মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, হাওড়ায়  অ্যাকাউন্ট্যান্ট, ডিটিপি অপারেটর

890
0
ICMR NIOH Recruitment 2024

একাধিক জেলায় রূপশ্রী প্রকল্পের জন্য চুক্তির ভিত্তিতে অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মুর্শিদাবাদ শূন্যপদ:  অ্যাকাউন্ট্যান্ট:  ৬ (অসংরক্ষিত ৩, এসসি ১, এসটি ১, ওবিসি: এ ১)। ডেটা এন্ট্রি অপারেটর ৩১ (অসংরক্ষিত ১৫, এসসি ৭, এসটি ২, ওবিসি: এ ৩, ওবিসি: বি ৩, পিএইচ ১)।

দার্জিলিং শূন্যপদ: অ্যাকাউন্ট্যান্ট ৪ (অসংরক্ষিত ১, এসসি ১, অসংরক্ষিত ইসি ১, এসটি ১), ডেটা এন্ট্রি অপারেটর ৮ (অসংরক্ষিত ৩, এসসি ১, অসংরক্ষিত ইসি ১, এসটি ১, ওবিসি-এ ১, এসসি ইসি ১)।

দক্ষিণ দিনাজপুর শূন্যপদ: অ্যাকাউন্ট্যান্ট ৩ (অসংরক্ষিত ১, অসংরক্ষিত ইসি ১, এসসি ১), ডেটা এন্ট্রি অপারেটর ১০ (অসংরক্ষিত ৩, অসংরক্ষিত ইসি ২, এসসি ১, এসসি ইসি ১, এসটি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)।

জলপাইগুড়ি শূন্যপদ: অ্যাকাউন্ট্যান্ট ৩ (অসংরক্ষিত ১, অসংরক্ষিত ইসি ১, এসসি ১), ডেটা এন্ট্রি অপারেটর ৯ (অসংরক্ষিত ৩, অসংরক্ষিত ইসি ১, এসসি ১, এসসি ইসি ১, এসটি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)।

হাওড়া জেলার শূন্যপদ – অ্যাকাউন্ট্যান্ট ৩ (অসংরক্ষিত ১, এসসি ১, অসংরক্ষিত ইসি ১), ডেটা এন্ট্রি অপারেটর – অসংরক্ষিত ৩, এসসি ২, এসটি ১, অসংরক্ষিত ইসি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, ওবিসি-এ ইসি ১, অসংরক্ষিত পিএইচ ডি ১, এসসি ইসি ১, এসসি ইসি এক্স-সার্ভিসম্যান ১

শিক্ষাগত যোগ্যতা:

অ্যাকাউন্ট্যান্ট: কমার্স নিয়ে অনার্স গ্র্যাজুয়েট, এমএস অফিস সহ কম্পিউটার নলেজ থাকতে হবে। স্প্রেড শীট, ট্যালি ও প্রেজেন্টেশন প্যাকেজ জানা থাকতে হবে। সরকারি ক্ষেত্রে বা এনজিওতে অনুরূপ কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ডেটা এন্ট্রি অপারেটর: যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট। এমএস অফিস সহ কম্পিউটার নলেজ থাকতে হবে। ৩০টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে। সরকারি ক্ষেত্রে বা এনজিওতে অন্তত ১ বছরের অনুরূপ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:  ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর।

বেতন: অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য ১৫ হাজার টাকা প্রতিমাসে। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ১১ হাজার প্রতি মাস।

আবেদন: আবেদন পত্রের সঙ্গে দিতে হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড / বয়সের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল প্রুফ, শিক্ষাগত যোগ্যতার নথি, জাতিগত শংসাপত্র (প্রয়োজনে), অভিজ্ঞতার সার্টিফিকেট— এসবের স্ব-প্রত্যয়িত জেরক্স, উপযুক্ত মূল্যের স্ট্যাম্প সাঁটানো দুটি নিজের ঠিকানা লেখা খাম, দুটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে।

দার্জিলিঙের আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ, ২০১৯।

মুর্শিদাবাদ জেলার আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ, ২০১৯।

দক্ষিণ দিনাজপুর জেলার আবেদনের শেষ তারিখ ২০ মার্চ্চ, ২০১৯।

জলপাইগুড়ি জেলার আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ, ২০১৯।

হাওড়া জেলার আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ, ২০১৯

আবেদনপত্র ড্রপবক্সে জমা বা পাঠানোর ঠিকানা:

মুর্শিদাবাদ: New Administrative Building, Berhampore, Murshidabad (Kanyashree Room)।

দার্জিলিং: District Magistrate, Darjeeling, Lebong Cart Road, (Kanyashree Cell)

দক্ষিণ দিনাজপুর: District Magistrate, District Project Management Unit, Rupashree Prakalpa, Dakshin Dinajpur, PO– Balurghat, Dist– Dakshin Dinajpur, PIN-733101

জলপাইগুড়ি: The Chairman, District Selection Committee, Rupashree Prakalpa, Jalpaiguri, Office of the District Magistrate, Kanyashree/ Rupashree Section, Jalpaiguri, PIN–735101

হাওড়া : অনলাইনে আবেদন গ্রহণ হবে। আবেদনের জন্য ওয়েবসাইট – http://howrahzilaparishad.in/

আবেদন পত্রের নমুনা ডাউনলোড লিঙ্ক:

মুর্শিদাবাদ: http://www.murshidabad.gov.in/NoticeBoard.aspx

দার্জিলিং: http://darjeeling.gov.in/recruitment/2019/88DPMUDJ280219.pdf

দক্ষিণ দিনাজপুর: http://www.ddinajpur.nic.in/Notice/2019/280219-ENOT-3.pdf

জলপাইগুড়ি: http://www.jalpaiguri.gov.in/pdf/rect-280219.pdf