কারেন্ট অ্যাফেয়ার্স ২০ এপ্রিল, ২০১৯

726
0
Current Affairs 20 April 2019

 আন্তর্জাতিক

  • সংযুক্ত আরব আমিরশাহিতে প্রথম হিন্দু মন্দিরের শিলান্যাস করা হল। দেশটির রাজধানী আবুধাবিতে গড়া হবে মন্দিরটি। ভারতের রাষ্ট্রদূত নবদীপ সুরি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হল টারপিন দম্পতিকে। ৫৭ বছরের ডেভিড এবং ৫০ বছরের লুইস তাঁদের ১৩ জন সন্তানকে গৃহবন্দি রেখে অত্যাচার করতেন। গত ফেব্রুয়ারিতে উদ্ধার করা হয় তাদের।
  • ইতিহাস গড়লেন মিতসুহিরো ইয়ামোতো (৫২)। জাপানের এই দৃষ্টিহীন নাবিক একটানা  নৌকো চালিয়ে প্রশান্ত মহাসাগর পেরোলেন। এই প্রথম এমন নজিরবিহীন ঘটনা ঘটল। ১২ মিটার দীর্ঘ ড্রিম ওয়েভার  নৌকোয় তাঁর সঙ্গে ছিলেন মার্কিন নেভিগেটর ডো স্মিথ, যিনি হাওয়ার গতির তথ্য দিয়ে সাহায্য করেছেন মিতসুহিরোকে। গত ২৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে তিনি ২০ এপ্রিল ৮০০০ কিমি অতিক্রম করে পৌঁছলেন জাপানের ফুকুসিমায়।

জাতীয়

  • হাওড়া–নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস লাইনচ্যুত হল কানপুরের রুমা রেলস্টেশনের কাছে। জখম হলেন ১৪ জন যাত্রী।
  • দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ‘অসদাচরণে’র অভিযোগ আনলেন একজন প্রাক্তন জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। সর্বোচ্চ আদালতের ২২ জন বিচারপতির কাছে হলফনামা দিয়ে তিনি অভিযোগ জানালেন। প্রধান বিচারপতি এরপর ছুটির দিনেই স্বতঃস্ফূর্ত ভাবে বিশেষ বেঞ্চ বসিয়ে মামলাটির শুনানি শুরু করেন।

বিবিধ

  • সংগীত শিল্পী অমর পাল (৯৭ ) প্রয়াত হলেন। প্রভাতী সংগীত, লালনগীতি, ভাটিয়ালি গানের প্রবাদপ্রতিম শিল্পী ছিলেন তিনি।‘নিমন্ত্রণ’, ‘হীরক রাজার দেশে’, ‘অমৃতকুম্বের সন্ধানে’ প্রভৃতি ছবিতে তিনি নেপথ্য সংগীত গেয়েছিলেন। সঙ্গীত নাটক অকাদমি সম্মাননা ছাড়াও তিনি পেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সংগীত মহাসম্মান ও লালন সম্মান।

খেলা

  • দোহায় শুরু হচ্ছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ভারতের ৪২ জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। গতবার ১২টি সোনা, ৫টি রুপো, ১২টি ব্রোঞ্জ পদক জিতে ভারত প্রথম স্থান পেয়েছিল।
  • একটি টেলিভশন শো-তে মহিলাদের বিরুদ্ধে অশোভন মন্তব্য করায় হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুলকে ২০ লক্ষ টাকা জরিমানা করল বিসিসিআই।