কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন, ২০১৯

490
0
Current Affairs 31st May

আন্তর্জাতিক

  • পরিবেশকর্মীরা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আসন্ন লন্ডন সফরের সময় বিক্ষোভ দেখানোয় বেলুন ওড়ানোর অনুমতি চেয়েছিলেন। এদিন সেই অনুমতি দিলেন লন্ডনের মেয়র সাজিদ খান। তাঁর বক্তব্য ‘ট্রাম্পের জন্য লাল কার্পেট পেতে দেবে না ব্রিটেন।’
  • ভার্জিনিয়ায় একজন মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তির নির্বিচার গুলি বর্ষণে অন্তত ১২ জনের মৃত্যু হল। এদিন ভার্জিনিয়ার একটি সরকারি ভবনে ঢুকে সেমি অটোমেটিক হ্যান্ডগান নিয়ে নির্বিচারে গুলি চালায় ডোয়েন অ্যাডক নামের সেই আততায়ী। সে পেশায় প্রাক্তন ইঞ্জিনিয়ার।

জাতীয়

  • ইভিএম এবং ভিভিপ্যাট পদ্ধতির মধ্যে কারচুপি করা অসম্ভব বলে মন্তব্য করলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি।
  • দক্ষিণ কাশ্মীরের পুলোওয়ামায় প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত নিল ৫ জন কট্টর জঙ্গি।
  • নতুন শিক্ষানীতির খসড়া জমা পড়ল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক-র হাতে। প্রাক্তন ইসরো চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন-এর নেতৃত্বধাধীন কমিটি এই খসড়া বানিয়েছে। এই প্রস্তাবে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের হিন্দি সহ তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক করার কথা আছে। এর প্রতিবাদ জানাল তামিলনাড়ু। গোবলয়ের বাইরে অহিন্দিভাষী রাজ্যগুলিতেও প্রবল অসন্তোষের প্রকাশ ঘটছে।

বিবিধ

  • মে মাসে দেশে জিএসটি আদায় ১ লক্ষ ২৮৯ কোটি টাকা ছিল বলে জানানো হল।
  • ভারতের ওপর থেকে ‘জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস’-এর সুবিধা প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র। ৫ জুন থেকে তা কার্যকর হবে। এই ব্যবস্থায় উন্নয়নশীল দেশ হিসাবে ভারত কিছু পণ্যে বিনা শুল্কে বাণিজ্য করতে পারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং তার ফলে গত অর্থবর্ষে ৫৬০ কোটি ডলারের পণ্যে ভারতকে কোনো শুল্ক দিতে হয়নি। ১৯৭৪ সাল থেকে ভারত এই সুবিধা পেয়ে এসেছে। সেই সুবিধা রদ হল।
  • শিল্পপতি ব্রিজমোহন খৈতান (৯২) প্রয়াত হলেন। উইলিয়ম মেগর গোষ্ঠীর চেয়ারম্যান ছিলেন তিনি।

খেলা

  • ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৩৬ রন করেছিল শ্রীলঙ্কা। ম্যান অব দ্য ম্যাচ হলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। তিনি ৩টি উইকেট নেন। এই ম্যাচ হল মোট ৪৫.৩ ওভারের। অন্য ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী হল অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ম্যাচ হলেন অস্ট্রেলিয়ার ডেবিড ওয়ার্নার (অপরাজিত ৮৯ রান)।
  • অনূর্ধ্ব ২১ মহিলাদের হকিতে ভারত ২-০ গোলে কানাডাকে হারাল।
  • মহমেডান ক্লাব প্রদত্ত শান-ই-মহমেডান সম্মান পেলেন প্রাক্তন ফুটবলার ভিক্টর অমলরাজ।
  • এ মরসুমে ইউরোপসেরা হল লিভারপুল। এদিন চ্যাম্পিয়ন লিগের ফাইনালে তারা ২-০ গোলে হারাল টটেনহ্যাম হটস্মারকে।