আন্তর্জাতিক
- আন্তর্জাতিক নারী দিবসকে মর্যাদা জানিয়ে পাকিস্তান সংসদের অধিবেশনে প্রতিনিধিত্ব করলেন কৃষ্ণা কুমারী কোহলি (৪০)। তিনি পাকিস্তানের প্রথম নির্বাচিত হিন্দু মহিলা সেনেটর।
- রয়টার্সের সাংবাদিকদের বালাকোটে যাওয়ার পথে আটকে দিল পাক প্রশাসন। অন্যদিকে বালাকোটে বিমান হামলায় ১৯টি গাছের মৃত্যু হয়েছে দাবি করে অজ্ঞাতপরিচয় বৈমানিকদের বিরুদ্ধে এফআইআর করল পাকিস্তান।
জাতীয়
- অযোধ্যায় রাম জন্মভূমি–বাবরি মসজিদ মামলার নিষ্পত্তি করতে মধ্যস্থতার পথ বেছে নিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিল।মধ্যস্থতাকারী হিসাবে নাম ঘোষিত হল তিন জনের। তাঁরা হলেন প্রাক্তন বিচারপতি এফ এম কলিফুল্লা, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং প্রবীণ আইনজীবী শ্রীম পঞ্চু।৮ সপ্তাহের মধ্যে মধ্যস্থতার নিষ্পত্তি করতে বলা হল।
- রাজনৈতিক দলের বিজ্ঞাপন, স্লোগানের মাধ্যমে কোনো প্রকাশ্য স্থানের সোন্দর্যহানি করা যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল তামিলনাড়ু সরকারকে।
বিবিধ
- পিএনবি প্রতারণা কাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর আলিবাগের ১০০ কোটি টাকা মূল্যের বাংলোটি ডিনামইট দিয়ে ধ্বংস করে দেওয়া হল। ইডি এক সময় এই বাংলোটি বাজেয়াপ্ত করেছিল। অভিযোগ সমুদ্রতট বিধি ভেঙে এটি নির্মাণ করা হয়েছিল। মহারাষ্ট্রের কিহিম সমুদ্র সৈকতে বানানো হয়েছিল ৩০,০০০ ফুটের বাংলোটি।
খেলা
- রাঁচিতে একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩২ রানে ভারত হেরে গেল। ম্যান অব দ্য ম্যাচ হলেন অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা (১০৪)।এদিনও শতরান (৯৫ বলে ১২৩) করলেন বিরাট কোহলি। এটি একদিনের ক্রিকেটে তাঁর ৪১ তম শতরান। এদিন ধোনি, কোহলিরা পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে সেনা টুপি মাথায় দিয়ে ম্যাচ খেললেন। ভারতীয় দলের সদস্যরা এই ম্যাচের ফি জাতীয় প্রতিরক্ষা তহবিলে দান করলেন।
- সৈয়দ মুস্তাক আলি টি-২০ সুপার লিগে `এ’ গ্রুপে। বাংলা ৬ উইকেটে রেলওয়েজকে হারাল।
- অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে তাই জু ইংয়ের কাছে ২১-১৫, ২১-১৯ স্ট্রেট গেমে হেরে গেলেন সাইনা নেহাওয়াল।
- আই লিগে মোহনবাগান ৩-২ গোলে হারাল শিলং লাজংকে। ২০ ম্যাচে ৫৬ গোল হজম করল শিলং।