কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুলাই, ২০১৯

545
0
Current Affairs 15 July 2019

আন্তর্জাতিক

  • থাইল্যান্ডে সামরিক সরকারের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন সে দেশের প্রধানমন্ত্রী প্রয়ুন চান ওচা। ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাক্তন ওই সেনাপ্রধান ক্ষমতা দখল করেছিলেন। গত ৬ মাস ধরে থাইল্যান্ডে গণতন্ত্রের দাবিতে আন্দোলন চলছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের মুখ কৃষ্ণাঙ্গ নেত্রী স্যাডি রবার্টস জোসেফ(৭৫)-এর মৃতদেহ উদ্ধার হল। মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার ব্যাটনরুজে এই ঘটনা ঘটেছে। পুলিশের সন্দেহ তাঁকে খুন করা হয়েছে।
  • গণিতবিদ অ্যালান টুরিং-এর ছবি ব্যাঙ্ক অব ইংল্যান্ডের ৫০ পাউন্ডের নোটে থাকবে বলে জানানো হল।

জাতীয়

  • অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল ইসরোর চন্দ্রযান ২ অভিযান। ক্রায়োজনিক রকেটের ফুয়েল ট্যাঙ্কে কোনো ত্রুটির জন্য শেষ মুহূর্তে চন্দ্রযান ২ উৎক্ষেপণ স্থগিত করে দেওয়া হল।
  • সারোগেসি বিল পেশ হল লোকসভায়। বাণিজ্যিক ভাবে গর্ভ ভাড়া দেওয়া নিষিদ্ধ করতে এই বিল আনা হয়েছে। এই বিল আইনে পরিণত হলে কেবল নিকট আত্মীয়েরারাই গর্ভদাত্রী হতে পারবেন।

বিবিধ

  • গত জুন মাসে দেশে সার্বিক মূল্যবৃদ্ধির হার হল ২.০২ শতাংশ। গত ২৩ মাসে তা সর্বনিম্ন। ২০১৭ সালের জুলাই মাসে তা ছিল ১.৮৮ শতাংশ।
  • গত অর্থবর্ষে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জিএসটি সংগ্রহ ৫.১৮ লক্ষ কোটি টাকা ছিল বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
  • গত জুন মাসে রপ্তানির হার ৯.৭১ শতাংশ হ্রাস পেল। আমদানি হ্রাস পেল ৯ শতাংশ। বাণিজ্য ঘাটতি হয়েছে ১৫২৮ কোটি ডলার।

খেলা

  • জার্মানিতে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্বরেকর্ড করল ভারতের শ্যুটাররা। ওই দলে ছিলেন মেহুলি ঘোষ, এলা ভেনিল, ভালারিভালান, শ্রেয়া আগরওয়াল। সোনার পদক জিতলেন তাঁরা।
  • বিশ্বকাপ একাদশ ঘোষণা করল আইসিসি। দলটি হল: জেসন রয়, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জো রুট, শাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, জোফ্রা আর্চার, লকি ফার্গুসন ও যশপ্রীত বুমরা। দ্বাদশ ব্যক্তি ট্রেন্ট বোল্ট।