উচ্চমাধ্যমিক ২০১৯ ফল প্রকাশ

1020
0
daily current affairs

প্রকাশিত হল ২০১৯ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর মেয়েদের টেক্কা দিয়েছে ছেলেরা। সর্বমোট পাশের হার ৮৬.২৯%। এবছর পরীক্ষার্থী ছিলেন মোট ৮ লক্ষ ১৬ হাজার ২৮৩ জন। প্রথম দশে রয়েছেন ১৩৭ জন পরীক্ষার্থী।

এবছর ছেলেদের পাশের হার ৮৭.৪৪%, অন্যদিকে মেয়েদের পাশের হার ৮৫.৩০%। প্রথম স্থান অধিকার করেছেন বীরভূম জেলা স্কুলের শোভন মণ্ডল ও কোচবিহার জেনকিনস হাই স্কুলের রাজর্ষি বর্মন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় স্থানে রয়েছেন ৬ জন পরীক্ষার্থী, প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৬।  মেয়েদের মধ্যে প্রথম বিধাননগর গভর্নমেন্ট হাইস্কুলের সংযুক্তা বসু (৪৯৬)।

কলা বিভাগে প্রথম ও পূর্ণ মেধা তালিকায় চতুর্থ বীরভূম থেকে রাকেশ দে, প্রাপ্ত নম্বর ৪৯২। বাণিজ্য শাখায় যুগ্মভাবে প্রথম জ্ঞানভারতী বিদ্যাপীঠ কলকাতার কমল সাহা ও ন্যাশনাল হাই স্কুলের কোমাল সিং যাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৬।

ফলাফল জানা যাচ্ছে http://wbchse.nic.in/  এবং   wbresults.nic.in সহ অন্যান্য কিছু ওয়েবসাইটে।

 

H.S Result, H.S Exam Result