কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মার্চ, ২০১৯

455
0
Current Affairs 16 March 2019

আন্তর্জাতিক 

  • ক্রাইস্ট চার্চের হ্যাগলে কলেজ প্রাঙ্গণে স্মরণসভায় শ্রদ্ধা জানানো হল নিউজিল্য্যান্ডের দুটি মসজিদে জঙ্গি হানায় নিহতদের স্মৃতির প্রতি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন জানিয়েছেন, সে দেশের অস্ত্র আইনে বদল আনা হবে। বস্তুত, ১৬ বছর বয়স হলে এবং অপরাধের রেকর্ড না থাকলে যথেচ্ছ আগ্নেয়াস্ত্র কেনা যায় সে দেশে। অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টও বৈধভাবেই সংগ্রহ করেছিল ৫টি আগ্নেয়াস্ত্র। এদিনই তাঁর বিরুদ্ধে ৪৯ জনকে হত্যার অভিযোগে মামলাও শুরু হল। হত্যাকাণ্ডের সময় জাপটে ধরে যিনি বাধা দিয়েছিলেন সেই নইম রশিদও প্রাণ হারিয়েছেন হাসপাতালে। গুলিতে জখম রশিদ পাকিস্তানের অ্যাবটাবাদ থেকে নিউজিল্যান্ড এসেছিলেন। ক্রাইস্ট চার্চ হামলায় ৫ ভারতীয়রও মৃত্যু হয়েছে। কেরলের বাসিন্দা অংশী কারিথাকুলম (২৭) তাঁদের একজন।
  • প্রথমবার ভেটো প্রয়োগ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা তোলার প্রস্তাব ঠেকাতে তিনি ভেটো প্রয়োগ করলেন।

জাতীয়

  • জম্মু ও কাশ্মীর পুলিশের মহিলা স্পেশাল অফিসার (এসপিও) খুশবু জানেরকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। শোপিয়ানের ভেহিল গ্রামে এই ঘটনা ঘটেছে।
  • নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে রাজনৈতিক দলগুলির ইশতেহার প্রকাশ করা যাবে না। বলে জানাল ভারতের নির্বাচন কমিশন। এই মর্মে আদর্শ আচরণবিধি সংশোধিত হয়েছে বলে জানানো হল।

বিবিধ

  • ঘূর্ণিঝড় `আইডাই’ আছড়ে পড়ল জিম্বাবোয়ের চিমানি মানিতে। মৃত্যু হল অন্তত ২৪ জনের।
  • ক্যান্সারের ৪২টি ওষু্ধের দাম ৩ থেকে ৮ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে বলে জানাল দি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।

খেলা

  • ৪০০ মিটার হার্ডলসে ধারুণ আয়াস্বামী নতুন জাতীয় রেকর্ড গড়লেন। নিজেরই পুরনো রেকর্ড (২০১৮ এশিয়াড) ভেঙে তিনি নতুন রেকর্ড গড়লেন।
  • প্রয়াত হলেন সমীর কুমার রায় ওরফে পল্টু রায় (৯০)। ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিকে খেলা ভারতীয় ফুটবল দলের শেষ জীবিত সদস্য ছিলেন তিনি।
  • চোটের জন্য আজারবাইজানের বাকুতে আয়োজিত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দীপা কর্মকার।