নীতি আয়োগে ৬০ ইয়ং প্রফেশনাল

628
0
niti aayog

দ্য ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্র্যান্সফরমিং ইন্ডিয়াতে দু বছরের চুক্তির ভিত্তিতে ৬০ জন ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে।

পারিশ্রমিক: প্রতি মাসে ৬০০০০ টাকা।

বয়স: ২০ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়স ৩২ বছরের কম।

ক্ষেত্র অনুযায়ী যোগ্যতা, অভিজ্ঞতা: সবক্ষেত্রেই ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা দরকার, সেইসঙ্গে শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা দরকার এইরকম:

এগ্রিকালচার: মাস্টার ডিগ্রি/ এমবিএ।

অটল ইনোভেশন মিশন: ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাস্টার ডিগ্রি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রি বা ম্যানেজমেন্টে সমতুল ডিগ্রি, কমার্স/ ইকোনমিক্সে মাস্টার, সিএ, সিএস বা কমিউনিকেশন ডেভেলপমেন্ট/ জার্নালিজমে মাস্টার, কোডিং অ্যান্ড ওয়েবসাইট ডেভেলপমেন্টে সাউন্ড এক্সপোজার সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি।

কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া: জার্নালিজম, মাসকমিউনিকেশন, অ্যাডভারটাইজিং অ্যান্ড পাবলিক রিলেশন্সে মাস্টার/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।

ডেভেলপমেন্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন: ১) ইকোনমিক্স/ স্ট্যাটিস্টিক্স/ অন্যান্য সোশ্যাল সায়েন্সেস/ পাবলিক পলিসি/ অ্যাডমিনিস্ট্রেশন/ ম্যানেজমেন্ট সায়েন্সে মাস্টার। ২) হেলথ, এডুকেশন, রুরাল ডেভেলপমেন্ট, ওম্যান অ্যান্ড চাইল্ড, ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে মনিটরিং এবং/ অথবা কনডাক্টিং ইভ্যালুয়েশন স্টাডিজে অভিজ্ঞতা এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বোঝা ও স্ট্যাটিস্টিক্যাল টুলে দক্ষতা।

ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স: ইকোনমিক্স/ স্ট্যাটিস্টিক্স/ কমার্স/ ফিনান্স/ পাবলিক পলিসিতে মাস্টার/ এমবিএ বা সমতুল। সঙ্গে ভালো ড্রাফটিং স্কিল থাকতে হবে।

এনার্জি: পেট্রোলিয়াম/ কেমিক্যাল/ এনার্জি/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব সায়েন্স, এনার্জি/ মেকানিক্যাল/ আইটি বা সফটওয়্যার সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব সায়েন্স।

গভর্নেন্স অ্যান্ড রিসার্চ: ১) পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে ইকোনমিক্স/ কমার্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

২) পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে ইকোনমিক্স/ পাবলিক পলিসি/ স্ট্যাটিস্টিক্স।

হেলথ অ্যান্ড নিউট্রিশন: এমবিবিএস বা পাবলিক হেলথ/ পাবলিক পলিসি/ ইকোনমিক্স/ নিউট্রিশনে মাস্টার।

হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট: ইকোনমিক্স/ স্ট্যাটিস্টিক্স/ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ পাবলিক পলিসি ডেভেলপমেন্ট/ ম্যানেজমেন্ট/ এডুকেশনে মাস্টার। ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (অন্তত দু বছরের সময়সীমার)।

ইন্ডাস্ট্রি: ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (টেক্সটাইলস)/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার, যেকোনো শাখায় ইঞ্জিনিয়ারিং, মাস্টার অব আর্টস (ইকোনমিক্স)।

লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ও প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড পিপিপি: ইকোনমিক্স/ কমার্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার। মাস্টার অব সায়েন্স (এগ্রিকালচার), মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স অ্যাকাউন্টিং), ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং বা এমবিএ বা ট্রান্সপোর্টেশনে পোস্ট গ্র্যাজুয়েট।

রুরাল ডেভেলপমেন্ট: মাস্টার ডিগ্রি।

সায়েন্স অ্যান্ড টেকনোলজি: ১) ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অব টেকনোলজি/ মাস্টার অব ইঞ্জনিয়ারিং/ মাস্টার অব টেকনোলজি ইন ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ আইটি। ২) কেমিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অব টেকনোলজি/ মাস্টার অব ইঞ্জিনিয়ারিং/ মাস্টার অব টেকনালজি।

স্কিল ডেভেলপমেন্ট: মাস্টার ডিগ্রি।

সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট: সোশ্যাল ওয়ার্ক/ সোশ্যিওলজি/ সোশ্যাল ওয়েলফেয়ার/ পাবলিক পলিসি/ ইকোনমিক্স/ সোশ্যাল ডেভেলপমেন্টে মাস্টার।

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস: ইকোনমিক্স/ স্ট্যাটিস্টিক্স ও অন্যান্য সোশ্যাল সায়েন্স/ পাবলিক পলিসি/ অ্যাডমিনিস্ট্রেশন/ ম্যানেজমেন্ট সায়েন্সে মাস্টার।

ট্যুরিজম অ্যান্ড কালচার: সোশ্যাল সায়েন্স/ ইকোনমিক্স/ জিওগ্রাফিতে পোস্ট গ্র্যাজুয়েশন।

ওয়াটার অ্যান্ড ল্যান্ড রিসোর্সেস: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্র্যাজুয়েশন।

আরবান ডেভেলপমেন্ট: আরবান প্ল্যানিং/ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার।

আবেদনের পদ্ধতি: www.niti.gov.in ওয়েবাসইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। সরাসরি https://crbs.nitiaayog.nic.in/eapplication/niticon/Registration.aspx লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

বিজ্ঞপ্তিটি দেখা যাবে https://niti.gov.in/writereaddata/files/recruitment/Young-Professionals.pdf লিঙ্কে। অনলাইন আবেদন করা যাবে ২২ মে ২০১৯ তারিখ পর্যন্ত।