আন্তর্জাতিক
- নিয়েলস হোয়েগেলকে(৪২)যাবজ্জীবন কারাদণ্ড দিল জার্মানি আদালত। হোয়েগেল একজন পুরুষ নার্স। ২০০০-২০০৫ সালের মধ্যে জার্মানির ওলডেনবার্গ শহরে এক-এক করে ৮৫ জন রোগীকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছে হোয়েগেল। এরমধ্যে ৬টি মামলায় এই সাজা ঘোষিত হল।
- ডেনমার্কে সাধারণ নির্বাচনে জয়লাভ করল মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটরা। সংসদে ২৫.৯ শতাংশ ভোট পেয়ে ৪ বছর পর তারা ক্ষমতায় ফিরল। মেতে ফ্রেডেরিকসেন নামক নেত্রীর নেতৃত্বে তারা অভিবাসন বিরোধী ভূমিকা নিয়েই জয়লাভ করল তারা। ইউরোপে অতিদক্ষিণ দলগুলি এখন ফল ভালো করলেও ডেনমার্কে ড্যানিশ পিপল’স পার্টির প্রাপ্ত ভোট কমে গেল অনেকটাই।
জাতীয়
- ‘অপারেশন ব্লু স্টার’-এর ৩৫ বছর পূর্ণ হল। ১৯৮৪ সালের ৩-৮ জুন পাঞ্জাবের স্বর্ণমন্দিরে খালিস্তানি জঙ্গিদের ধরতে ওই অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। বর্ষপূর্তিতে বেশ কিছু দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদল। ওই সময় বাজেয়াপ্ত করা ধর্মগ্রন্থ, শিল্পকর্ম, স্মারক ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন তিনি।
- বিদেশমন্ত্রী হয়ে প্রথম বিদেশ সফরে ভুটান যাবেন এম জয়শঙ্কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করবেন মালদ্বীপ ও শ্রীলঙ্কা। কেন্দ্রীয় সরকার এদিন এ কথা জানান।
- অন্ধ্রপ্রদেশে যে-কোনো মামলার তদন্ত, তল্লাসি, গ্রেপ্তারি প্রভৃতি কর্মসূচির প্রতিটিতে সিবিআই-এর কার্যকলাপ রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে বলে যে নির্দেশিকা জারি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তা প্রত্যাহার করলেন নতুন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি।
বিবিধ
- ঋণে সুদের হার কমতে পারে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। পর-পর তিনবার (ফেব্রুয়রি, এপ্রিল, জুন) এই হার কমানোয় এখন তা হল ৫.৭৫ শতাংশ যা গত ৯ বছরে সর্বনিম্ন। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরও জানালেন, টাকা পাঠানোর আরটিজিএস এবং এনইএফটি-র ওপর থেকে শীর্ষ ব্যাঙ্ক তাদের চার্জ তুলে নিচ্ছে।
- ২০১৮-১৯ অর্থবর্ষে কলকাতা মেট্রো রেলের বিজ্ঞাপন বাবদ আয় ১০৫.১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ও ভাড়া বাবদ আয় ৩.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই অর্থবর্ষে ২৩৪.৮৭ কোটি টাকা আয় হয়েছে বলে জানানো হল।
খেলা
- উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে পর্তুগাল ৩-১ গোলে সুইজারল্যান্ডকে পরাস্ত করল। হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সব মিলিয়ে ফুটবল জীবনে এটি তাঁর ৫৩তম হ্যাট্রিক এবং ৮৮টি আন্তর্জাতিক গোল।
- বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ১৫ রানে জয়ী হল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ২৮৮ রান করেছিল অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হলেন নেথান কুল্টার নাইল।
- হকি ফাইনাল সিরিজে ভারত ১০-০ গোলে পরাস্ত করল রাশিয়াকে। দেশের হয়ে এদিন ২৫০তম ম্যাচ খেললেন অধিনায়ক মনপ্রীত সিং।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭ বছরের কিশোরী আমান্তা আনিসিমোভা ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গলস ফাইনালে উঠলেন। গতবারের চ্যাম্পিয়ন সিমোনা হাপেকে তিনি স্ট্রেট সেটে(৬-২,৬-৪) হারালেন।