপরে গোপন নজর দারির জন্য। ভারত ছাড়াও গ্রিস, পোল্যান্ড, হাঙ্গেরি, স্পেনের সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গোপনে পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে বিরোধীদের ওপর নজরদারি চালানোর। বিষয়টি নিয়ে শোরগোল হওয়ায় পোল্যান্ডের আইনসভার উচ্চকক্ষ সেনেট একটি তদন্ত কমিশন গঠন করেছিল। সেই কমিশনের রিপোর্ট প্রকাশিত হলো ৭ সেপ্টেম্বর। সেখানে বলা হয়েছে, এই পেগাসাস ব্যবহার করার জন্য পোল্যান্ডের ২০১৯ সালের সাধারণ নির্বাচনকে আর স্বচ্ছ বা নিরপেক্ষ বলা যায় না। কমিশনের চেয়ারম্যান  মার্সিন বোসাকির অভিমত, এই দানবীয় অস্ত্র নাগরিকদের সুরক্ষায় নয়, সরকার বিরোধীদের জন্য ব্যবহার করা হয়েছিল।
  • টাইফুন ‘হাইকুই’ এর জেরে হংকংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। এদিন হংকং জুড়ে প্রশাসন জারি করেছিল ‘ব্ল্যাক ওয়ার্নিং’ যা কিনা বৃষ্টির ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা। বাস্তবে দেখা গেল এই একদিনের বৃষ্টি হংকংয়ের ১৪০ বছরের রেকর্ড ভেঙে দিল। ৪৬৯ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। গোটা শহর জলমগ্ন। দুজনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ ১২০ জন। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, মেট্রো, শপিং কমপ্লেক্স সবই বন্ধ।
Advertisement

জাতীয়
  • ২০২৩ সালে জি ২০ গোষ্ঠীর শীর্ষ সম্মেলন বসেছিল ইন্দোনেশিয়ার বালিতে। ২০২৩ সালে ভারতের সভাপতিত্বে দেশের ৬০টি শহরে ২০০ টিরও বেশি সম্মেলন আয়োজিত হয়েছে। এবার নয়া দিল্লিতে এই গোষ্ঠীর শিখর সম্মেলন ঘিরে প্রস্তুতি তুঙ্গে। কুড়িটি সদস্য দেশ, ৯টি আমন্ত্রিত দেশের রাষ্ট্রপ্রধান এবং ১৪ টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন নয়া দিল্লিতে। একমাত্র রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যঞ্চেজ এই বৈঠকে নিজেরা উপস্থিত না থাকায় এঁদের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। নয়াদিল্লি পৌঁছে গেলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিয়ো  গুতেরেসসহ অতিথিবৃন্দ। দিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। নিজের বাসভবনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাংলাদেশের বিদেশ মন্ত্রী মোমেন প্রমুখ। এই বৈঠক থেকেই দু’দেশের মধ্যে তিনটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। রূপে কার্ড সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
  • অসমের যে আটটি জেলায় এখনো আফস্পা জারি রয়েছে তা পুরোপুরি প্রত্যাহার করার সুপারিশ করল অসম মন্ত্রিসভা। তারা কেন্দ্রীয় সরকারের কাছে এই সুপারিশ জানিয়েছে। ১৯৯০ সাল থেকে গোটা আসামে আফস্পা জারি ছিল। দফায় দফায় তা কমেছে। বর্তমানে আটটি জেলায় তা বহাল আছে।
খেলা
  • বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জনের ম্যাচে ঘরের মাঠে আর্জেন্টিনা এক শূন্য গোলে হারিয়ে দিল ইকুয়েডরকে। অসামান্য ফ্রি কিক থেকে একমাত্র গোলটি করেন আর্জেন্টিনা দলের তারকা ফুটবলার লিওনেল মেসি।
  • ইউরোর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে স্পেন ৭-১ গোলে হারিয়ে দিল জর্জিয়াকে হ্যাটট্রিক করলেন আলভারও মোরাতা।
  • ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত ৮-০ গোলে হারিয়ে দিল মলদ্বীপকে।
বিবিধ
  • ছত্রপতি শিবাজি ১৬৫৯ সালে বিজাপুর সুলতানের সেনাপতি আফজাল খানকে হত্যা করেছিলেন একটি বাঘ নখের সাহায্যে। শিবাজি ব্যবহৃত সেই অস্ত্র এতকাল ছিল লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে। সেই সংগ্রহশালা থেকে ব্রিটেন এবার ভারতে এই ঐতিহাসিক অস্ত্র ফিরিয়ে দেবে বলে জানিয়েছে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 23:48:44
Privacy-Data & cookie usage: