আন্তর্জাতিক
- ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বরিস জনসন। তাঁরই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল এবং অর্থমন্ত্রী হিসাবে পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভেদ দায়িত্ব গ্রহণ করলেন।
- পাকিস্তানে এখনও ৩০-৪০ হাজার জঙ্গি রয়েছে। তারা কাশ্মীরে ও আফগানিস্তানে সক্রিয়। তবে পূর্ববর্তী সরকারগুলি এ বিষয়ে সঠিক তথ্য দেয়নি। মার্কিন সফরে গিয়ে মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অন্যদিকে লাদেন সম্পর্কিত তথ্য পাক চররা দিয়েছিল বলে ইমরানের দাবি নস্যাৎ করে দিলেন সিআইএ-র প্রাক্তন প্রধান ডেভিড পেট্রিয়াস।
জাতীয়
- পকসো আইনের সংশোধনী বিল পাশ হল রাজ্যসভায়। শিশুদের ওপর অপরাধের শাস্তি আরও কঠোর করার ব্যবস্থা রয়েছে এই বিলে। এদিনই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (সংশোধনী) বিল পাশ হল লোকসভায়। সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সংস্থান রয়েছে বলে দাবি করা হয়েছে এই সংশোধনীতে, যদিও এই বিল পাশের উদ্দেশ্য এবং অপপ্রয়োগ সম্বন্ধে প্রবল সন্দেহ প্রকাশ করেছে বিরোধীরা। সংশোধনীটির একটি গুরুত্বপূর্ণ দিক হল, সন্ত্রাসকে সমর্থন করলে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এবং এরকম সন্দেহ হলেই গ্রেপ্তার করা।
- বিহারের নওদা জেলায় ডাইনি অপবাদে পিটিয়ে হত্যা কর হল এক বৃদ্ধাকে।
বিবিধ
- ২০১৯ সালের বিশ্ব উন্নয়ন সূচকে ভারত পেল ৫২তম স্থান। গত বছরের থেকে ৫ ধাপ এগোল ভারত। ৮০টি মাপকাঠিতে বিশ্বের ১২৯টি দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে এই তালিকা প্রস্তুত হয়।
- কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কে গ্রাহকদের তথ্য সুরক্ষিত না রাখায় ফেসবুক কর্তৃপক্ষকে ৫০০ কোটি ডলার জরিমানা করল মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন।
খেলা
- টোকিও অলিম্পিকে পদকের নমুনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল। প্রসঙ্গত, ২০২০ সালের এই দিনে টোকিও অলিম্পিকের উদ্বোধন হবে।
- লর্ডসে বিশ্বকাপ জয়ের ১০ দিনের মাথায় টেস্টে ৮৫ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে ২৩.৪ ওভারে ইংল্যান্ড এই রান করল। ১৩ রানে ৫ উইকেট নিলেন টিম মুর্তাঘ। প্রথম ইনিংসে আইরিশদের সংগ্রহ ২০৭ রান।
- হাঙ্গেরির ১৯ বছরের ক্রিস্তভ মিলাক পুরুষদের বাটার ফ্লাই ইভেন্টে মাইকেল ফেল্পসের ১০ বছরের বিশ্বরেকর্ড (১ মিনিট ৫১.৫১ সেকেন্ড) ভেঙে সময় করলেন ১ মিনিট ৫০.৭৩ সেকেন্ড।