কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

717
0
Current Affairs 13 Feb 2019

আন্তর্জাতিক

  • মাদক মাফিয়া জোয়াকিন শুজম্যান ওরফে এল পাপোকে দোষী সাব্যস্ত করল নিউ ইয়র্কের একটি আদালত। গোটা দুনিয়ার একটি বড় অংশে মাদক পাচার, খুন, অস্ত্র ব্যবসার মতো ১০টি অভিযোগই প্রমাণিত হল তাঁর বিরুদ্ধে। ৬১ বছরের শুজম্যান শেষবার ধরা পড়েন ২০১৬ সালে। তার আগে বহুবার জেল ভেঙে পালিয়েছেন তিনি।
  • রাজকুমারী উবোলরত্নাকে প্রার্থী করার অপরাধে ‘থাই রক্ষা চার্ট পার্টি’ দলটিকেই তুলে দেওয়ার দাবিতে থাই নির্বাচন কমিশন আবেদন জানাল সে দেশের সাংবিধানিক আদালতের কাছে।
  • বাংলাদেশের পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের মহল্লায় তাণ্ডব চালাল কট্টরপন্থীরা।

জাতীয়

  • রাজস্থানে গুজ্জরদের রেল ও সড়ক অবরোধ ষষ্ঠ দিনে পড়ল। এরই মধ্যে রাজস্থানে সরকার চাকরি ও উচ্চশিক্ষায় গুজ্জরদের ৫ শতাংশ সংরক্ষণের লক্ষ্যে ‘রাজস্থান ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০১৯’ পেশ করা হল বিধানসভায়। সেই বিল পাশও হল।
  • তেলেঙ্গানা পুলিশের ডিজিএম মহেন্দর রেড্ডির কাছে সস্ত্রীক আত্মসমর্পণ করলেন অন্যতম শীর্ষ মাওবাদী নেতা সুধাকর।
  • রাফাল চুক্তি নিয়ে ক্যাগ রিপোর্ট পেশ হল সংসদে।

বিবিধ

  • এক শতাব্দী পর ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল, কেনিয়ার জঙ্গলে। তার ছবিও প্রকাশ করলেন সান ডিয়েগো পশুশালার বিশেষজ্ঞ নিক পোকফিল্ড। প্রসঙ্গত, এর আগে ১৯০৯ সালে ইথিওপিয়ায় শেষবার ব্ল্যাক প্যান্থার দেখা পাওয়া গিয়েছিল।

খেলা

  • সেন্ট লুসিয়া টেস্ট ২৩২ রানে জিতে নিল ইংল্যান্ড। ৩ ম্যাচর সিরিজে শেষ টেস্ট জিতলেও সিরিজে ১-২ ব্যবধানে তারা হার মানল ওয়েস্ট ইন্ডিজের কাছে। ৩ টেস্টে ১৮ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ হলেন ক্যারিবিয়ান বোলার কেমার রোচ।
  • নির্বাচক অমিত ভাণ্ডারীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অনুজ ধেদাকে আজীবন নির্বাসন দণ্ড দিল দিল্লি ক্রিকেট সংস্থা। অনূর্ধ্ব ২৩ দলের খেলোয়াড় অনুজ। সেখানে দিল্ল দলে তিনি সুযোগ না পাওয়ায় হামলা চালান বলে অভিযোগ।
  • নিউজিল্যান্ড একদিনের ম্যাচে ৮ উইকেটে হারাল বাংলাদেশকে।