কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুন, ২০১৯

616
0
Current Affairs 15 June 2019

আন্তর্জাতিক

  • প্রবল গণবিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পিছু হঠল হংকং প্রশাসন। চিনে অপরাধী প্রত্যর্পণ বিল স্থগিত রাখার সিদ্ধান্ত জানাল তারা। স্বশাসিত হংকংয়ে চিনের প্রভাব বৃদ্ধি রুখে দিতে এই আন্দোলন শুরু হয়েছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে মৃত্যু হল ৬ বছরের ভারতীয় শিশু গুরপ্রীত কৌরের। মেক্সিকো থেকে সীমান্ত পেরিয়ে অ্যারিজোনা মরুভূমিতে দলছুট হয়ে গিয়েছিল সে। গত বছর মার্কিন মুলুকের বিভিন্ন সীমান্তে ৯ হাজারের বেশি ভারতীয় অনুপ্রবেশকারী ধরা পড়েছেন। অন্যদিকে অ্যারিজোনায় এটি দ্বিতীয় অনুপ্রেবেশকারী শিশুমৃত্যুর ঘটনা ঘটল চলতি বছরে।
  • মায়ানমারের চিকিৎসক নাং মে সানের চিকিৎসার লাইসেন্স বাতিল করল সেখানকার মেডিকেল কাউন্সিল। তিনি ফেসবুকে বিকিনি পরা ছবি দিয়েছিলেন বলে এই ব্যবস্থা নেওয়া হল।

জাতীয়

  • নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হল নয়াদিল্লিতে। নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নীতি আয়োগের বৈঠক হল। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার এবং অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে উপস্থিত  থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন। ২০২৪ সালের মধ্যে দেশের জিডিপি ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন প্রধানমন্ত্রী। এজন্য রপ্তানি বাড়ানোর উদ্যোগের কথা বলা হল বৈঠকে।
  • গুজরাটে একটি হোটেলের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল ৭ জনের। বরোদা থেকে ৩৫ কিমি দূরে দর্শন হোটেলে এই ঘটনা ঘটেছে।
  • কেরলে মহিলা সিভিক পুলিশ অফিসার সৌমা পুঙ্খারনকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করা হল। এই ঘটনায় মূল অভিযুক্ত তাঁরই এক সহকর্মী।

বিবিধ

  • কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো রেল কর্পোরেশন সিগন্যাল পরীক্ষার থার্ড পার্টি সার্টিফায়ারের সম্মতি লাভ করল। ৮৫৭৫ কোটি টাকার প্রকল্পের ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের সিগন্যাল ব্যবস্থা নিরাপদ বলে জানানো হয়েছে।

খেলা

  • বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ৮৭ রানে হারাল শ্রীলঙ্কাকে। অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৩২ বলে ১৫৩ রান করলেন। অন্য ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। পঞ্চম ম্যাচে এটা তাদের প্রথম জয়।
  • এফআইএইচএস সিরিজ ফাইনালসে ভারত চ্যাম্পিয়ন হল। এদিন তারা ফাইনালে ৫-১ গোলে হারাল অস্ট্রিয়াকে।
  • কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারাল বলিভিয়াকে।