হিন্দুস্তান কপারে ১১২ ট্রেড অ্যাপ্রেন্টিস

1321
0
Hindustan Copper Apprentice

কেন্দ্রীয় সরকারের হিন্দুস্তান কপার লিমিটেডে ১১২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে— ব্লাস্টার (মাইনস), কম্পিউটার অ্যান্ড পেরিফেরাল হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স মেকানিক, টার্নার, ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ড্রাফটসম্যানশিপ (সিভিল ও মেকানিক্যাল), ওয়েল্ডার, মেকানিক ডিজেল, পাম্প অপারেটর কাম মেকানিক ট্রেডে, অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নং: HCL/ KCC/ HR/ Trade Appt/ 2018-19.

শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: ব্লাস্টার (মাইনস): ২৫ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৫, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণির জন্য ২)। ক্রমিক সংখ্যা ২: কম্পিউটার অ্যান্ড পেরিফেরাল হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স মেকানিক: ১ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা ৩: টার্নার: ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৪: ফিটার: ২২ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৪, ইডব্লুএস ৩)। ক্রমিক সংখ্যা ৫: ইলেক্ট্রিশিয়ান: ৩১ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৫, ওবিসি ৬, ইডব্লুএস ৩)। ক্রমিক সংখ্যা ৬: ইলেক্ট্রনিক মেকানিক: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৭: ড্রাফটসম্যান (সিভিল): ২ (তপশিলি জাতি ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৮: ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ৩ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)। ক্রমিক সংখ্যা ৯: ওয়েল্ডার: ১২ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। ক্রমিক সংখ্যা ১০: মেকানিক ডিজেল: ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ১১: পাম্প অপারেটর কাম মেকানিক: ৪ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)।

যোগ্যতা: ১০+২ সিস্টেমে ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ। সঙ্গে ১) সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি অ্যাফিলিয়েটেড কোনো ইনস্টিটিউট থেকে আইটিআই পাশ। ২) ২০১৬ সালের আগে যাঁরা আইটিআই পাশ করেছেন তাঁদের একটি এফিডেভিট দিতে হবে। শুধুমাত্র ব্লাস্টার (মাইনস) ট্রেডের ক্ষেত্রে টেকনিক্যাল যোগ্যতার দরকার নেই, শুধুমাত্র ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশের প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩০ মার্চ ২০১৯ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর তৈরি মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

ট্রেনিংয়ের সময়সীমা স্টাইপেন্ড: ব্লাস্টার (মাইনস) ট্রেডে ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর। কম্পিউটার অ্যান্ড পেরিফেরাল হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স মেকানিকের ৬ মাস। বাকি ট্রেডগুলির ট্রেনিং ১ বছর। সবক্ষেত্রেই অ্যাপ্রেন্টিসের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.hindustancopper.com ওয়েবাসইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। সম্প্রতি তোলা স্বপ্রত্যয়িত ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। পূরণ করা আবেদনপত্র, একটি পাসপোর্ট মাপের ছবি (একটি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে আর একটি আবেদনপত্রের সঙ্গে দিতে হবে) ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে ‘The office of the Chief Manager (HR), CHRD, Khetri Copper Complex, Khetri Nagar’ ঠিকানায়। খামের উপরে লিখতে হবে ‘Application for Trade …………’. পূরণ করা আবেদনপত্র ও নথি পৌঁছতে হবে ৩০ মার্চ ২০১৯ তারিখের মধ্যে। আবেদন করার আগে প্রার্থীকে www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। হিন্দুস্তান কপারে আবেদনের সময় সেই রেজিস্ট্রেশন আইডি দিতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.hindustancopper.com ওয়েবসাইট থেকে।