কারেন্ট অ্যাফেয়ার্স ৯ সেপ্টেম্বর ২০২৩

345
0
9th September Current Affairs

আন্তর্জাতিক
  • মরক্কোয় এক ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৮। অল্প কিছু সময়ের মধ্যে একের পর এক অণুকম্প অনুভূত হয়। সেগুলির তীব্রতাও ছিল বেশি। উত্তর আফ্রিকার এই দেশটিতে গত এক শতাব্দীর মধ্যে এত ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়নি। এদিন গভীর রাতে এই ভূমিকম্প অনুভূত হয়। অন্তত ১৩০৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। আশঙ্কা, মৃতের সংখ্যা অনেক বাড়বে। এখনও বহু অঞ্চল বিচ্ছিন্ন হয়ে আছে, গুঁড়িয়ে গিয়েছে একের পর এক বহুতল। হাই অ্যাটলাস পার্বত্য এলাকায় ভূপৃষ্ঠ থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীর ছিল কম্পনের উৎস স্থল। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যারাকেস, আল হাউস, তারুদান্ত, উড়যাজেদ,আজিলাল ইত্যাদি এলাকা। ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত মদিনা শহরের বেশ কিছু প্রাচীন স্থাপত্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরেই তুরস্ক ও সিরিয়ায় ভয়ংকর ভূমিকম্পে প্রায় ষাট হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেখানে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেল অনুযায়ী ৭.৮।
  • মালির নাইজার নদীতে সন্ত্রাসবাদীদের হামলায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। এদিন নাইজার নদীতে থাকা কিম্বা টিম্বাকটু নামক একটি যাত্রীবাহী নৌকায় পরপর তিনটি রকেট ছোড়ে জঙ্গিরা। এরপরে মালির উত্তর গাও অঞ্চলের একটি সেনাঘাঁটিতেও তারা হামলা চালায়। এই দুটি ঘটনায় অন্তত ৬৪ জন প্রাণ হারিয়েছেন। আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর একটি শাখা এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছে। মালি প্রশাসন এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
জাতীয়
  • দিল্লিতে অনুষ্ঠিত জি করি গোষ্ঠীর শীর্ষ সম্মেলন মঞ্চ থেকে দিল্লি ঘোষণা পত্র প্রকাশ করা হলো। এই পর্বে জি ২০ গোষ্ঠীর সভাপতিত্ব করছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাপত্র প্রকাশ করলেন। এখানে বলা হয়েছে, জি ২০ গোষ্ঠীর স্থায়ী সদস্য পদ দেয়া হলো আফ্রিকান ইউনিয়নকে। এর ফলে এতদিন যেখানে কুড়িটি দেশ এই মঞ্চের প্রতিনিধি ছিল সেখানে যুক্ত হল ৫৫ টি দেশের আফ্রিকান ইউনিয়ন। এতদিন এই মঞ্চ বিশ্বের ৬৬ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করেছিল এখন তা হবে আশি শতাংশ। আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসমনির উপস্থিতিতেই সর্বসম্মতিক্রমে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী দিয়েছিল। ভারত, চিন, রাশিয়া এই আফ্রিকান ইউনিয়নকে জি ২০ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার পক্ষে থাকলেও অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো, সৌদি আরব ও তুরস্ক এর বিরুদ্ধে ছিল। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং সৌদি আরবসহ উপসাগরীয় ও আরব দেশগুলির মধ্যে রেল জলপথে নেটওয়ার্ক তৈরির প্রস্তাবও নেওয়া হয়েছে এই ঘোষণায়। ইউক্রেন যুদ্ধ সম্বন্ধে উদ্বেগ থাকলেও এই যুদ্ধের জন্য রাশিয়ার নাম রাখা হয়নি ঘোষণাপত্রে । ভারতের পর ২০২৪ ও ২০২৫ সালে জি ২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করবে যথাক্রমে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা। ২০২৬ সালে এই সভাপতিত্ব পালন করার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে চিন এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে।
  • অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেপ্তার করল পুলিশ। মুখ্যমন্ত্রী থাকাকালীন অন্ধপ্রদেশে স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তহবিল থেকে ৫৫০ কোটি টাকা নয় ছয় এর অভিযোগে গ্রেপ্তার করা হলো তাঁকে ।
খেলা
  • বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের খেলায় ব্রাজিল ৫১ গোলে হারিয়ে দিল বলিভিয়াকে। এই ম্যাচে জোড়া গোল করলেন নেইমার জুনিয়র। আর সেই সঙ্গে সঙ্গে নতুন একটি রেকর্ড করলেন তিনি। পেলের রেকর্ড ভেঙে এই মুহূর্তে তিনি ব্রাজিলের হয়ে পুরুষ দলের সর্বোচ্চ গোলদাতা। পেলে ব্রাজিলের হয়ে ৯২ টি ম্যাচে ৭৭ টি গোল করেছিলেন। সেখানে নেইমার ১২৫ ম্যাচে ৭৯টি গোল করলেন। তবে ব্রাজিলের হয়ে সব থেকে বেশি গোল করেছেন মহিলা ফুটবলার মার্তা। তিনি ১৭১ টি ম্যাচে করেছেন ১১৫ টি গোল।
  • এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা ২১ রানে হারিয়ে দিল বাংলাদেশকে। সুপার কাপে প্রথম দুই ম্যাচ হেরে চাপে পড়ে গেল বাংলাদেশ।
বিবিধ
  • দিল্লির ভারত মণ্ডপম-এ জি ২০ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের নৈশভোজে বিশেষ জোর দেওয়া হলো মিলেট থেকে তৈরি খাদ্যে। এই নিরামিষ খাদ্য তালিকায় পাত্রম, বনবরনম, মধুরিমা প্রভৃতি যে ধরনের খাদ্য রয়েছে। সবটাতেই জোর দেওয়া হয়েছে মিলেট জাতীয় খাদ্যে। প্রসঙ্গত ভারতের আবেদন মেনে ২০২৩ সালকে আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ।