স্টাফ সিলেকশনের সিজিএল টিয়ার-১-এর ফল ২০ সেপ্টেম্বর

601
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (টিয়ার-১) পরীক্ষা হল গত ৪-১৩  জুন, ৭ দিন ধরে, প্রতিদিন ৩টে করে মোট ২১টা শিফটে। ৩৩ রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে, ১৩১ শহরে, ৩৬২টি পরীক্ষাকেন্দ্রে। মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৩৭ হাজার, আবেদন করেছিলেন ২৫ লক্ষ ৯৭ হাজার অর্থাৎ তাঁদের মধ্যে শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছিলেন ৩২.২৩% জন। পরীক্ষার ফল বেরোতে পারে আগামী ২০ সেপ্টেম্বর। এসব জানানো হয়েছে কমিশনের ১৮ জুনের একটি বিজ্ঞপ্তিতে, এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Important_Notice_CGLE_2018_18.06.2019.pdf