কারেন্ট অ্যাফেয়ার্স ২ মে , ২০১৯

553
0
Current Affairs 2 May 2019

আন্তর্জাতিক

  • ভারত-নেপাল সীমান্তে মাকালু বেসক্যাম্পের কাছে রহস্যময় পদচিহ্নের ছবি প্রকাশ করেছিল ভারতীয় সেনা। সেই পদচিহ্ন ইয়েতির নয় বলে জানালেন নেপালের সেনা কর্তৃপক্ষ। সেটি বন্য ভল্লুকের পদচিহ্ন বলে দাবি করলেন নেপালের ব্রিগেডিয়ার জেনারেল বিজ্ঞানদেব পান্ডে।
  • পকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর লাগাতার নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ইউরোপীয় ইউনিয়নের ৫১ জন সদস্য। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখে তাঁরা জানালেন, পরিস্থিতির পরিবর্তন না হলে পাকিস্তানকে দেওয়া ভর্তুকি বন্ধ করতে হবে।
  • বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা থেকে রাশিয়াকে আলাদা করে সুরক্ষিত করতে নতুন একটি বিলে সই করলেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।

জাতীয়

  • সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম হলেন দুই ছাত্রী। গাজিয়াবাদের হংসিকা শুক্ল এবং মজফফর নগরের করিশ্মা অরোরা। দুজনেই ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছেন। দ্বিতীয় স্থান পেয়েছেন ৩ জন ছাত্রী।
  • ‘এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ ফণী আছড়ে পড়ার আশঙ্কায় ১১ লক্ষ মানুষকে উপযুক্ত স্থানে সরিয়ে দিল প্রশাসন। বাতিল করা হল ৯৫টি ট্রেন। প্রসঙ্গত, ফণী নামটি বাংলাদেশের দেওয়া। বিমান ওঠানামা বন্ধ করা হল ভুবনেশ্বর বিমানবন্দরে। ৩ মে রাতে কলকাতা বিমান বন্দর বন্ধ রাখা হবে বলে জানানো হল।

বিবিধ

  • ২০১৮-১৯ অর্থবর্ষে দেশে বৃদ্ধির হার ৭ শতাংশ হতে পারে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক বিষয়ের দপ্তর বিবৃতি দিল। তবে রাজকোষ ঘাটতি লক্ষ্যমাত্রার মধ্যে (জিডিপি-র ৩.৪ শতাংশ) থাকবে বলে জানানো হল।
  • গত অর্থবর্ষে ভারত সবথেকে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে ইরাক থেকে (৪.৬৬ কোটি টন)। এরপর আরব ও ইরান থেকে তেল আমদানি করা হয়েছে। এদিন এই তথ্য প্রকশা করল কেন্দ্র।

খেলা

  • নিউজিল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের এইচ এস প্রণয়। দ্বিতীয় বাছাই তথা বিশ্বের ১৩ নম্বর, ইন্দোনেশিয়ার টমি মুগিয়ার্তোকে হারিয়ে শেষ আটে উঠলেন তিনি।
  • আইসিসি-র টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রইল ভারত। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। তবে একদিনের ক্রিকেটে ভারত পেল দ্বিতীয় ক্রম। শীর্ষস্থান পেল ইংল্যান্ড।
  • ফুটবল অনুশীলনের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বকাপজয়ী স্পেন দলের গোলরক্ষক ইকর কসিয়াস। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।
  • রাশিয়ার আলি আলিয়েভ কুস্তি প্রতিযোগিতায় সোনা জিতলেন ভারতের বজরং পুনিয়া।